নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিখোঁজ কত?

০২ রা মে, ২০১৩ বিকাল ৫:০১

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিখোঁজ কত? এ নিয়ে প্রশ্ন উঠছে। সম্মানিত সেনাবাহিনী বলছেন, ১৪৯ জন। জেলা প্রশাসনের সূত্র উল্লেখ করে নবম পদাতিক ডিভিশনের জিওসি হাসান সোহরাওয়ার্দী গত বুধবার , পয়লা মে , এ তথ্য জানিয়েছেন।



শনিবার আমাকে সাভার থানার এসআই সাইফুল অধর চন্দ্র বিদ্যালয় মাঠের কন্ট্রোল রুম থেকে জানিয়েছেন, ৯৪৭ জন নিখোঁজ। এটা তাদের কাছে যে তালিকা রয়েছে সেখান থেকে বলা।

শনিবার থেকে বৃহস্পতিবার- লম্বা এ সময়ে উদ্ধার হযেছে অল্প ক'জন মানুষ।

শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৩৬১।

বৃহস্পতিবার সকাল পর্যণ্ত ৪৩৩।

তাহলে এ সময়ের মধ্যে মোট লাশ উদ্ধার হয়েছে ৭২।



আসলে গরিব এ সব মানুষের মৃত শরীর নিয়ে এ লুকুচুরি খেলার কোনো মানে নেই, তবুও সরকারের অদ্ভূত ভাবমূর্তির ভাব ধরে রাখার জন্য শ্রমজীবি মানুষের হিসাবে গরমিল করা হচ্ছে। এ ধরণের কাণ্ড কেবল অগ্রহণযোগ্যই নয়, অপরাধও বটে।



আমরা নিখোঁজ মানুষের সঠিক হিসাব চাই। তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ চাই। সামনের দিনে এমন কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্য সরকারের কঠোর পদক্ষেপ চাই।



রানার মত কোনো কোনো গুণ্ডা পাণ্ডাকে যেনে কোনো রাজনৈতিক দলই আশ্রয় না দেন, সে জন্য প্রার্থনা করি, হাতে ধরে, প্রয়োজনে পায়ে ধরে আমাদের মহান রাজনীতিকদের কাছে কাছে জোর দাবি জানাই। তারা যেন প্রাণের মূল্য বোঝেন, জীবনের স্বপ্নগুলো পূরনে সব পেশার মানুষের জীবনকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন। কেবল ভোটের সময় নির্লজ্জের মত হাত না বাড়িয়ে সব সময় মানুষের উন্নয়নে কাজ করেন। সে আশা করছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি শুরু হইছৈ কি??

এইটা ফাইজলামি নাকি????/


আইএসপিআর এই ফাইজলামির পার্ট হয় কেমনে?????


সেনা বাহিনী কি ৭২এর গোলাম হইয়া গেল নাকি????

মিডিয়ায় শত শত ছবি হাতে লোক একণো পথে পথে কাঁদছে আর তারা নাটকে শুরু করছে!!!!!!

শুদ্ধ ভাষায় দেইখা দেইখা যেন সরকারী প্রেস নোট পড়ছে!!!!!!

কোনটাই শুভ হচ্ছে না।

২| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ইসপাত কঠিন বলেছেন: আমার ধারনা আপনি ভুল ভাবছেন এবং আপনার এখানে দোষও নাই কারন এমন ভাবা স্বাভাবিক।

অনেকগুলো বিষয় এখানে খুব ভালো করে চিন্তা করতে হবে। তার আগে চলুন ২টি ঘটনায় আমরা নজর দেই।

প্রথম ঘটনা - একজন তার স্ত্রী ভেবে একজন মহিলাকে কবর দেন এবং পরবর্তীতে তার স্ত্রী হাসপাতাল থেকে ফেরত আসলে উনি পাওয়া ২০০০০ টাকা ফেরত দেন। তার সততার স্বীকৃতিস্বরুপ তাকে ৫০০০০ টাকা দেওয়া হয়েছে। কিন্তু উনি যার লাশ দাফন করেছেন সেটা কার লাশ তা কিন্তু আর জানা হলো না। এবং এখানে একজন পার্মামেন্ট নিখোঁজ থেকে যাচ্ছেন। এরকম ঘটনা আরো কয়েকটি ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারন সবাই কি আর ঐ লোকটির মত সৎ?

ভুল করে লাশ দাফন এবং সততার পুরস্কার

দ্বিতীয় ঘটনা : ২/৩ দিন আগে একজন লাশ নিয়ে প্রতারনার মাধ্যমে ২০০০০ টাকা মেরে দেওয়ার চেষ্টাকালে ধরা খেয়ে গনপিটুনি খেয়েছে। এরকম ঘটনাও আরো ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এবার আসি কিছুটা বিশ্লেষনে। ভবনটি ধ্বসে পড়ার পরপরই অনেককে উদ্ধার করা হয়েছে। অনেকে কোনমতে বেরিয়ে আসতে পেরেছেন। এদের কয়জনই নিজের মোবাইলটা নিয়ে আসতে পেরেছে? এবং তারা বিভিন্ন হাসপাতালে ছিলেন, হয়ত যোগাযোগ করতে পারেন নি বেশ কয়েকদিন। হয়ত জ্ঞান ছিলো না। এদের অনেকের আত্নীয়-স্বজন হয়ত সব হাসপাতালে খোঁজ করতে পারেনি। যার জন্য নিখোঁজ তালিকায় নাম উঠিয়েছিলেন। পরবর্তীতে তারা কি ঐ তালিকা থেকে নাম কাটিয়েছিলেন? আমরা কি অত দায়িত্ব সচেতন এখনো হতে পেরেছি?

আবার অনেকে লাশ পেয়েছেন। কিন্তু নিখোঁজ তালিকা থেকে হয়ত নাম কাটান নি, বা ওখানে নিয়োজিত লোকজন নাম কাটাতে পারেন নি। শত শত লাশের ভিড়ে, এবং কান্নায় ভেংগে পড়া লোকজনের কাছ থেকে হয়ত সঠিক ভাবে তথ্য নেওয়া যায়নি। সব হারানো মানুষগুলোর সাথে সঠিক নিয়মনীতি অনুসরন করা হয়ত জেলা প্রশাসনের পক্ষে সম্ভব হয়নি। আপনারা তো জানেন, অধরচন্দ্র স্কুল মাঠে জেলা এবং পুলিশ প্রশাসন কাজ করছিলো।

এমন ঘটা কি অসম্ভব? হয়তো পরবর্তীতে সেনাবাহিনী, বা পুলিশ, বা জেলা প্রশাসন বা সবাই মিলে নিখোঁজ তালিকা ধরে ভালো করে খোঁজ খবর নিয়ে সর্বশেষ তালিকাটি করেছেন। এরপরও কিন্তু তালিকা ছোট হবে। কারন জুরাইনে দাফন করা ৩৮টি লাশের স্বজনদের কাছে কিন্তু তারা নিখোঁজ।

হয়ত আমিও ভুল বলতে পারি।

আমার কি খুব অযৌক্তিক কথা বললাম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.