নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা খারাপ, নাকি আমরা সবাই মিলে সময়কে খারাপ করে তুলেছি। তা নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে।
কিন্তু আন্দোলনের দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে এখন। রাজনীতি , হরতাল, সমাবেশ এসব কে তারা গণতান্ত্রিক অধিকার বলে চিনিয়েছে এ দেশের মানুষকে।
হরতালে রাস্তায় মানুষ পুড়িয়ে মারাটাও গণতান্ত্রিক অধিকারের তালিকায় নামিয়েছিল দলটি। রাস্তাঘাটে মানুষকে ন্যাংটো করেছিল। রাস্তায় চেপ্টা মেরে বসে ছিল আমাদের পুরনো এ্ই লের নেতাকর্মীরা।সেই তারাই ক্ষমতায়।
কিন্তু হরতাল তারা সহ্য করতে পারেন না। সমাবেশ সহ্য করতে পারেন না। মিছিল সইতে পারেন না। কারণ এত এত অপকর্ম করলে প্রতিবাদ তো কানে জ্বলা ধরাবেই, আঁতে গা লাগবেই। তাই তারা এ সব দমন করতে চান। চাইবেনই তো।
বুধবার বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে তারা পুলিশ দিয়ে হামলা করেছে। কথা খরচা করতে চায়না পুলিশ এখন। তারা গুলি চালাতে পছন্দ করে। খুব আয়েশ করে গুলি চালায়। বিএনপি কেন সহিংস হয় না, সরকারের বড় আফসোস। তাই তাদের গুলি চালিয়ে সহিংস হতে প্রলুব্ধ করছে সরকার।
আজ সকালে বিএনপির চার মহিলা এমপিকে ধরে ডিবি অফিসে নিয়েছে পুলিশ। নিপীড়নের যত রকম সকম আছে তার সবই দেখাচ্ছে মহাজট সরকার। তবুও কি শেষ রক্ষা হবে? হবে না।
গণমাধ্যম যতই তাদের দালালি করুক, মানুষের চোখ আছে, তারা সবই দেখে। কান আছে, সবই শোনে। হয়তো একটু দেরীতে শোনে। তবে শোনে।
২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
নন্দনপুরী বলেছেন: তোমরা যতই দালালি করো, মানুষের চোখ আছে, তারা সবই মিডিয়ার মাধ্যমে দেখে। কান আছে, সবই শোনে। হয়তো একটু দেরীতে শোনে। তবে শোনে।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
জেমস বন্ড ২০১২ বলেছেন: ১৯৯৪ সাল : ২৬ এপ্রিল হরতাল, ১০ সেপ্টেম্বর অবরোধ, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর হরতাল, ২৭ সেপ্টেম্বর অবরোধ ৩০ নভেম্বর অবরোধ, ৭ ও ৮ ডিসেম্বর হরতাল, ২৪ ডিসেম্বর অবরোধ, ২৯ ডিসেম্বর অবরোধ।
১৯৯৫ সাল : ২, ৩ ও ৪ জানুয়ারি হরতাল। ১৯ জানুয়ারি অবরোধ। ২৪ ও ২৫ জানুয়ারি হরতাল। ১২ ও ১৩ মার্চ লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল। ২৮ মার্চ ঢাকা অবরোধ। ৯ এপ্রিল ৫ বিভাগে হরতাল। ২ ও ৩ সেপ্টেম্বর লাগাতার ৩২ ঘণ্টা হরতাল। ৬ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা হরতাল। ১৬, ১৭, ১৮ সেপ্টেম্বর লাগাতার ৭২ ঘণ্টা হরতাল। ৭ এবং ৮ অক্টোবর পাঁচ বিভাগে লাগাতার ৩২ ঘণ্টা হরতাল। ১৬, ১৭, ১৮ এবং ১৯ অক্টোবর লাগাতার ৯৬ ঘণ্টা হরতাল। ৬ নভেম্বর ঢাকা অবরোধ। ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ নভেম্বর প্রতিদিন সকাল-সন্ধ্যা হরতাল। ৯, ১০ ও ১১ ডিসেম্বর লাগাতার ৭২ ঘণ্টা হরতাল। ১৭ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল। ৩০ ডিসেম্বর দেশব্যাপী অবরোধ।
১৯৯৬ সাল : ৩ ও ৪ জানুয়ারি লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল। ৮ ও ৯ জানুয়ারি লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল। ১৭ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল। ২৪ জানুয়ারি সিলেটে ১১ ঘণ্টা হরতাল। ২৭ জানুয়ারি খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল। ২৮ জানুয়ারি খুলনায় অর্ধদিবস হরতাল। ২৯ জানুয়ারি ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল। ৩০ জানুয়ারি চট্টগ্রামের বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল। ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকায় হরতাল। ৩ ফেব্রুয়ারি অর্ধদিবস হরতাল। ৭ ফেব্রুয়ারি ফেনীতে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হরতাল। ৮ ফেব্রুয়ারি ফেনীতে হরতাল। ১০ ফেব্রুয়ারি রাজশাহীতে হরতাল। ১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে হরতাল। ১৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ। ১৪, ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ৪৮ ঘণ্টা লাগাতার হরতাল। ২৪, ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি লাগাতার অসহযোগ। ৯ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত লাগাতার ২২ দিন অসহযোগ।
এখানে উল্লেখ্য, ১৯৯১-৯৬ আমলে আওয়ামী লীগ মোট হরতাল ডেকেছিল ১৭৩ দিন। এর মাঝে উল্লেখিত ৯৬ দিন ছিল তত্ত্বাবধায়কের দাবীতে আওয়ামী লীগ এবং জামাতের যুগপৎ কর্মসূচী।