নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদে উড়িয়ে দিই রামপাল। রক্ষা করি সুন্দরবন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১

প্রতিবাদে উড়িয়ে দিই রামপাল। রক্ষা করি সুন্দরবন।



সুন্দরবনের রূপ-য়ৌবন-মাধুরী এবং উষ্ণ আবেগ-অনুভূতি নিয়ে খেলাটা কোনোভাবেই সমীচীন মনে করছি না। সিডর ও আইলার মত বিপজ্জনক তাণ্ডবকে সামলেছে সুন্দরবন। এটা আমার তারুণ্যে দেখা। তাই বল্লাম। এ রকম শতকের পর শতক এই অঞ্চলের সুন্দরবন বাংলার মানুষ-প্রাণী-সম্পদ আগলে রেখেছে। সামনেও রাখবে।

বিদ্যুৎ আমাদের দরকার। উন্মুক্ত আকাশও এক সময় দরকার ছিল। তার ফল এখন সবাই জানেন।

রামপালে বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আসবে পশুর নদীর বুক চিরে। সেই পোড়া কয়লার ছাইয়ে শ্যামল বনের ওপর বিরূপ প্রভাব ফেলবে। দিনে দিনে হারিয়ে যাবে হাজার বছর ধরে গড়ে ওঠা এ বদ্বীপের অসাধারণ এ রূপবতী-বন।

কয়লাবাহি ইঞ্জিনের টানা শব্দ দূষণে পালাবে মায়া হরিণ- বানরের দল থাকবে না। সাপেরা ঘুরতে পারবে না ইচ্ছে মত। শুকুর-শকুনেরা হারাবে পথ। পাখির মহোনী ওড়াওড়ি কিম্বা সবুজ ব্যাঙের অস্তিত্ব বিলিন হবে।

বনের নীরবতা ভেঙে বারোয়ারি ব্যবসা গড়ে উঠবে, সেই সাথে ইয়াবা, ফেন্সিডিল আরো কত দেকানদারি।

আমাদের বিদ্যুৎ লাগবে, তাই বলে আমরা প্রাণ দিবো, তা হতে পারে না। আমরা আত্মহত্যা করতে পারি না। কারণ জীবনের জন্য সব। জীবনই যদি না থাকে, প্রাণ বৈচিত্র্যই বিলীন হয়, যদি হারিয়ে যায় আমাদের বেঁচে থাকার অবলম্বন। তাহলে কীহবে এই বিদ্যুৎ দিয়ে।



সরকার তো অনেক দেখালো। দায়মুক্তি দিয়ে কুইক রেন্টালের নামে কুইক লুটপাট তো দেখলাম। কিন্তু তাতে আমরা এতটা ক্ষুব্ধ হইনি, যতটা ক্ষুব্ধ রামপাল নিয়ে।



আসুন হাতে হাত রাখি- প্রতিবাদে উড়িয়ে দিই রামপাল। রক্ষা করি সুন্দরবন। বদলে দিই ইতিহাস।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের বিদ্যুৎ লাগবে, তাই বলে আমরা প্রাণ দিবো, তা হতে পারে না। আমরা আত্মহত্যা করতে পারি না। কারণ জীবনের জন্য সব। জীবনই যদি না থাকে, প্রাণ বৈচিত্র্যই বিলীন হয়, যদি হারিয়ে যায় আমাদের বেঁচে থাকার অবলম্বন। তাহলে কীহবে এই বিদ্যুৎ দিয়ে।

সরকার তো অনেক দেখালো। দায়মুক্তি দিয়ে কুইক রেন্টালের নামে কুইক লুটপাট তো দেখলাম। কিন্তু তাতে আমরা এতটা ক্ষুব্ধ হইনি, যতটা ক্ষুব্ধ রামপাল নিয়ে।

আসুন হাতে হাত রাখি- প্রতিবাদে উড়িয়ে দিই রামপাল। রক্ষা করি সুন্দরবন। বদলে দিই ইতিহাস। আমাদের বিদ্যুৎ লাগবে, তাই বলে আমরা প্রাণ দিবো, তা হতে পারে না। আমরা আত্মহত্যা করতে পারি না। কারণ জীবনের জন্য সব। জীবনই যদি না থাকে, প্রাণ বৈচিত্র্যই বিলীন হয়, যদি হারিয়ে যায় আমাদের বেঁচে থাকার অবলম্বন। তাহলে কীহবে এই বিদ্যুৎ দিয়ে।

সরকার তো অনেক দেখালো। দায়মুক্তি দিয়ে কুইক রেন্টালের নামে কুইক লুটপাট তো দেখলাম। কিন্তু তাতে আমরা এতটা ক্ষুব্ধ হইনি, যতটা ক্ষুব্ধ রামপাল নিয়ে।

আসুন হাতে হাত রাখি- প্রতিবাদে উড়িয়ে দিই রামপাল। রক্ষা করি সুন্দরবন। বদলে দিই ইতিহাস।

+++++++++++++++++

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

বোধহীন স্বপ্ন বলেছেন: সেদিন কথায় কথায় ঠাট্টা করেই একজনকে বলেছিলাম বোমা মেরে এই বিদ্যুৎ-কেন্দ্র উড়িয়ে দিতে হবে । জবাবে সে হেসে হেসেই বলল তাতে যা ক্ষতি হবার তা একদিনেই হয়ে যাবে ।

এটা নিছক মজা ছিল, আর কিছু না ।

প্রতিবাদ আরো তীব্রতর হয়ে উঠুক । সুন্দরবনকে রক্ষা করতেই হবে ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: আসুন হাতে হাত রাখি- প্রতিবাদে উড়িয়ে দিই রামপাল। রক্ষা করি সুন্দরবন। বদলে দিই ইতিহাস।
সহমত এবং সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.