নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতি ৮৭ কিলোমিটার--- তরুণী চোখে উচ্ছ্বাস। টুকটুকি প্রথম বলটা করে মাথা সোজা করতেই সবাই হাততালিতে মুখর করে দিলো। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে চলছিল পেসার হান্টের এ কম্পিটিশন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড---বিসিবি এবং মোবাইলফোন অপারেটর রবি'র আয়োজনে ময়মনসিংহ বিভাগের কম্পিটিশন টুকটুকি, জোনাকী ও কনাদের বলের গতিতে মুগ্ধ সবাই!
শনিবার (২৩ জানুয়ারি ২০১৬)সকালেই গিয়েছিলাম সার্কিট হাউস মােঠে। লম্বা লাইন, ক্রিড়ামোদি মানুষ আর ক্রিড়া অনুশীলন করা তরুণ তরুনী জড়ো হয়েছেন সেখানে। নেটে বল পড়ছে একের পর এক। ফাঁকে বেরিয়ে এলেন চার গতি কন্যা।
তাদের তিনজন---
ছেলেও মিলল ৪ জন। একজনের বলের গতি ১৩০ কিলোমিটার। কামাল পাশা। দেখে মনে হবে-- এ ছেলে বল করবে? আশ্চর্য! শুধু বলই করলো না! দিনের সর্বোচ্চ গতি নিয়ে ফিরল।
টুকটুকি ফাস্ট ডিভিশন ক্রিকেট খেলে। তাই তার গতি ভালো হতে পারে। কিন্তু শেরপুরের জোনাকী ও কনার সে অভিজ্ঞতা নেই বললেই চলে। শেরপুরে পাড়া গাঁ থেকে উঠে আসা তরুণীদের নার্সিং করা গেলে তারা সামনে এগিয়ে যাবে এমনটা বলছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ন্যাশনাল প্লেয়ার শুকতারা।
সকালেই নির্বাচিত তিন তরুণি ক্রিকেটারের মাথায় ক্যাপ পরাতে পরাতেই এ কথা বলছিলেন শুকতারা। বলছেন, মেয়েরা এগিয়ে আসছে। দূরে নীল পোশাকে তরুণীরা ক্রিকেট খেলছে। সেটি দেখিয়ে শুকতারা বলছেন--- এটা আশার আলো!
খোঁজ নিয়ে জানলাম---ময়মনসিংহের আগে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও কক্সবাজারে হয়ে গেছে ফাস্ট বোলার হান্টিংয়ের আয়োজন করেছে বিসিবি ও রবি। তবে ময়মনসিংহ থেকেই বিসিবি প্রথম পেলো ৪ গতিকন্যা!
সিলেট থেকে ১২ জন ছেলে ও ১ জন মেয়ে, চট্টগ্রাম থেকে ৫ জন ছেলে, কুমিল্লা থেকে ৩ জন ছেলে এবং কক্সবাজার থেকে ১ জন ছেলে ফাস্ট বোলার প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনে সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ১৩২ কিলোমিটার।
দেশের ১৬টি স্থানে এই ফাস্ট বোলার হান্ট প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এর মধ্যে নির্বাচিত প্রতিযোগীদের বাছাই করে ঢাকায় হাই পারফরম্যান্স ক্যাম্পে নিয়ে আসা হবে। অংশগ্রহণকারীদের ওজন, উচ্চতা, ফ্লেক্সিবিলিটি টেস্ট, নী টু ওয়াল উপর ভিত্তি করে প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া চলছে।
চুড়ান্ত পর্বে সেরা ১২ জনকে (১০জন ছেলে এবং ২ জন মেয়ে) বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে। বিসিবি’র হাই পারফরম্যান্স কোচ ও গেম ডেভেলপমেন্ট টেকনিক্যাল স্টাফ ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনের টেকনিক্যাল ব্যাপারগুলো যাচাই করছেন বলেও জানালো তারা।
চলতি বছরের প্রথমদিন থেকে শুরু হওয়া এ কম্পিটিশনের নিবন্ধন প্রক্রিয়া ১৪ জানুয়ারি শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছেলে-মেয়ে মিলিয়ে মোট ৩৯ হাজার ৪১৮ জন ফাস্ট বোলার নিবন্ধনের জন্য আবেদন করেছেন।
নেটে বল ---
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা।