নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

-'বাংলার মানুষ বাঁচতে চায়।'

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩



'আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।'-বঙ্গবন্ধুর ক্যাসেটবন্দী হালে অডিও সিডিতে রক্ষিত বক্তব্যটা মাইকে বাজছে।



কানে আসছিলো রাত ৯ টার দিকে। থমকে গেছিলাম, ১৫ আগস্ট-শোক দিবস, স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে তার ভাষণ বাজে। এখন? আম্লীগের জেদের জয়ের পর বোধ হয় এটি বাজানো হচ্ছে। কিন্তু যারা এটি বাজাচ্ছে তারা এটি বিশ্বাস করছে বলে মনে হয়না।



যদি বিশ্বাসই করতো তাহলে রক্ত গঙ্গায় নৌকা ভাসতো না। ভেসেছে তবুও। সংবিধান রক্ষা ও গণতন্ত্র শেখানোর জন্য একটা ব্যবহারিক পাঠ দেয়া হলো দেশের জনগণকে।



'রাজনৈতিক আনুগত্য ত্যাগ' রোগে আক্রান্ত এরশাদ এখন মুক্ত হতে যাচ্ছেন। তার জন্য ডিসচার্জ রিপোর্ট রেডি হচ্ছে সিএমএইচে। কারণ রওশন আলো ছড়িয়েছেন গতকালই। তাই এরশাদ 'সুস্থ' হচ্ছেন নিশ্চিত।



রাজনৈতিক ও অর্থনৈতিক নিপীড়নের শিকল ভাঙতে বঙ্গবন্ধুর ডাকে শহীদ জিয়ার ঘোষনায় সশস্ত্র পাকি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে গেছেন এ দেশের মানুষ। এখন যুদ্ধ করেও কেউ রাজাকার। আবার রাজাকারি করেও অনেকে মুক্তিযোদ্ধা! কী নির্মম!



স্বাধীনতার নেতৃত্ব দেয়া দলটি, যার প্রধান বঙ্গবন্ধুর মত একজন দিলখোলা মানুষ, সেই দলটি কীভাবে পাকিস্তানের দেখানো পথে হাঁটছে! পাকিস্তান যে দমন নীতি নিয়েছিল পঞ্চাশের দশক থেকে ১৯৭১ এ যার নগ্ন রূপ।

গুলি চলছে, পুড়ে যাচ্ছে মানুষ। ঢাকা হয়ে আছে বিচ্ছিন্ন। আর জলসায় চলছে উচ্ছ্বাস রোল-কি নির্দয়,নির্মম! নিরপত্তাহীন মানুষ।



এমন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটা আবারো সমান গুরুত্ব নিয়ে এসেছে ।



-'বাংলার মানুষ বাঁচতে চায়।'



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১২

েফরারী এই মনটা আমার বলেছেন: আমরা সকলেই জানি যে,আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে ।সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার। নয়তো আরো কঠিন পরিণতি আমাদের দিকে ধেয়ে আসছে।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.