![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলিম। এটাই আমার একমাত্র পরিচয়। একা এসেছি, একাই যেতে হবে।
আল্লাহ পাক পৃথিবীর সকল মুসলমান ভাই ও বোন দের মঙ্গল করুন এবং আমাদের সকল কে ক্ষমা করুন, আমিন। নিশ্চয়ই আল্লাহ তায়ালা পরম করুনাময় ও অসীম দয়ালু।
বিতর নামাজের তৃতীয় রাকাআতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলানোর পর তাকবির দিয়ে যে দোয়া পড়তে হয়, তা-ই দোয়া কুনুত। এ দোয়ার মধ্যে রয়েছে আল্লাহ কাছে অনেক গুরুত্বপূর্ণ আবেদন। অথচ এ দোয়াটি অনেক মানুষেই জানে না। যা অনেক ফজিলতপূর্ণ দোয়া। দোয়া কুনুত এখানে তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসতাইনুকা ওয়া নাসতাগফিরুকা ওয়া নু`মিনুবিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর; ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাঊ ওয়া নাতরুকু মাইঁইয়াফঝুরুকা; আল্লাহুম্মা ইয়্যাকা না`বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসঝুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নারঝু রাহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্ব।
অর্থ : হে আল্লাহ! আমরা আপনারই সাহায্যপ্রার্থী এবং একমাত্র আপনার কাছেই ক্ষমাপ্রার্থী। আপনার উপর আমরা ঈমান এনেছি এবং আপনার উপরই ভরসা করি, আপনার উত্তম প্রশংসা করি, আপনার শোকর আদায় করি, আপনার প্রতি অকৃতজ্ঞ হই না, যারা আপনার নাফরমানী করে, তাদেরকে পরিত্যাগ করি এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি। হে আল্লাহ! আমরা আপনারই ইবাদাত করি, আপনার জন্যই নামাজ পড়ি এবং আপনার জন্যই সিজদা করি, আপনার দিকেই ধাবিত হই, আপনার হুকুম পালনের জন্যই প্রস্তুত থাকি, আপনার দয়ার আশা করি, আপনার শাস্তিকে ভয় পাই। নিঃসন্দেহে আপনার শাস্তি ভোগ করবে কাফির সম্প্রদায়।
সুতরাং এত সুন্দর একটি দোয়া সবার জানা থাকা উচি। যা বিতর নামাজে পড়া হয়। আল্লাহ তাআলা উক্ত দোয়ার মাধ্যমে তাঁর নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন।
সূত্র : http://pnsnews24.com
২| ০৫ ই মে, ২০১৯ রাত ৮:২২
করুণাধারা বলেছেন: উপকারী পোস্ট। আমি বার বার ভুলে যাই দোয়া কুনুত এর অর্থ, পোস্ট দেখে আরেকবার অর্থ পড়লাম।
৩| ০৬ ই মে, ২০১৯ রাত ১:১৮
মাহমুদুর রহমান বলেছেন: আলহা'মদুলিল্লাহ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এমন পোষ্ট আরও চাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৯ রাত ১১:১৯
ডঃ এম এ আলী বলেছেন: অতি গুরুত্বপুর্ণ বিষয়ের উপর পোষ্টটি পাঠে অনেকেই আমরা উপকৃত হব ।
শুভেচ্ছা রইল