নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহা উদযাপন করেন। তবে খুব কম লোকই আছেন যারা কোন ঝক্কি-ঝামেলা ছাড়াই এই কোরবানীর পশু -প্রধানত গরু এবং ছাগল ক্রয় করতে পারেন। সাধারণত এ সব হাট ক্রেতাদের জন্য সুবিধাজনক পরিবেশন নিশ্চিত করতে পারে না।
অস্থায়ী এই পশুর হাটগুলো মূলত ঘিঞ্জি এবং অপরিকল্পিত, যেখানে ক্রেতারা প্রায়ই দালাল এবং ছিনতাইকারীর কবলে পড়েন।
যেহেতু দেশে অনলাইন কেনা-বেচার সাইটগুলো জনপ্রিয় হয়ে উঠছে, তাই এক্ষেত্রে পশু বেচা-কেনার বিষয়টিও যোগ হয়েছে। যদিও অনলাইনে কোরবানীর পশু বেচা কেনা গত বছরই শুরু হয়েছিল, কিন্তু সেই সময় খুব বেশি সাড়া পাওয়া না গেলেও এ বছর চিত্রটি সম্পূর্নই আলাদা।
সারা দেশে ইন্টারনেটের ব্যাপক বিস্তৃতির কারণে অনলাইনে কোরবানীর পশুর চাহিদা এবং এর বিজ্ঞাপনের হার- দুটোই বেড়েছে। আসছে ঈদেও কোরবানীর পশুর জন্য তাই অনেকেই অনলাইন মার্কেটে প্লেসের দিকে ঝুঁকছেন।
কোরবানীর পশু বিক্রির জন্য সম্ভাব্য বিক্রেতারা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কম-এ বিজ্ঞাপন দিচ্ছেন। এই সাইটটির মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন জানিয়েছেন, এখন পর্যন্ত সাতশ-রও বেশি বিজ্ঞাপন তাদেও সাইটে আপলোড হয়েছে। ঈদের ঠিক আগে আগে এর পরিমাণ আরো অন্তত তিন গুন বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন।
অনলাইন মার্কেট প্লেসগুলোতে কোরবানীর জন্য বিভিন্ন ধরনের পশুর বিজ্ঞাপন রয়েছে। চাহিদা মত মূল্যের সব ধরণের কোরবানীর পশু অনলাইন মার্কেট প্লেসে পাওয়া যাচ্ছে। ঢাকায় কোরবানীর জন্য এই সাইট থেকে ৬ ০০০ টাকা থেকে শুরু করে ১২,৫০,০০০ টাকা দামের পশু পেতে পারেন ক্রেতারা, যেগুলোর গড় দাম ১,৫০,০০০ টাকা ।
রাজধানীর তালতলার বাসিন্দা মোঃ ইকরামুল হক জানালেন, গাবতলী পশুর হাট থেকে কোরবানীর গরু কেনার তিক্ত অভিজ্ঞতার কথা। গত বছর তার এই অভিজ্ঞতা ছিল ভয়াবহ, ওঁত পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়ার ভয় আর আবর্জনা ও র্দুগন্ধময় পরিবেশের কোরবানীর হাটে তাকে যেতে হয়েছিল। তাই এই বছর তিনি পশুর হাটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর পরিবর্তে তিনি বিক্রয় ডট কমের মতো কোনো একটি অনলাইন মার্কেট প্লেস থেকে কোরবানীর পশু কেনার জন্য সার্চ করছেন। ইতিমধ্যে তিনি বিক্রয় ডট কমে পছন্দসই একটি গরু পেয়েছেন, যেটি কোরবানীর জন্য তিনি ক্রয় করতে চান বলে জানান।
অনলাইন মার্কেট প্লেসের সব চেয়ে বড় সুবিধা হল, এখানে বিভিন্ন রকমের কোরবানীর পশু রয়েছে। যেখানে ক্রেতা কোনো রকমের হয়রানি ছাড়াই ভিড়ের হাটে না গিয়েই পশু সম্পর্কে সব ধরনের তথ্য পেতে পারেন। অনলাইন সাইটে যেহেতু কোরবানীর পশুর ছবিসহ বিস্তারিত বর্ণনা দেয়া থাকে, তাই ক্রেতারা ঘরে বসে সহজেই প্রাথমিক বাছাইটা সেরে নিতে পারবেন। এছাড়াও সম্ভাব্য ক্রেতা চুড়ান্তভাবে কোরবানীর পশু পছন্দ করার আগে একই সময়ে অনেক বিক্রেতার সাথে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন।
মুক্তিযোদ্ধা দুগ্ধ খামারের মালিক আশরাফুল ইসলামের এই বছরে বিক্রির জন্য মোট ১৮টি ষাঁড় রয়েছে। তিনি ঢাকার গরুর হাটে এ ষাঁড় গুলো নিয়ে যাবার ঝামেলা এড়ানোর জন্য বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দিয়েছেন। ক্রেতাদের কাছ থেকে অনেক ফোন কল পাচ্ছেন বলে জানালেন আশরাফুল। অনলাইনের মাধ্যমে চাহিদামত দামেই এ বছর ষাঁড়গুলো বিক্রি করতে পারবেন বলে মনে করছেন তিনি।
যেহেতু কোরবানীর পশু কিনতে বাজারে যেতে হয় না তাই অনলাইন মার্কেটপ্লেস ক্রেতার সময় বাঁচায়। দেখা গেল এর মাধ্যমে প্রতিবেশীর কাছ থেকেই আপনি কোরবানীর পশুটি কিনতে পারছেন।
©somewhere in net ltd.