নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান চিত্র : গত শনিবার ঢেপা নদীর উপর দিয়ে কান্তজিউ গিয়েছিলাম। ব্রিজের নিচের দিকে তাকিয়ে বিস্মিত হলাম--- নদীর বুকে ধান চাষ হচ্ছে। ছোট ছোট বীজ তলা বনানো হয়েছে। আর ফেরার পথে দেখছিলাম সন্ধ্যার দিকে ছুটে যাচ্ছে ট্রাক্টর! এ আমাদের নদী। আমরা ভীষণ রকমের বিপর্যয়ের মুখোমুখি!
ঢেপা নদীর বর্ণনা---
ঢেপা নদী (Dhepa River) বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ক্ষুদ্রতম নদী এবং করতোয়া-আত্রাই (বুড়ি তিস্তা) নদীর একটি প্রশাখা। নদীটি বৃহত্তর দিনাজপুর জেলার মোহনপুর-এর কাছে (অক্ষাংশ ২৫°৫৩´ উত্তর, দ্রাঘিমাংশ ৮৮°৪৩´ পূর্ব) আত্রাই নদীর ডান তীর থেকে বের হয়ে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। সেতাবগঞ্জ, বোচাগঞ্জ-এর কাছে ঢেপা দক্ষিণ দিকে মোড় নিয়ে আঁকাবাঁকা পথে পোই-চক (অক্ষাংশ ২৫°৩৮´, দ্রাঘিমাংশ ৮৮°৩৭´) পর্যন্ত প্রবাহিত হয়েছে এবং শেষে পুনর্ভবা নদীতে পতিত হয়েছে। নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৪০ কিমি এবং বর্ষাকাল ব্যতীত নৌ চলাচল এ নদীতে সম্ভব নয়। ঢেপা সম্পূর্ণভাবে জোয়ারভাটার প্রভাবমুক্ত একটি নদী। [সুলতানা নাসরিন বেবী]
সূত্র বাংলাপিডিয়া।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
মোরতাজা বলেছেন: হুমমম।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
মহা সমন্বয় বলেছেন: এ আবার কেমন নাদী !!! কোন পানি নেই.. বুঝতে পরছি এটা মরা নদী।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
মোরতাজা বলেছেন: এইডা জিন্দা নদী!
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
রানা আমান বলেছেন: শুধু ঢেপা নয় উজানে একতরফা পানি প্রত্যাহারের কারনে আমাদের দেশের প্রতিটি নদী ভীষণ রকমের বিপর্যয়ের মুখোমুখি ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
মোরতাজা বলেছেন: হুমমম!
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
মিতু রহমান বলেছেন: নদীর বুকে বীজতলা!!! সত্যিই বিস্ময়
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১
মোরতাজা বলেছেন:
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
কল্লোল পথিক বলেছেন: আর কত নদীর মৃত্যু দেখলে আমাদের চেতনা জাগবে?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০
মোরতাজা বলেছেন: চেতনা! উহা জাগিবে বলিয়া মনে হতৈছে না!
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়াবহ অবস্থা !
আর কত নদীর মৃত্যু দেখলে আমাদের চেতনা জাগবে?
আমরা সোচ্চার হবো আমাদের জলাধিকারের আন্দোলনে?
হাজার বছর যে নধী আমাদের জল দিয়ে বাঁচিয়ে রেখেছে, আমাদের পথ সুগম করেছে, আমাদের সুজলা সুফলা করেছে... সেই
সকল নদী তার প্রাণ প্রাচুর্য-জলে ভরে উঠবে - আমরা কি নদীর কাছে প্রকৃতির কাছে দেয়া সেই অঙ্গিকার বাস্তবায়ন করতে পারব???