নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিম/ রিম নিবন্ধনের সময় এক মাস বাড়িয়েছে সরকার। মে মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মে রাত ১২ টা পর্যন্ত চলবে অনিবন্ধত সিম / রিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন। এর পর বিনা নোটিশে অনবিন্ধতি সংযোগ ডিঅ্যাকটিভ হয়ে যাবে।
শনিবার বিকালে বিটিআরসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এ ঘোষনা দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
এখনও যারা সিম নিবন্ধন করেননি, তাদের পুনঃনিবন্ধনের জন্য সতর্কবার্তাও দেওয়া হবে তারানা জানিয়ে তারানা বলেন, তার আগে বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত কিছু সিম রেন্ডম স্পেলিংয়ের মাধ্যমে নির্বাচন করে ১ মে থেকে ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে এক বারের জন্য তিন ঘণ্টা বন্ধ রাখা হবে।
প্রতিমন্ত্রীবলেন, ৩১ মে থেকে অনবিন্ধত সংযোগ বন্ধ করে দেয়া হবে, সে জন্য কোন রকমের ঘোষনাও দেয়া হবে না। তবে বন্ধ সিমগুলো সে গুলো পরবর্তী ১৫ মাসের জন্য বিক্রি স্থগিত থাকবে। এটা প্রধানত করা হয়েছে, বিদেশে বসবাসরত প্রবাসী নাগরিকদের জন্য, শান্তিরক্ষা মিশনে আমাদের যারা কর্মরত আছে তাদের সুবিধার্থে। এই নম্বরগুলো কোথাও বিক্রি করা হবে না।”
শুক্রবার এনআইডি কর্তৃপক্ষের সার্ভারে ঝামেলা থাকলেও গতকাল শনিবার শেষ দিনে ঝামেলা ছিল না। সকাল থেকেই গ্রাহকরা স্বাচ্ছন্দে তাদের মোবইলফোনের সংযোগ রেজিস্ট্রেশন করতে পেরেছেন।
অপরাধ কাজে সিমের ব্যবহার বন্ধের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া শুরু হয়, যার সময়সীমা ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল।
সিম নিবন্ধনে কারিগরি সমস্যারা কথা স্বীকার করে প্রতিমন্ত্রী সকালেই এক অনুষ্ঠানে বলেন, “প্রচণ্ড গরমে এই কষ্ট স্বীকার করে যারা সিম নিবন্ধন করেছেন তাদের ধন্যবাদ জানাই।”
মোবইলফোন অপারেটরদেরা বলছেন, এখনো প্রায় ৪০ শতাংশ গ্রাহক বিন্ধনের বাইরে রয়েছেন। ছয়টি মোবইলফোন অপারেটরের ১৩ কোটির কিছু বেশি গ্রাহক রয়েছে । শনিবার বিকাল পর্যন্ত প্রায় ৯ কোটি গ্রাহক নিবন্ধন সম্প্ন্ন করেছেন। বাকি প্রায় চার কোটি গ্রাহক নিবন্ধন করতে পারেননি। এর মধ্যে এক কোটি ২৫ লাখের মত গ্রাহক রয়েছে যাদের আঙুলে ছাপ মিলছে না। তাদের আঙুলে ছাপ মেলানোর জন্য ইলেকশন কমিশনের এনআইডি বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রীর ঘোষণা অনুসারে যারা কাস্টমার কেয়ারে গিয়েছেন নিবন্ধন করার জন্য, কিন্তু বায়োমেট্রিক না মেলার কারণে নিবন্ধন করতে পারেননি, তাদের সংযোহগ প্রতীকীভাবেও বন্ধ করা হবে না।
০২ রা মে, ২০১৬ দুপুর ১:১২
মোরতাজা বলেছেন:
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
শাহ আজিজ বলেছেন: প্রথম দিকে প্রতিবাদ করলেও গতকাল সিম রেজিঃ করতে গিয়ে অনুভব করলাম এর উদ্দেশ্য কি? আমার সাম্নেই একজনের ছাপ মিলল না তিনবার চেষ্টার পরও। জিজ্ঞাসা করলাম কার সাথে মেলাচ্ছেন? ওরা বলল এন আই ডি । যাক আমার ছাপ মিলল এবং না জেনে প্রতিবাদ করেছি বলে দুঃখ লাগলো। এই সিম রেজিঃ যদি মোবাইল অপারেটরদের না দিয়ে অন্যদের দিত তাহলে ওইযে না মেলার ঘাপলা থেকেই যেত। অর্থাৎ গেল এন আই ডির রেজিঃর সময় একজনের ছাপ অন্যজন দিয়েছে। এবার ডিজিটাল ডাইরির সাথে এন আই ডির সরাসরি যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ । একই সাথে দুটি কাজ হয়ে গেল । এই অপারেটরদের অবকাঠামো ছিল বলে তারা পেরেছে না হয় আবারো একই জিনিস ঘটতো । যারা নিজের আঙ্গুলের ছাপ দেননি তারা সারেন্ডার করে সঠিক করে নিন । মোবাইলের মাধ্যমে এটা করা উপলক্ষ মাত্র । এতে আপনার ডাটা অন্যহাতে গেলনা , নিরাপদ রইল।
নিবন্ধন করে নিন আজই ।।
০২ রা মে, ২০১৬ দুপুর ১:১৩
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো। এই উদ্যোগকে স্বাগত জানাই। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। আর প্রায় সবাই সিম-নিবন্ধন করতে পারবে।