![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো নেই। তবুও আশায় বুক বেঁধে আছে মানুষ। কিছু একটা হবে? কী হবে। কী হতে পারে। এ সব নিয়ে জল্পনা। গত তিন সপ্তাহর রাজনৈতিক সহিংসতায় অর্ধ শতাধিক মানুষের প্রাণ গেছে। নানা রকমের ঘটনা ঘটে চলেছে পর্দার আড়ালে এবং সামনে। কিন্তু সমাধান কিছুই হয়নি।
বিশেষ বিমান নিয়ে ঢাকায় গত সপ্তাহে উড়ে এসেছিলেন ভারতীয় পররষ্ট্র সচিব সুজাতা সিং। চূড়ান্ত বিচারে তার এ সফরকে ব্যর্থই ধরা হচ্ছে কূটনৈতিক অঙ্গনে। বহু পুরনো কথা বলে গেছেন সুজাতা। অনেকটা মাতব্বরী। তবুও সময় খারাপ-মেনে নিচ্ছেন সবাই।
জাতিসঙ্ঘের মহাসচিবের দূত হিসাবে তারানকো এখন ঢাকায়। চেষ্টা চলছে সমাধানের।
সোনারগাঁ হোটেলের দিকে এখন সবার নজর। রাজনীতিক ও সাধারণ মানুষের চোখ। তারানকোর অবস্থান ঘিরে সেখানে ছুটছেন সবাই। আশা- একটা কিছু হবে। কিন্তু সরকার বলছে, তারা সংবিধান মেনেই ৫ জানুয়ারী নির্বাচন করবে।
গত সন্ধ্যায় আমেরিকান খাবারের দোকান কেএফসির পাশে ১৪২ নম্বর রোড়। টিভি সাংবাদিকরা ক্যামেরা নিয়ে অপেক্ষায়। কারণ কি- জানতে চাইলে একজন বিরক্ত প্রকাশ করেন। অন্যজন জানান তারানকো এসেছেন, পঙ্কজ শরণের সাথে দেখা করতে। বাংলা শরণ শব্দের অর্থ আশ্রয়। মহাজোট সরকার পঙ্কজ বাবু ও তার দেশকেই আশ্রয়ের শেষ জায়গা মনে করছেন। তাতে দোষের কিছু না। তবুও যদি এই সঙ্ঘাত, প্রাণের অআচার বন্ধ হতো- বড় সুখী হতাম।
স্বজন হারানো মানুষেরা রাজণীতির শীর্ষ পদে। কিন্তু স্বজন হারানোর ব্যাথা তারা উপলব্ধি করছেন না। অথবা ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছেন। কি নির্মম।
রাজধানীবাসী অবরুদ্ধ প্রায়। মানুষের মনে স্বস্তি নেই। মানুষের কাজ নেই। নিরাপত্তা নেই। এত নেই এর মধ্যে ক্ষমতার লোভ আছে।
কিন্তু রাজনীতিকদের তো চলছে। চূড়ান্ত বিচারে কি হবে? নির্বাচন? নাকি সঙ্ঘাত।
এরশাদ নাকি তুরুপের তাস। হতে পারে। স্বৈরাচার পতনের মাসে তাকে নিয়ে সরকারের নির্লজ্জ টানা হেঁচড়া এবং বিরোধী দলের সমর্থনে গণতন্ত্রের সংগ্রামিরা কষ্ট পাচ্ছেন।
তাতে কি? ক্ষমতায় আসা বা থাকা নিয়ে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর জনগণের কাছে নেই। ভোট কার? না কে কাকে ক্ষমতায় চায়! তা নিয়ে ঝড়। শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে- তা নিয়েই উদ্বেগ। সুজাতার মতো তারানকোও ফিরে যাবেন আরেকটি ব্যর্থ সফরের গল্প নিয়ে। সব পক্ষই নিজ নিজ মতে অনড়। অন্যের মত শোনার জন্য ধৈর্য কারো নেই। সবাই নিজ নিজ ধান্ধায়। তবে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এ উদ্বেগের অবসান চাই।
©somewhere in net ltd.