নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো_৩

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

সেই রঙ যদি হয়ে যায় লীন, তবে আর কি বাকি থাকে! বোঝা না বোঝার দায়ে জীবন ছুটে চলে। বুঝতে চায় কেউ,কেউ বুঝতে পারে না!বোঝা না বোঝার দ্বান্ধিকতায় কেটে যায় অবসন্ন বিকেলের শেষ আলোটুকু।হাসিতে, খেলাতে, রঙ ঢঙ এ পেরিয়ে জীবনের কোন এক বসন্তে তোমার আনাগোনা।সে আনাগোনায়য় আড়ম্বরতা নেই, নেই কোলাহল আছে নিশ্ছিদ্র এক পিনপতন নিরাবতা।
সেই নিরাবতা ভেঙে বের হয়ে আসার মত দূর্দান্ত সাহস সে পায়নি তাইতো আধাঁরের মাঝে একটু উঁকি দেয়া চাঁদ তার ভালোলাগা,গাছের ঝরে যাওয়া ফুল কুঁড়িয়ে কুঁড়িয়ে জীবনের জীবকার পথ ধরে হাঁটা।
তবুও তারে জীবনের সেইটুকু আনাগোনা নিয়ে পথচলায় ক্লান্তি আসে না-অপেক্ষা আসে শুধু।যে অপেক্ষার শেষ হয় সমাধিতে।
সেই সমাধির তীরে সে আসে রোজ নতুন সাজে।যে জীবন হারায়ে সময়,সেই জীবন আর জীবন নয়,সেই জীবন হল শিশিরের ন্যায়, রাত থেকে ভোর,ভোর থেকে সকাল -সূর্য উঠার সাথে সাথে সব কিছু ম্লান।শিশিরের জীবন হারানো এই সময় মানুষের,এমনি করে তো এক একটি প্রভাত,একটি সমাধি, একটি হারানো সময়ের ইতিহাস।

যে বোঝে না আর যে বুঝেও বোঝে না সে তো কখনো এক হয় না।সব কিছু বুঝতে নেই।কখনো কখনো এই বেশ,নিরবতা হয়ে যাক বোঝা আর না বোঝার নতুন কোন গল্প।

২৫/১২/১৬
©রুবাইদা গুলশান

ছবি:ইন্টারনেট

মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৮

বিজয় নিশান ৯০ বলেছেন: নীরবতা ভুল বোঝাবুঝির নতুন গল্পের সূচনা করে।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩০

নীল মনি বলেছেন: ☺☺☺☺☺☺☺

২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপা ছবিতে এটা কোন শহরের এলিয়েন। কবে এসেছিল? :P ;)

তবে লিখা সুন্দর হইছে।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩১

নীল মনি বলেছেন: হিহি তা তো জানি না, সে কোন শহরে থাকে। আমি তো তার ঠিকানা রাখিনি।


শুকরিয়া ☺

৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দু’ঘন্টার বিরতির পর ফিরে এলাম।
নিরবতা হয়ে যাক বোঝা আর না বোঝার নতুন কোন গল্প।

লাইনটা খুব ভাল লাগল। অনেক সময় নিরবতাই অনেক কিছু বলে দেয়। নিরবতারও নিজস্ব ভাষা আছে। সুন্দর!
কিন্তু এটুকু ছাড়া বাকীটুকু কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগল। ঠিকমত হৃদয়ঙ্গম করা গেল না। অবশ্য এটা লেখকের নিজস্ব উপলব্ধি। নিজের ভেতরের ভাবনার প্রকাশে লেখক পুরোপুরি স্বাধীন। পাঠকের অত গভীরে ডুব দেয়ার সামর্থ্য নেই।
পুরনো লেখা হলেও ভাল লাগল। পুরোটা আত্মস্থ করতে পারলে আরও ভাল লাগত। লিখতে থাকুন।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৪

নীল মনি বলেছেন: আপনি কি জানেন আপনি খুব দারুণ করে মন্তব্য লেখেন।আমি মুগ্ধ হই।
আপনার সাথে যদি যুদ্ধ বাধে তাহলেও কিন্তু মন্তব্য করা ছাড়বেন না :)। নতুন কোন লেখা হয়ে উঠছে না।

৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রসংশা জিনিসটা অম্লমধুর। একটু তেতো আবার মজারও। একইসাথে চেহারাটা আরক্তিম করে দেয় আবার সামান্য গর্বের ভাবও এনে দেয়। আপনার প্রশংসায় আমি স্ট্যাচু হয়ে গেলাম। :) চোখ বুজে নড়াচড়া কিছুক্ষণ বন্ধ রেখে তারপর আবার চোখ খুলে দেখি আমার সাথে যুদ্ধ বাধানোর সম্ভাবনার কথাও লিখেছেন। স্বার্থের দ্বন্দ্ব ছাড়া তো যুদ্ধ বাধার কথা উঠতেই পারে না। আশা করি আমাদের মধ্যে তেমন কিছু হবে না? অন্তত আমার পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
মন্তব্য করা ছাড়ব না কথা দিতে পারি। তবে আপনাকেও একটা কথা দিতে হবে। :)

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৮

নীল মনি বলেছেন: হিহিহিহি আমি কিন্তু হাসছি।আলহামদুলিল্লাহ্‌। স্ট্যাচু থেকে ছুটি

৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০১

নীল মনি বলেছেন: আমি কত কিছু লিখলাম সব মুছে গেল। :( আপনার চোখ বন্ধ করে থাকার ব্যাপারটা দারুণ।ইন শা আল্লাহ যুদ্ধ বাধবে না ওটা দুষ্টামি করে বলেছি।আপনার মন্তব্য মিস করতে চাই না সেটা বুঝিয়েছি।

আমাকে কী যেন বলবেন, তার আগে একটা কথা আমি সামুতে ইন শা আল্লাহ নিয়মিত হব :)

৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভুল বুঝে বন্ধুত্ব নষ্ট করলে কিন্তু যুদ্ধ বাধবে। তাই কথা দিন, ভুল বুঝে বন্ধুত্ব নষ্ট করবেন না? :)

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৫

নীল মনি বলেছেন: ইন শা আল্লাহ ভুল বুঝব না,যা বুঝব তাই বলে দেব :)

৭| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ও কে। যা বুঝবেন সরাসরি বললেই হবে। ভুল থাকলে সংশোধন করে নেব।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২

নীল মনি বলেছেন: সে আর বলতে! রাগ করলেও বলে ফেলি রাগ করেছি

৮| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অবশ্যই। মনের ভেতর কোনকিছু জমিয়ে না রেখে খোলাখুলি বলে ফেললেই সব জটিলতা থেকে মুক্ত থাকা যায়।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৩

নীল মনি বলেছেন: দূরত্ব চাইলে মানুষ পুষে রাখে রাগ.

৯| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেকের স্বভাবই এমন। আমি আবার কারো সাথে সহজে রাগ করি না। কিন্তু ধৈর্য্যের শেষপ্রান্তে পৌঁছে গেলে আর নিজেকে সামলে রাখতে পারি না। তখন নিজেকেই খুব অসহায় মনে হয়।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩১

নীল মনি বলেছেন: আমিও মানুষের সাথে সহজে রাগ করি না।রাগের সময় আমি কথা বলি না। মুখে তালা মেরে দিই। তবে কারোর উপর রাগ হলে আমার রাগ সবচেয়ে বেশি লাগে নিজের উপর।

১০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভাল লিখেছেন।

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৪

নীল মনি বলেছেন: শুকরিয়া

১১| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৪

নীল মনি বলেছেন: শুকরিয়া :)

১২| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেউ আপনার লেখাকে গল্প বলছে কিন্তু আমার তো মনে হচ্ছে এটা গল্প নয় বরং আত্মোপলব্ধি! কী জানি! আমার ভুলও হতে পারে। সঠিকটা তো আপনিই বলতে পারবেন। তাই নয় কি?

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৪

নীল মনি বলেছেন: এটা গল্প নয়।আপনি সঠিক :)

১৩| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার সেফটিপিন বইয়ের একটা গল্প এখানে দিতে পারেন। তাতে আপনার বইয়ের কিছুটা প্রচারণাও হয়ে যাবে। অনেকেই কিন্তু এমন প্রচারণা ব্লগে করে থাকেন।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১১

নীল মনি বলেছেন: আচ্ছা দিব নে। বেশ ভালো বলেছেন। এখানে দুই একটা দেয়া ছিল।

১৪| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ! নীরাবতাই হোক আমাদের না বোঝার গল্প। শুভেচ্ছা নিরন্তর।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

নীল মনি বলেছেন: শুকরিয়া ☺☺☺☺

১৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী ব্যাপার। আজ কি কিছু না বলার প্রতিজ্ঞা করেছেন?

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৭

নীল মনি বলেছেন: ছিলাম না আজ :)

১৬| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনে হয় এখনও নেই? :)

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১

নীল মনি বলেছেন: ☺☺☺☺☺☺☺☺☺

১৭| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নতুন পোস্ট দিয়েছিলাম কাল সন্ধ্যায়। মনে হয় জানেন না। ভক্ত আর বন্ধুর খোঁজখবর না রাখলে হবে? :)

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৭

নীল মনি বলেছেন: না তো জানি না, দেখে আসব ঠিক।ঘুমে ভীষণ ভেজাল হচ্ছে,গতকাল ফজরের নামায পড়ে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত ঘুমায়ছি।
:(

১৮| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আজ কয়টা পর্যন্ত ঘুমোবেন? মনে হয় এখনও ঘুমেই আছেন? :)

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬

নীল মনি বলেছেন: আজ জেগে আছি তো, একদম চোখ ফকফকা

১৯| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৪

আখেনাটেন বলেছেন: শিশিরের জীবন হলে তো মানবজীবন স্বার্থকই বলতে হবে। কারণ এই শিশির কিন্তু উবে যাওয়ার আগে ধরণীতে সজীবতার পরশ বুলিয়ে দিয়ে যায়। কিছু প্রাণের সঞ্জীবনীও বলতে পারেন।

আমাদের সকল মানুষ কি শিশিরের মতো সজীবতার পরশ ছড়ায়? B-)

ভালো লাগল লেখা পড়ে। এই প্রথম মনে হয় আপনার কোনো লেখা পড়লাম। ভালো লিখেছেন। শুভকামনা।

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৯

নীল মনি বলেছেন: আপনিও কিন্তু দারুণ বলেছেন :)
আপনার ভালো লেগেছে জেনে আমার তো খুশি খুশি লাগছে।
শুকরিয়া। এখানে আবার বেড়াতে আসবেন কিন্তু :)

২০| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আছেন? নতুন পর্ব দিয়েছি। পড়ে মতামত জানাবেন। :)

০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নীল মনি বলেছেন: ছিলাম না, এখন দেখলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.