নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

স্পর্শের খোঁজে

১৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৩



রূপসী বৃষ্টির মনোরম সংগীতের তালে তালে
বিষাদবর্ণ দেওয়াল চুইয়ে চুইয়ে জল গড়িয়ে পড়ুক মাটির সাথে।
অনেকদিন দেখা হয়নি বৃষ্টির সাথে
বারান্দার গ্রিলটাতে মাথা ঠেকিয়ে দেখা হয়নি
অন্ধকারে ভিজে ওঠা গাছের রঙ।
ছমছম করা রাত্রিতে বৃষ্টি নামুক চুপটি করে
যখন এই শহর ঘুমায় কাঙালের হাসি দিয়ে
কাঁপা কাঁপা ছায়ায় আমি উঁকি দিয়ে দাঁড়াব ঠিক জানালার ধারে।
বৃষ্টির ছাঁটে ছাঁটে ভিজে যাওয়া মাটির চিরচেনা সেই গন্ধের টানে
বের হয়ে আসবে এক অচিন গেরুয়া নিঃশ্বাস।
এক নিমিষে হাত বের করে একটু স্পর্শের খোঁজে
অতঃপর বহুদিন পর ছুঁতে পারার আনন্দ হাতে নিয়ে
তোমার মুখে ছুঁয়ে দিব জলের রঙ।
তুমি বকবে না তো? বল :) বকবে কি?

১৬ এপ্রিল ২০১৭

©রুবাইদা গুলশান

ছবি ইন্টারনেট

মন্তব্য ৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটা তো একটা কবিতা! যদিও লিখেছেন গদ্য আকারে। লাইনগুলো একটু ঠিক করে নিলেই অনবদ্য এক কবিতা হয়ে যায়!

জলের রঙের এই ছোঁয়াকে যে অপছন্দ করবে আর বকে দেয়ার চেষ্টা করবে সে আসলে এই নিখাদ হৃদ্যতার উপযুক্তই নয়। হৃদয়ের এত উষ্ণতামাখা স্পর্শ ক’জনই বা পায়? দারুণ লেখা। এক্সেলেন্ট!

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৬

নীল মনি বলেছেন: হিহিহি কবিতা হল কিনা তা তো জানি না। আচ্ছা লাইনগুলো ঠিক করে দিই তাহলে :)। কেউ কেউ জানতেও পারে না স্পর্শের কত কাছে ছিল সে। :)

শুকরিয়া সুন্দর মন্তব্যের জন্য।

২| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যে জানতেই পারল না যে স্পর্শের কত কাছে ছিল সে তাকে কি দুর্ভাগা বলা যায় নাকি ভীরু অথবা বোকা বলা যায়? :) শুনেছি এসব ক্ষেত্রে লজ্জা, সংকোচ, ভয় এই তিন থাকতে নয়। তাহলে কি সে ভীরু, লাজুক নাকি বোকা? :)

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯

নীল মনি বলেছেন: তাকে যে কী বলা যায় জানি না বা বলতে পারি অসংজ্ঞায়িত।ভীরু,লাজুক বা বোকা কোনটায় নয়।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: কবিতার প্রতিটি লাইনে হাহাকার।

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪০

নীল মনি বলেছেন: হাহাকার কি মন্দ? সেদিন আকাশ থেকে সত্যিই বৃষ্টি কিন্তু হচ্ছিল।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৫

ওবায়দুল হক বলেছেন: এই সেদিনই না কালবৈশাখী হল,
কত ঘর ভিটে মাটিতে মিশে গেল!
যদিও আপনার কাঙ্খিত বৃষ্টি ভিন্ন
অন্য নামে তাকে ডাকার বাহানা!
!!
তবে আমি নিশ্চিত সে বকবে না,
অবাক হবে হয়ত।
এই শহরে কেউ আর বৃষ্টি নিয়ে খেলে না,
এই শহর বড্ড বেশী শহুরে।

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

নীল মনি বলেছেন: অবাক হবে হয়ত।
এই শহরে কেউ আর বৃষ্টি নিয়ে খেলে না,
এই শহর বড্ড বেশী শহুরে। - সুন্দর বলেছেন।কেউ কেউ অবাক হতে জানে না,বৃষ্টি নিয়ে খেলে না আমার মত :)

৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতাটি ছোট হলেও হৃদয়ে অনুভূতি জাগানোর মত একটি কবিতা। ভালোবাসার মানুষকে ছুঁয়ে দেখার আবেগ এবং অনুভূতি।

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭

নীল মনি বলেছেন: ভীষণ সুন্দর মন্তব্য করেছেন। ভালো লাগল :)

৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

আকতার আর হোসাইন বলেছেন: ছাঁটে ছাঁটে ভিজে যাওয়া মাটির
চিরচেনা সেই গন্ধের টানে
বের হয়ে আসবে এক অচিন গেরুয়া
নিঃশ্বাস।
এক নিমিষে হাত বের করে একটু স্পর্শের
খোঁজে
অতঃপর বহুদিন পর ছুঁতে পারার আনন্দ হাতে
নিয়ে
তোমার মুখে ছুঁয়ে দিব জলের রঙ।

অসাধারণ হয়েছে...

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

নীল মনি বলেছেন: শুকরিয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া :)

৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একটু ভিন্নতা আছে। আপনি চালিয়ে যান ভালো করবেন অবশ্যই।

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ কৃতজ্ঞতা।দোয়া করবেন।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫২

নীল মনি বলেছেন: শুকরিয়ায়ায়া :)

৯| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: তাকে যে কী বলা যায় জানি না বা বলতে পারি অসংজ্ঞায়িত।ভীরু,লাজুক বা বোকা কোনটায় নয়।

তাহলে তাকে দুর্ভাগা ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। :(

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

নীল মনি বলেছেন: সে যে দূর্ভাগা সেটা তো তাকে আগে বুঝতে হবে।সে তো সেটাও বোঝে না

১০| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার জানামতে দুর্ভাগারা অনেকসময় সবকিছু বোঝে কিন্তু নিজের দুর্ভাগ্যের কথা ভেবে কোন পদক্ষেপ নিতে ইতস্তত করতে থাকে, পাছে সহজ সমীকরণটাই দুর্ভাগ্যের কারণে জটিল কিছু হয়ে যায়? :(

১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

নীল মনি বলেছেন: জটিল হয়ে গেল কথাটা। শিশুটির মাথায় আপাতত ঢুকছে না

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

নীল মনি বলেছেন: কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখি :)

১১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কাকে খুঁজে পাচ্ছেন না?

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

নীল মনি বলেছেন: একজন কে খুঁজছিলাম আর কি :)

১২| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যলোওওওওওওওওওওওওওও। আছি তো? :)

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

নীল মনি বলেছেন: হ্যালো :)

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যাকে খোঁজাখুঁজি করছিলেন তাকে কি পাওয়া গেল?

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

নীল মনি বলেছেন: হুম গেলো তো:) মুখে তালা মেরে চাবি সামনে রেখেই চুপচাপ বসে ছিল।

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, মুখে তালা মেরে ছিল না। তালাটা সবসময় খোলাই থাকে। যার কাছে চাবি সে যদি খেয়াল না করে তাহলে তালার দোষ নিশ্চয়ই নয়? :)

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২

নীল মনি বলেছেন: আয় হায়, আয় হায় তালার চাবি আপনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন।আপনি শ্যাষ,যদি সেই মানুষ হারিয়ে যায় তাহলে তো তালা মেরেই বসে থাকতে হবে

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সেই মানুষ হারিয়ে গেলে তালার অস্তিত্বই শেষ হয়ে যাবে। তখন আর কোন চাবিই তালার কাজে আসবে না। :(

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

নীল মনি বলেছেন: মন খারাপ করে কাজ নেই।সব ঠিকে থাকুক প্রাণের অস্তিত্ব পর্যন্ত :)

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন এখনও খারাপ হয়নি। খারাপ হলে ভালো করার চেষ্টা কেউ করবে এ বিশ্বাস তো আছে।
সব টিকে থাকুক প্রাণের অস্তিত্ব পর্যন্ত। হ্যাঁ, তাই হোক।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

নীল মনি বলেছেন: শোনেন কারো মন খারাপ হলে মেরামত করার টাইম দিতে হয়। :) আপনার বিশ্বাসের জয় হোক

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

বিএম বরকতউল্লাহ বলেছেন: অচিন গেরুয়া নিঃশ্বাস।
ভাল না লেগে উপায় আছে?
প্রীতি নিন।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪

নীল মনি বলেছেন: আন্তরিকতার সাথে গ্রহণ করা হল। কৃতজ্ঞতা। আবার বেড়াতে আসবেন :)

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন খারাপের কোন কারণ ঘটেনি। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। :) আর কেউ যদি মেরামত করতে দেরী করে তাহলে ভবিষ্যতে অভিযোগ দায়ের করা হবে। :)

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

নীল মনি বলেছেন: আচ্ছা অভিযোগ কার কাছে করবেন শুনি!

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যে দেরী করবে তার কাছেই অভিযোগ করে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হবে। :)

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৩

নীল মনি বলেছেন: হুউউম ঠিক আছে। :)

২০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
""তুমি বকবে না তো? "X(

"অন্ধকারে ভিজে ওঠা গাছের রঙ।"" :(
--অন্ধকারে গাছ ভিজবে কি করে????X(

ব্লগে নতুন নিয়ম করতে হবে। যেসব কবি গদ্য ছন্দে কবিতা লিখবে, তারা আবৃতি করে শোনাবে।

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৫

নীল মনি বলেছেন: অন্ধকারে ভিজে ওঠা গাছের রঙ -ভিজাচ্ছে তো বৃষ্টি। আবার দেখেন :)
হিহিহি আবৃত্তি যদি করতে না পারে তখন

২১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন আপু +

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৬

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ শুকরিয়ায়ায়ায়ায়ায়ায়া :)

২২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় ভালোলাগা !!

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৭

নীল মনি বলেছেন: শুকরিয়া আপু। আবার বেড়াতে আসবেন কিন্তু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.