নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, তুমি এবং আমরা!

আমি নীল ধ্রুবতারা

আমি আমারই মত!

আমি নীল ধ্রুবতারা › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীটা উৎসাহীদেরই মগের মুল্লুক!

২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

লেখালেখি করার ব্যাপারে আলাদা ভাবে কখনো ভেবে দেখিনি। কিন্তু আমার এক সিনিয়র ভাইয়া বলে, “প্রত্যেক মানুষেরই কিছু না কিছু লেখা উচিত, হোক না সে বাজে...!” এই কথা থেকেই উৎসাহ পেয়ে গেলাম আর বসে গেলাম লিখতে!
জাফর ইকবাল স্যার-এর একটি প্রবন্ধ (দশ হাজার কোটি নিউরন) পড়েছিলাম। সেখানে তাঁর একটি কথা খুব ভালো লেগেছিল, “উৎসাহীরা পৃথিবীকে চালায় আর বাকিরা তার সমালোচনা করে।” এই চমৎকার কথাটির কারনেই লেখার বিষয়টা আমি পেয়ে গেলাম!
পৃথিবী উৎসাহীদেরই মগের মুল্লুক। যার নতুন কিছু করার উদ্যম আছে, উৎসাহ আছে, সেই জীবনে এগিয়ে যাবে, আর বাকিরা তাকে আটকানোর নানা উপায় বের করবে। সবাই চেঁচাবে, “তুমি পারবে না! তুমি পারবে না!” কারন কি? কারন আর কিছু না, তোমার আগে এই কাজটা কেউ পারে নি, তাই তুমিও পারবে না!
এই হচ্ছে সাধারণ মানুষের যুক্তি। আরে বাবা! সবকিছুরই তো একটা শুরু আছে। আর সেই শুরুটা কাউকে না কাউকে দিয়েই তো হবে। আর “কাউকে না কাউকে”-এর জায়গায় তুমি থাকবে এটা কেন স্বাভাবিক ভাবে নিতে পারবে না?
আমি জানি নতুন কিছু করতে গেলে ব্যর্থতা আসতে পারে। কারন সাফল্য সোনার খনি, সেটাকে পেতে হলে তোমাকে মাটি খুঁড়তে হবে, তার আগে জানতে হবে সোনার খনির ঠিকানা। তাহলেই আসবে সাফল্য। কিন্তু ওই দুটো কাজ করতে গেলেই আসবে অনেক বাঁধা। দামি জিনিস! পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে।
ব্যর্থতা চন্দ্র জয়ের আগেও এসেছিল। এভারেস্ট-এর চূড়ায় মানুষ একদিনে ওঠেনি। ব্যর্থতা সম্পর্কে মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এর বক্তব্য, “যে জীবনে হারতে শেখেনি, সে জীবনে নতুন কিছু করতে শেখেনি।”
নতুন কিছু তারাই করতে পারে, যাদের মধ্যে উৎসাহ আছে, সাহস আছে। আর হ্যাঁ উৎসাহীরা যে পথে সাফল্য পায়, বাকিরা সেই পথেই তাদের অনুসরণ করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.