নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণফোনের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৬

গ্রামীণফোনের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর । দেশের সব কমারশিয়াল ব্যাংকে এনবিআরের পাঠানো এক চিঠিতে জরুরী ভিত্তিতে অপারেটরটির হিসাব উপস্থাপনের জন্য বলা হয়েছে ।

সম্প্রতি দেয়া এ চিঠির বিষয়টি এনবিআর সুত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে ২০১৩ সালের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব চেয়ে এনবিআর বলছে , ওই সময় গ্রামীণফোনের লেনদেন, একাউন্ট পরিচালনার তথ্য সরবরাহ করতে হবে।

এনবিআরের একজন সিনিয়র অফিসিয়াল বলছেন তারা মুলত টাক্স ফাঁকির বিষয়টি খতিয়ে দেখতে এ তথ্য চেয়েছেন ।।

২০১৪ সালে এনবিআর গ্রামীণফোনকে প্রায় ৪০০ কোটি টাকা ট্যাক্স ফাঁকির জন্য অভিযুক্ত করেছিল ।।

এনবিআর অফিসিয়াল বলছেন, যেহেতু অপারেটরটির কর ফাঁকি দেবার নজির রয়েছে তাই তারা তাদের অডিট রিপোর্ট ও হিসাব বিবরণীর সত্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছেন ।।

বৃহৎ কর দাতা ইউনিট (এলটিইউ) থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গ্রামীণ ফোন লিমিটেডের ২০১৪-১৫ কর বর্ষের আয়কর মামলা নি¯ষ্পত্তির জন্য ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করা প্রয়োজন। সব ধরনের লেনদেনের বিবরণী জরুরী ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে ৷ তবে কতো দিনের মধ্যে পাঠাতে হবে সে বিষয় বলা নেই চিঠিতে ৷

চিঠিতে সই করেছেন এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের অডিট ইউংয়ের উপ-কর কমিশনার মোহাম্মদ আতাউল হক। তার কাছেই হিসাব সংক্রান্ত সব তথ্য পাঠাতে বলা হয়েছে। এতে গ্রামীণ ফোনের টিআইএন নম্বর উল্লেখ করা হয়েছে ০৭০-২০০-৭৫৫৭। ঠিকানা হিসেবে জিপি হাউজ, বসুন্ধরা বারিধারা, ঢাকা ।


খবরের বিস্তারিত লিঙ্ক--- http://www.theindependentbd.com/post/10216

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬

ঢাকাবাসী বলেছেন: ভাল মক্কেল ধরসে! সামনে কুরবানী!

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৩

মোরতাজা বলেছেন: হা হা হা ;)

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪

জ্বলন্ত রিপন বলেছেন: গ্রামীণফোন একটা চোর।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৩

মোরতাজা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.