নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

বইয়ের দোকানে ঘুরাঘুরি :: টোকিও বইমেলা ২০১৯

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪



যেখানেই যাই বই এবং বইয়ের দোকানে ঢু দেয়া আমার জন্য খুব স্বাভাবিক! নিজে লিখি, পড়ি এবং নামের শেষে প্রকাশক তকমাও যেহেতু আছে তাই এটা আমার জন্য রুটিন ওয়ার্কই বলা যায়।

এবার টোকিও যাবার পর একদিন জুয়েল ভাইয়ের সঙ্গে আমরা শিনজুকু এলাকায় ঘুরাঘুরি করতে গেলাম।
এক পর্যায়ে গেলাম সেখানে বিখ্যাত এক বইয়ের দোকানে
রাজ্যের বই সেখানে।
প্রতিটি সেকশন আলাদা করে রাখা। দেশ বিদেশের নানা ভাষার বই ছিলো সেখানে। আমরা সবাই ঘুরে ঘুরে দেখলাম। আমাদের সাথে ছিলেন শ্রদ্ধেয় সলিমুল্লাহ খান। তিনি কয়েকটি বই সংগ্রহ করলেন। আমরা কেউ কিনিনি কারণ বেশ দাম। বই ধরলেই ১৭/১৮ ডলার বা তারও বেশী। আমরা গরীব মানুষ এতো দামে বই কেনার সামর্থ্য নেই তাই দেখেই শান্তি।

আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখানের বইয়ে মান, প্রচ্ছদ, ভেতরের পাতার ইলাস্ট্রেশন বাইন্ডিং দেখলাম। এতো নিখুঁত আর পরিপাটি করে প্রতিটি বই বানানো যে বিস্মিত হলাম। একটা ভাজ নেই, কোথাও কোন ভুল নেই।
আমার বাচ্চাদের কথা মনে হলো। তারা এই বই পেলে দোকান থেকে তাদের নিয়ে আসা মুশকিল হতো। দোকানে বসেই পড়ার ব্যবস্থা আছে।
বই ছাড়াও সেখানে ছোট ছোট স্যুভেনির রয়েছে।
আছে ম্যাগাজিন। সহ নানা আইটেম।

জাপানে বইয়ের দোকান ছাড়াও সাধারণ চেইন শপগুলিতেও বইয়ের আলাদা সেকশন আছে। তেল নুন খাবার দাবারের পাশাপাশি কিনতে পারেন বইও। এই বিষয়টিও আমার কাছে বেশ ভালো লেগেছে। চলতি পথে বেশীরভাগ মানুষ যদিও মোবাইলের স্ক্রিনে চোখ রাখতে অভ্যস্ত কিন্তু আমি অনেককে দেখেছি বই পড়তেও। বইয়ের প্রতি তাদের ভালোবাসা রয়েছে।

টোকিও বইমেলা ২০১৯ এ আমাদের এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনীর স্টলে এসে অনেক জাপানীকে বানান করে করে বাংলা পড়তে দেখেছি আমি। অনেকেই আগ্রহ নিয়ে বাংলা শিখছেন বেশ বোঝা যায়।























প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন নিয়ে দেয়া আমার পোষ্ট
টোকিও বইমেলা নিয়ে বিস্তারিত পোষ্ট

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: অভিনন্দন!

শুভকামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

নীলসাধু বলেছেন: ভালোবাসা সহ ধন্যবাদ জানবেন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: শিশুতোষ বই বাংলাদেশ থেকে হত্যা গুম করে নাই করা হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

নীলসাধু বলেছেন: শিশুতোষ বইয়ের বেহাল দশা আমরা সবাই জানি। এ নিয়ে বড় প্রকাশক যারা তারা উদ্যোগী হতে পারেন। আমরা শিশুদের নিয়ে কাজ করি কিন্তু প্রকাশনায় যেতে পারিনি। যা করেছি তা উল্লেখ করার মতোন নয়। আমাদের সেই সামর্থ্য নেই।
যাদের আছে তারা উদ্যোগী হবেন। সরকার এগিয়ে আসবেন শুধু এই কামনা করতে পারি।
ধন্যবাদ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের সময় প্রাথমিক বিদ্যালয়ে “চয়নিকা” নামে একটি বই পাঠ্য ছিলো - এটি সম্ভবত এরশাদ সরকারের সময় ও ছিলো, ৯০ এর পর বইটিকে হত্যা করা হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

নীলসাধু বলেছেন: হু চয়নিকা বইয়ের কথা আমার মনে আছে।
এক অর্থে বই প্রকাশনাকে শিল্প বলা হলেও সেভাবে কোনো পৃষ্ঠপোষকতা কোন সরকারই করেনি। যদি সরকার চাইতেন আন্তরিক হতেন তবে আমাদের দেশের পাঠক যেন বৃদ্ধি পেতো, বইয়ের প্রতি মানুষের আগ্রহ থাকতো। প্রকাশনাও শিল্পও সমৃদ্ধ হতো

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

ইসিয়াক বলেছেন: ওহ মনে হলো বই এর রাজ্যে চলে এসেছি। শুধু বই আর বই ।
আমার ভীষণ আনন্দ হচ্ছে ।
শুভকামনা রইলো ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

নীলসাধু বলেছেন: হু অনেক বইয়ের মাঝে হারাতেও আনন্দ।
ধন্যবাদ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো পোষ্ট টি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

নীলসাধু বলেছেন: থ্যাংকিউ রাজীব নুর ভাই।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রাণ জুড়িয়ে গেলো। সুন্দর পোস্ট।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইল স্বপ্নবাজ সৌরভ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.