নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ প্রেম দেশি মুরগিতে--- কথাটা সত্য। চরমভাবে সত্য। নইলে দেশের চিনি কলে এত চিনি জমা থাকে।! প্রথম আলোর ১৯ অক্টোবরের খবর--- সরকারি ১৫ টি চিনি কলে ১ লাখ ৩৬ হাজার টন চিনি পড়ে আছে। অথচ এ চিনির সাথে আমাদের শ্রমজীবি মানুষের জীবিকা, আখ চাষি এবং কৃষিপণ্যের বাজার জড়িত। সেখানে বিদেশ থেকে রাখ লাখ টন চিনি আমদানি হচ্ছে।
বিষয়টা যদি এমন হতো যে বিদেশি চিনির চে আমাদের চিনির মান খারাপ তাহলে 'স্বাস্থ্য সচেতন' বাঙালদের সাথে তর্ক করা বৃথা হতো। তা কিন্তু না। চিনির মান ভালো । লাল চিনি এবং ক্যামিক্যালমুক্ত। সহনীয় মাত্রায় ক্যামিকেল দিয়ে সা্দা ধবধেবে চিনি বাজারে ছাড়ে দেশি বিনিয়োগে গড়ে ওঠা বিদেশি চিনির আমদানিকারকরা। যারা কেবল বিদেশি পণ্যের বাজার সম্প্রসারণে দিনরাত খেটে যাচ্ছে।
বিজ্ঞাপন আর চিনিযুক্ত মঠেল থাকে সে সব বাজার বিদেশি পণ্যের বাজার সম্প্রসারণ করা কোম্পিনির। দেশিয় চিনির তো বিজ্ঞাপন নাই। নাই টিকিয়ে রাখার সরকারি ভাবনা। সুতরাং নে বাবা লুটেপুটে খা। আর চিনি বিক্রি না হওয়ার দোহাই দিয়ে আঁখ চাষিদের গলা টিপে ধরা সহজ। ইংরেজ গেছে; তাদের চোষণ তোষণ করা লোকেরা তো যায়নি রে বাপ।
ব্যক্তিগতভাবে দেশি চিনি কিনি। আমি কিনি মানে-- সবাই কিনবে তাও না। তবে কিনুন না । খারাপ কি। দামেও বিদেশি চিনির চেয়ে কম। তাহলে কিনতে অসুবিধা কোথায়। যখন দেশের প্রায় দেড় লাখ টন চিনি গুদামে পড়ে আছে---তখন আপনার দিলে যদি একটু দয়া হয়; মন্দ কি।
অনেকে বলবেন-- প্যারিসে মানুষ মরে সাফ আপনি আইছেন চিনি লইয়া আলাপ করতে-- ভাই প্যারিসের যারা মারা গেছে তারা একসাথেই গেছে। আর আমাদের কলকারখানায় যারা কাজ করছে; শ্রমের বিনিময়ে যারা চিনি নিতে বাধ্য হচ্ছে তারা মরছে ধুঁকে ধুঁকে ---
দেশি চিনি প্যাকেটজাত করেও বিক্রি হচ্ছে। রাজধানীর সুপারশপ আগোরায় ও স্বপ্নে পাবেন--- আখের চিনি নামে প্যাকেটে। অর্গানিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান হারভেস্টে পাবেন --- পাবেন কাওরানবাজান, মতিঝিলে। দাম প্যাকেট জাত কেজিপ্রতি --- ৪৫ থেকে ৫৫ টাকা। আর খোলা কেজিপ্রতি ৪০ থেকে ৪৪ টাকা।
১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
ঢাকাবাসী বলেছেন: আমরা দেশী চিনি কিনিনা তা না। আমরা কেনার সময় খোজই রাখিনা চিনি দেশী না বিদেশী! সরকারী মিলে চিনি বিক্রি না হওয়ার কারণ কর্পোরেশনের ঘুষখোর মহা দুর্ণীতিবাজ অদক্ষ আমলাদের জন্য স্টাফ কর্মচারীদের জন্য। এরা ইচ্ছে করেই চিনি বিক্রির দাম বাড়িয়ে রাখে যাতে রিটেলাররা না কিনে । ফলে মিলে অবিক্রিত চিনি পড়ে থাকে আর বাজারে সয়লাব প্রাইভেট মিলগুলোর চিনি, আর বিক্রি হচ্ছে দেদারসে! বিক্রয় মূল্য কমালেই চিনি নস্ট হয় না বিক্রী হয়ে যায় কিন্তু ঐ ঘুষখোর বিএসইসির লোকেরা ইচ্ছে করেই তা করেনা!
১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
মোরতাজা বলেছেন: দ্বিমত করছি না। তবে চাহিদা থাকলে দোকানি যোগান দেবেই!
৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
আহলান বলেছেন: দেশী চিনির মজাই আলাদা .... দেশ দরদী ব্যবসায়ীদের পতি আহ্বান ...আপনারা বিদেশী চিনি আমদানী বন্ধ করেন, আর দেশী চিনি ষ্টক করে দাম না বাড়ান .....
১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
মোরতাজা বলেছেন:
৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
বাজারের চিনি তো দেশিই ভেবেছি ।
গুরুত্ব পূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন ।
আরেকটু সিরিয়াসলি লিখলে ভাল হত ।
১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
মোরতাজা বলেছেন: হুমমমম।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি কিনি মানে-- সবাই কিনবে তাও না। তবে কিনুন না । খারাপ কি। দামেও বিদেশি চিনির চেয়ে কম। তাহলে কিনতে অসুবিধা কোথায়। যখন দেশের প্রায় দেড় লাখ টন চিনি গুদামে পড়ে আছে---তখন আপনার দিলে যদি একটু দয়া হয়; মন্দ কি।
+++++++++++++++
১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
মোরতাজা বলেছেন: ++++++++
৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
ভালো কথা বলেছেন।
বিদেশী চিনিতে 'জন্ম নিয়ন্ত্রনের হরমোন' মিশাচ্ছে; এই খবরটাও বলেন সবাইকে; বলবেন আমি বলেছি।
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
মোরতাজা বলেছেন:
৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও বেশীর ভাগ দেশী পণ্য কেনার চেষ্টা করি। আর চিনি কিনি 'ফ্রেশ' এর। এটা দেশী না বিদেশী চিনি এনে প্যাকেটজাত করে তা জানিনা।
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই তথাকথিত দেশ দরদীরা কিন্তু দেশী জিনিশ কেনেন না তারা বিদেশী বলতেই বেহুশ। আমি কিন্তু সাধ্যমতো দেশী জিনিশ কেনার চেষ্টা করি। চিনির বেলাতেও বাজার থেকে ঘুরে ঘুরে দেশী চিনি কিনি। ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।