নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
ওদায়বা ছোট কিন্তু অতি আধুনিক শহর; টোকিওর পাশ ঘেঁষে একেবারে সমুদ্রের মাঝে গিয়ে ঠেকেছে। এমন সুন্দর পরিপাটি গুছানো শহর দেখে বিস্মিত হলাম।
ভাবতে অবাক লাগলো যে একটা সময়ে এই শহরের পুরো জায়গাটি সমুদ্র ছিল, আধুনিক প্রযুক্তিতে টোকিও উপসাগরে বালু ফেলে গড়ে তোলা হয়েছে এই কৃত্রিম দ্বীপটি। ওদায়বা সিটিতে রয়েছে বেশ কিছু বড় আকারের বিশাল ইমারত। রয়েছে বড় বড় টিভি চ্যানেলের স্টুডিও সহ অনেক প্রতিষ্ঠানের অফিস। আছে বিশাল আয়তনের আন্তর্জাতিক এক্সিবিশন সেন্টার, বিনোদন পার্ক ইত্যাদি। অলিম্পিক ২০২০ নিয়েও চলছে বিশাল কর্মযজ্ঞ।
আমরা সবাই দুপুরের পর গিয়ে পৌছালাম। গাড়ীতে যেতে যেতে শাহীন ভাই ও মুনির ভাইয়ের প্রেমের গল্প শুনলাম। কিভাবে জাপানে তারা প্রেম বিবাহ সম্পন্ন করেছে তা জানলাম। হাসি আনন্দ ভরা যাত্রা।
দীর্ঘ সময় সেখানে আমরা ঘুরাঘুরি করেছি।
দুপুরের খাবার সেরে শপিং করেছি। তারপর তুলেছি বহু ছবি।
আসুন কিছু ছবি দেখি।
//
বাকী কথা জানতে অপেক্ষা করতে হবে অমর একুশে গ্রন্থমেলা ২০২০ পর্যন্ত!
প্রকাশিত হবে কবি নীলসাধুর জাপান ভ্রমণ
জাপান ভ্রমণ নিয়ে আরো পোষ্ট
টোকিও বইমেলা ২০১৯
বইয়ের দোকানে ঘুরাঘুরি :: টোকিও বইমেলা ২০১৯
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০০
নীলসাধু বলেছেন: ব্যাগে জুতা।
আমার নয়, আমার সাথে যাওয়া ফিরোজ ভাই ছবি তোলার জন্য আমার হাতে দিয়েছিলো। সেই ছবির পর এই গ্রুপ ছবি তাই দেয়া হয়নি
ধন্যবাদ রাজীব নুর ভাই।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
বিজন রয় বলেছেন: বিশাল ব্যাপার!
শুভকামনা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০০
নীলসাধু বলেছেন: নাহ। তেমন কিছু নয় বিজন রয় ভাই।
ভালো থাকবেন।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমাদের জন্য আরো বড় উপহার অপেক্ষা করছে জেনে খুশি হলাম। শুভ কামনা রইল।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮
নীলসাধু বলেছেন: ভালোবাসা অফুরান।
ভালো থাকবেন।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪
শেহজাদী১৯ বলেছেন: জাপানের ঝকঝকে আকাশ দেখে মনটা ভালো হয়ে গেলো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮
নীলসাধু বলেছেন: আমরা যে কদিন ছিলাম তার মাঝে রোদ ঝলমলে দিন ছিলো বেশী। দু দিন বৃষ্টি ছিলো!
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ভ্রমন কাহিনী পাঠের অপেক্ষায় থাকলাম ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬
নীলসাধু বলেছেন: কাজ চলছে।
একইসাথে বাংলা ইংরেজী ও জাপানী ভাষায় প্রকাশিত হচ্ছে আমার আসন্ন ভ্রমণ কাহিনীটি!
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনি ওখানে থাকা অবস্হায় ভুমিকম্প অনুভব করেছেন?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
নীলসাধু বলেছেন: নাহ। তেমন কিছু হয়নি চাঁদগাজী ভাই!
আল্লাহ সহায়!
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
নীলসাধু বলেছেন: হু।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর! চোখ জুড়ানো ছবি।
জাপানেও আমেরিকান লিবার্টি মুর্তি?
একটু ডিটেইল বা কিছু ছবির ক্যাপশান দেয়া উচিত ছিল।
বিভিন্ন কিছু সাইনবোর্ড ইংরেজিতে দেখলাম,
রোড সাইনেও কিছু ইংরেজি থাকলে ভাল হত।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮
নীলসাধু বলেছেন: জাপানেও আমেরিকান লিবার্টি মুর্তি?
হু। ফ্রান্স দুই দেশকেই উপহার হিসেবে দিয়েছিল। মার্কিন দেশের সাথে জাপানকেও একটি বানিয়ে দিয়েছিলো তারা। জাপান ওদাইবা শহরে রেখেছে এটিকে।
হু বেশীরভাগ সাইনবোর্ড জাপানী ভাষায়। কিছু আছে ইংরেজি।
শুভেচ্ছা রইলো।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: এই যে জাপান গেলেন নিশ্চয় অনেক টাকা খরচ গেছে। সব নিজের পকেট থেকেই খরচ করেছেন। আচ্ছা, যারা আমেরিকাতে মেলায় যায়, তাদেরও কি নিজের পকেট থেকে সমস্ত টাকা খরচ হয়। না কোনো সংস্থা দেয়?? জাস্ট কৌতূহল থেকে প্রশ্ন করা ।কিছু মনে করবেন না।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০০
নীলসাধু বলেছেন: আসলে এসব মেলায় যারা যোগ দেয়া তারা বিক্রয়ের উদ্দেশ্যে যায় না। প্রকাশনীর ইমেজ, পাঠকের সঙ্গে যোগাযোগ, ভ্রমণ, শখ সব মিলিয়েই এসবে যুক্ত হয়। আমি জাপান ঘুরে এসেছি কিন্তু আমার ওয়ালেট খুলতে হয়নি। তারাই সব বহন করেছে। আমেরিকাতে গেলেও কিছু আয়োজক বহন করে আবার কিছু বহন করে প্রকাশনী। আবার অনেকে ধর্ণা দিয়েও নিজের গাটের টাকা খরচ করেও যোগ দেয়। আছে সকল কিছুই।
শুভেচ্ছা।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: শহর ওদায়বা সম্পর্কে জেনে সমৃদ্ধ হলাম। সংগে ছবিগুলি ভীষণ সুন্দর লাগছে।++
পরবর্তী যেকোনো দিন আমরা শাহিন ভাই ও মুনির ভাইয়ের নিপ্পনের দেশের প্রেম পর্ব শুনার অপেক্ষায় রইলাম।
শুভেচ্ছা নিয়েন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ জাপান ভ্রমণ নিয়ে আমার একটি গ্রন্থ প্রকাশিত হবে। বাংলা, ইংরেজি ও জাপানি ভাষায়।
সেখানে সব থাকবে
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: প্রথম থেকে তিন নম্বর ছবিতে আপনার হাতে দুইটা পলিথিনের বড় ব্যাগ। ব্যাগে কি?