নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ নিয়ে নেতিবাচক ভাবনা; প্রচারণা এমনকি ব্লগ ঘিরে হত্যাকাণ্ড ঘটছে দেশে। সাত বছর বয়সী শিশু এ বাংলা ব্লগের দুনিয়াতে বিদ্বেষ আছে- এটা স্বীকার করে নিয়েই বলছি--- প্রচলতি সংবাদ মাধ্যম আর প্রাজ্ঞ কলামিস্টদের বন্দকী বিবেকের সময়ে ব্লগ এক অনন্য উন্মুক্ত জনমত তৈরির ক্ষেত্র। যেখানে গণ মানুষের গণকণ্ঠ এক সাথে উচ্চারিত হয়।
অত্যন্ত আনন্দিত যে, এ রকম একটি ব্লগিং জগতের সাথে বছর ৪ বছর ৭ মাস ধরে আছি। এবং কেবল সামুতেই লিখছি ৭৭৮ টি। অন্য সব ব্লগ মিলিয়ে এ লেখার সংখ্যা হাজার হবে। এর মধ্যে শ খানেক লেখা আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ।
ব্যক্তিগত অভিজ্ঞতা হলো ব্লগে অনেক ভালো লেখা পাঠকের নজরে আসে না। নির্বাচিত লেখার তালিকায়ও যায় না। তবে ইদানিং চটুল লেখা, যৌনতাপূর্ণ লেখার প্রতি ব্লগারদের আকর্ষণ বেশি। যৌনতা সমৃদ্ধ লেখার বিপক্ষে আমি নই। মূলত মানবজমিনে কাজ করার সময় যৌনাধিকার, যৌনাবচয় বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেটি আমি এখনো উপলব্ধি করি। তাই বলে যৌনতা নির্ভর ব্লগিং কিংবা সবাইকে আরজ আলী মাতুব্বুর হওয়ার চেষ্টাটা আমার কাছে সঠিক বলে মনে হয় না। এটা আমার সীমাবদ্ধতা।
ব্লগের একটা গুণগত পরিবর্তনও হয়েছে--- এখানে প্রচুর তথ্য বহুল ও মূলধারার গণমাধ্যম যে সব খবর এড়িয়ে যায় বা দলদাসত্বের কারণে চেপে যায়, তা বেরিয়ে আসে। এটাই এর সবচে বড় সাফল্য বলে মনে মানি।
আজ ১৯ ডিসেম্বর;বাংলা ব্লগ সাত বছরে।
সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
মোরতাজা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
কেউ নেই বলে নয় বলেছেন: দলদাসত্বের কারনে অনেক চেপে যাওয়া খবর বেরিয়ে আসার বাইরে অনেক আজগুবি খবর কিংবা তথ্যও প্রসব করা হয়। এটাও আবার খারাপ। আসলে ভালো খারাপ মিলিয়েই ব্লগ। আর ব্লগারেরা সাধারন পাঠকের চেয়ে চতুর। তারা সবই বোঝে, যদিও কেউ কেউ বুঝেও না বোঝার ভান করে অথবা সত্যকে আড়াল করে বা এড়িয়ে যেতে চায়।
২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
মোরতাজা বলেছেন: বাই চালের সাথে কিছু কাঁকর তো তাকে। জানি সেটা পেইন। তারপরেও তো বহু তথ্য উন্মোচনে ব্লগ এগিয়ে ছিল। এই যে তিতাস একটি নদীর নাম হতে চলেছে--- এটা কিন্তু ব্লগাররাই প্রথম তুলে ধরেছে।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত।
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
মোরতাজা বলেছেন:
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
নিমগ্ন বলেছেন: ইদানিং চটুল লেখা, যৌনতাপূর্ণ লেখার প্রতি ব্লগারদের আকর্ষণ বেশি। যৌনতা সমৃদ্ধ লেখার বিপক্ষে আমি নই। মূলত মানবজমিনে কাজ করার সময় যৌনাধিকার, যৌনাবচয় বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেটি আমি এখনো উপলব্ধি করি। তাই বলে যৌনতা নির্ভর ব্লগিং কিংবা সবাইকে আরজ আলী মাতুব্বুর হওয়ার চেষ্টাটা আমার কাছে সঠিক বলে মনে হয় না। এটা আমার সীমাবদ্ধতা।
চটুল লেখার দিকে সাধারণত অনেকেই ঝুঁকে থাকে। ১৮+ লেখা থাকলেই হলো। পোস্টে মোটামুটি হিট পড়েই। তবে কোনসময়েই ভাল হিট পোস্টের চেয়ে বেশি হয়না।
আর যৌনতা নির্ভর লেখার প্রবণতা এবং আরজ আলী'র চিন্তাধারাকে এক প্লাটফর্মে চিন্তা করাটা আমি কোনমতেই সাপোর্ট করি না। বরং এক্ষেত্রে আমি তুলনামূলক দার্শনিক/নাস্তিক্যবাদ নিয়ে আলোচনাকে ব্লগের আভিজাত্য বলেই বোধ করি।
আফটার অল ব্লগে সুস্থাবস্থা ও মোটামুটি র্যাংকেড অবস্থায় আছে।
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
মোরতাজা বলেছেন:
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
নেক্সাস বলেছেন: সহমত ভাই
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো !
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
মোরতাজা বলেছেন: থ্যাঙ্কস।
৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
সুমন কর বলেছেন: ব্লগের একটা গুণগত পরিবর্তনও হয়েছে--- এখানে প্রচুর তথ্য বহুল ও মূলধারার গণমাধ্যম যে সব খবর এড়িয়ে যায় বা দলদাসত্বের কারণে চেপে যায়, তা বেরিয়ে আসে। এটাই এর সবচে বড় সাফল্য বলে মনে মানি। --
ভালো বলেছেন। +।
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
ধমনী বলেছেন: সহমত ও শুভেচ্ছা।
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
মোরতাজা বলেছেন: শুভেচ্ছা।
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
কল্লোল পথিক বলেছেন: সহমত ও শুভেচ্ছা
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
মোরতাজা বলেছেন: শুভেচ্ছা।
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো বলেছেন। লেখকের সাথে পাঠকও দরকার। পাঠক যদি লেখা পড়েন এবং মন্তব্য দেন, তবে নির্বাচিত কলামে যাবার প্রয়োজন পড়ে না।
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
মোরতাজা বলেছেন:
১১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: সুমন কর বলেছেন: ব্লগের একটা গুণগত পরিবর্তনও হয়েছে--- এখানে প্রচুর তথ্য বহুল ও মূলধারার গণমাধ্যম যে সব খবর এড়িয়ে যায় বা দলদাসত্বের কারণে চেপে যায়, তা বেরিয়ে আসে। এটাই এর সবচে বড় সাফল্য বলে মনে মানি। --
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
১২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ব্লগের একটা গুণগত পরিবর্তনও হয়েছে--- এখানে প্রচুর তথ্য বহুল ও মূলধারার গণমাধ্যম যে সব খবর এড়িয়ে যায় বা দলদাসত্বের কারণে চেপে যায়, তা বেরিয়ে আসে। এটাই এর সবচে বড় সাফল্য বলে মনে মানি।
সহমত।
নাগরিক সচেতনতা এবং নাগরিক স্বার্থ নিয়ে খোলামেলা আলোচনার উন্মুক্ত করনে ব্লগিং প্ল্যাটফর্মকে আরো বেশি শক্তিমান হয়ে উঠতে হবে। অধিকার আদায়ের বুদ্ধি ব্রিত্তিক আন্দোলনে ভয়হীনতার এক শক্তিমান সংস্কৃতির জন্ম দিতে হবে, সেটা আমাদেরই করতে হবে। সরকার মহাশয় কোন দিনই তা চাইবে না, পথ আমাদেরই খুঁজে নিতে হবে।
তবে শুধু সামুর দিকে চেয়ে থাকলে হবে না, ব্যক্তি ব্লগারদের এগিয়ে আসতে হবে, ধুন ফুন বিষয় নিয়ে বেশি মাতামাতি না করে দেশের সমস্যা আর তার দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়ে মনোনিবেশ করা খুব জরুরি।
সামু মডারেটরগন এর কাছ থেকে রাইট টপিক এর প্রমোশন চাই, আমি মনে করি উনারা এই কাজটির দিকে নজর দিতে শুরু করেছে।
শুভেচ্ছা সহ!
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
ফেরদৌসা রুহী বলেছেন: এখন তো দেখি সবাই লিখতে ব্যস্ত। পড়েনা অনেকেই।
নিজের লেখার সাথে অন্যের লেখাও পড়তে হবে।
ব্লগ দিবসের শুভেচ্ছা
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
মোরতাজা বলেছেন: সহমত!
১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
আরণ্যক রাখাল বলেছেন:
২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
দৃশ্যমান স্বপ্ন বলেছেন: ঠিক কথা লিখেছেন।
ধন্যবাদ