নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
কদিন আগের কথা!
পার্কে হাঁটছি। আমার পাশে পাশে এক তরুণ হাঁটছে। হুট করে কথা নেই বার্তা নেই ওয়াকওয়ের পাশেই সে দাঁড়িয়ে গেলো।
পর মুহূর্তেই প্যান্টের জিপার খুলে...
অথচ সেই রাস্তায় ছেলে পুরুষ ছোট বড় অনেকেই হাঁটছে।
একটু আড়ালও নয় একেবারেই সবার সামনে!
ফটাফট আর কি!
আমি নিজেই বিরক্ত! মেয়েরা সহ অন্যদের কথা সহজেই আন্দাজ করা যায়।
বাসে দাড়িয়ে আছি। অনেক মানুষ। ভিড়টিরে একাকার।
এর মাঝেই হ্যাচ্চো!
রুমাল নেই, হাত দিয়ে একটু আটকে রাখার কসরত নেই- নাজেহাল অবস্থা আর কি!
নাকের পানিতে ভিজে টিজে সব একাকার।
মুখ হা করে চিবিয়ে চিবিয়ে রাস্তার পাশের বুট মুড়ি বাদাম পেঁয়াজু সব খাচ্ছে এমন দৃশ্য ঢাকায় প্রতিনিয়তই দেখা যায়। কাশি সর্দি সব কিছু রাস্তায় ঝেড়ে দিতে বাঙ্গালী দুবার ভাবে না। নাকের ময়লা আঙ্গুল দিয়ে ঘুটে ঘুটে পরিষ্কার করছে।
পানের পিক থুথুর কথা নাইবা বললাম।
মোবাইল হচ্ছে বড় এক বিড়ম্বনা।
অবলীলায় কি সুন্দর করেই না মিথ্যা অজুহাত দেয় মানুষ তা বোঝা যায় তাদের কথা শুনলে। শাহবাগে বসেই দিব্যি বলে দিচ্ছে 'ভাই আমিতো চিটাগাং। ঢাকায় কদিন পর যাবো'। তার একবারের জন্যেও মনে হয় না এভাবে সবার সামনেই মিথ্যা বলে সে নিজেকে কোণ স্তরে নামিয়ে দিচ্ছেন।
বিচিত্র!
তারপর আছে হৈচৈ করে চিৎকার চেঁচামেচি করে মোবাইলে কথা বলা। যেন নেট ওয়ার্কনয় গলার স্বরেই তার কাছে পৌঁছাতে হবে! এসবই খুব সাধারণ দৃশ্য! প্রায় প্রতিদিন দেখা যায়।
আমাদের অনেকের এমন শত শত আচার - আচরণ - স্বভাব - অভ্যাস রয়েছে যা অন্যের বিরক্ত উদ্রেক করে। অন্যের জন্য অস্বস্তিকর।
অশালীন। অশোভন। এক কথায় অভদ্র অসভ্য আচরণ! কিন্তু উপরোক্ত বিষয়গুলো নিয়ে তারা সচেতন আছে বলে মনে হয় না। ঢাকা নগরীর অনেকেই এসব বিষয়ে একেবারেই উদাসীন। ঢাকা নগর নিয়ে নানান হতাশা। এসব নাগরিক আচার আচরণ নিয়ে সে তুলনায় কম আলোচনাই হয়।
কবে আমরা সভ্য হবো কে জানে!!
নীলসাধু
#নগরে_সাধু
২৭১১২০১৯
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা
বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা উচিৎ।
নগরের নাগরিক হিসেবে নাগরিক দায়ীত্ব পালনে আমাদের আরো সচেতন হওয়া উচিৎ।
শুভকামনা।
২| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬
নীল আকাশ বলেছেন: ভদ্রতা, সভ্য, ভালো আচরন, ভালো ব্যবহার এই শব্দ এখন বাংলাদেশে দুর্লভ হয়ে গেছে!
আমরা এইসব শব্দের ব্যবহার শিখতাম নিজের পরিবার এবং শিক্ষকদের কাছ থেকে।
চিন্তা করে দেখুন তো, বাচ্চার এখন এইসব কোথা থেকে শিখবে?
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
নীলসাধু বলেছেন: খুবই সত্য কথা বলেছেন। শিক্ষার শুরুটা হয় পরিবার হতে। সেখানেও রয়েছে ঘাটতি।
ধন্যবাদ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু ঢাকা নয়, পুরো দেশেই মানুষের সিভিক সেন্স খুব কম...
৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের মানুষ গুলো জানি কেমন হয়ে গেছে।
তারা ঘইর থেকে বাইরে বের হলেই বদলে যায়। হিংস্র আর অমানবিক হয়ে পরে।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
সচেতনতা বাড়ুক- সবার আত্মবোধ আর আত্মসম্মান পারিপার্শ্বিকতা স্পর্শ করুক।
নিজেকে নিয়ে নয় সবাই কে নিয়ে সবাই ভাবুক-
পোষ্টে ভালো লাগা!
৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষ দিন দিন সভ্য হয়, আমরা এর বিপরিত !
আরেক মহামারী ছোটলোকদের খিস্তি খেউড়। কি অবলিলায় তারা একে অন্যের মাকে গালি দিচ্ছে। কন্যা বোনকে নিয়ে পাশ দিয়ে যেতে মরে যেতে ইচ্ছে করে।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব দুঃখজনক কর্মকান্ড!
দেশ উন্নত না হলে মানুষের আচার আচরণে পরিবর্তন আসবে না।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬
হাবিব বলেছেন: একদম বাস্তব সব কথা লিখেছেন.........
৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমিও কিছু লিখব এই নিয়ে তার আগে একটা স্ট্যাটাস দেখাই । সেদিন দিয়েছিলাম ,
রাস্তার সাইডে, ফুটপাতের পাশে ও এখানে প্রশাব করবেন লেখা থাকা স্বত্ত্বেও সেখানে মুইত্যা ভাসাইয়া দেয়া লোককে পরিবেশ দূষণ ও সরকারের দোষ নিয়ে চিন্তিত হতে দেখেছি ।
#পাপী_দুচোখে_যা_দেখেছি
১০| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
ডঃ এম এ আলী বলেছেন:
নাগরিক সচেতনতামুলক মুল্যবান পোষ্ট
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্মার্টফোন হাতে রাস্তায় আর বাসের জানালা দিয়ে কিভাবে যে থুথু আর কফ ফেলে।
সুন্দর পোস্ট প্রিয় মানুষ।