![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুসলিম। এটাই আমার একমাত্র পরিচয়। একা এসেছি, একাই যেতে হবে।
পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নাম শুরু
মুনাজাতের আগে যেসব পাঠ করতে হবে, তা হলোঃ
সুবহানাল্লাহ (১০ বার)
আলহামদু লিল্লাহ (১০ বার)
আল্লাহু আকবার (১০ বার)। এ মর্মে একটি হাদীস বর্ণিত হয়েছে।
হাদীসটি হলোঃ
“আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল (সঃ)-এর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিন, যা আমি পাঠ করতে পারি। জবাবে রাসূল (সঃ) বললেন, তুমি সুবহানাল্লাহ দশবার, আলহামদু লিল্লাহ দশবার এবং আল্লাহু আকবর দশবার বলে আল্লাহর কাছে তোমার যা প্রয়োজন হয় তা চাইবে। নিশ্চয় তিনি তোমার দোয়া কবুল করবেন।”
(সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১২৯৯)
আরেকটি দোয়া শেয়ার করছি :
রাসূলুল্লাহ (সঃ) বলেন, ‘যখন তোমাদের কেউ রাত্রে জাগ্রত হয় ও নিম্নের দোআ পাঠ করে এবং আল্লাহর নিকট প্রার্থনা করে, তা কবুল করা হয়। আর যদি সে ওযূ করে এবং ছালাত আদায় করে, সেই ছালাত কবুল করা হয়’।
উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু; লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। সুবহা-নাল্লা-হি ওয়াল হামদু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার; ওয়ালা হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লা-হ। অতঃপর বলবে, ‘রবিবগফির্লী’ (প্রতিপালক! আমাকে ক্ষমা কর)।
অনুবাদ : আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। তাঁর জন্যই সকল রাজত্ব ও তাঁর জন্যই সকল প্রশংসা এবং তিনিই সকল কিছুর উপরে ক্ষমতাশালী। মহা পবিত্র আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। আল্লাহ সবার চেয়ে বড়। নেই কোন ক্ষমতা নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত’।
[বুখারী, মিশকাত হা/১২১৩ ‘রাত্রিতে উঠে তাহাজ্জুদে কি বলবে,অনুচ্ছেদ-৩২]
আল্লাহ পাক আমাদের সকলের উপর তাঁর রহমত বর্ষণ করুন।
২| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: আমিন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন