নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

শালার পুতের শইলে গরম বেশী :: নীলসাধু

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৮



আজ আমি একজন উলঙ্গ মানুষকে দেখেছি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি সংরক্ষিত স্থানে সে অবলীলায় হাঁটছিল
বস্ত্রহীন শরীর
একটি সুতাও ছিলনা তার গায়ে
যদিও অন্যান্য পাগলদের মতন তার শরীর কংকালসার ছিলনা;
বরং সে ছিল বেশ সুগঠিত
উত্থিত পুরুষাঙ্গ
কিছুক্ষণ দৌড়ে দৌড়ে রাস্তার এপার ওপার শেষে
আবার ছোট ছোট পদক্ষেপে সহজ সাধারণ মানুষের মতোই সে হাঁটছিল—

বিব্রত মেয়েরা কেউ চোখ ফিরিয়ে নিচ্ছিল
লোকটি কনকনে ঠাণ্ডায় একেবারেই উদোম গায়ে ঘুরছে,
যেন সে বেড়াতে এসেছে এই শহরে
যেন সে দেখেনি রঙ্গিন আলো
শহরের মানুষ
নর্দমা রাজপথ—

কেউবা চকিত চোখে তাকে দেখেও না দেখার ভান করছিল
আবার অনেকে চোরা চোখে তাকেই দেখছিল।

পুরুষেরা খুব অবাক হয়নি
তাদের অনেকেরই বাসায় ফেরার তাড়া, আজ সোহ্‌রাওয়ার্দী উদ্যানে সভা ছিল
রাজা উজির নাজির সকলেই শুনিয়ে গেছেন শত রূপকথা
তারই রেশ ধরে সারা শহরে আজ যানজটের উৎসব—

আজ এই মানুষটিকে নিয়ে ভাবার সময় ছিলনা কারো কাছেই
কেউ জিজ্ঞেস করেনি
শীতের রাতে এই নগরে উলঙ্গ মানুষটি অহেতুক কেন এসেছিল
কেউ জানতে চায়নি কেন সে বস্ত্রহীন
কেউ শুনতে চায়নি
কোন সুখে
শীত লজ্জা ভয় ক্রোধ হাসি আনন্দ পায়ে ঠেলে এইবেশে নগরে ঘুরছে!

তবে সকলেই তাকে অবজ্ঞা করেনি
কিছু কিছু ভদ্রলোক যারা কোট প্যান্ট পড়েছিলেন
তারা তাকে দেখে তাচ্ছিল্যের হাসি হেসেছে।
রিকশাওয়ালা হেসে মন্তব্য করেছে
শালার পুতের শইলে গরম বেশী—
.

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

কামাল১৮ বলেছেন: কে কার খবর রাখে।পুঁজিবাদী এই বিশ্বে সবাই নিজের চিন্তায় ব্যস্ত।মনবতা এখন পরবাসে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

নীলসাধু বলেছেন: জ্বি কামাল১৮ ভাই।
সঠিক বলেছেন। আমরা তো ভোগবাদে মত্ত।
স্বার্থান্ধ সমাজে আছি সকলে।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৯

বিজন রয় বলেছেন: বাহ! অনেক নাড়া দিয়ে যায় কবিতা।
ঘুণেধরা সমাজটাই তো উলঙ্গ।


আপনি হঠাৎ খুব নিয়মিত হলেন! ব্যাপার কি?

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।

আমি তো এই ব্লগে থাকি। সেভাবে সময় দেয়া হয়না কিন্তু একটা উইন্ডো খোলা থাকে।
সময় পাইনা বলেই ব্লগেই নেই। ব্লগের প্রতি ও ব্লগারদের সাথে আমার নানা কার্যক্রম, যোগাযোগ, আমি চাইলেই ব্লগ ও ব্লগারদের কাছ থেক দূরে থাকার সুযোগ নেই। এ ছাড়া তেমন কিছু নয়। মনে হচ্ছে কদিন ব্লগে সময় দেবো, দিচ্ছি।
দেখি কতোদিন পারি।

ভালো থাকবেন।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫২

মোগল সম্রাট বলেছেন:


যদিও সবাই উলঙ্গ, কুকুর বেড়াল কাকপক্ষী,
দালান-কোঠা, ল্যাম্প-পোস্ট, সজল দীঘি, ময়ূরাক্ষী।
কিন্তু মেকী আব্রুর আন্তরাল উলঙ্গ হয়ে আছে বহুকাল
চোখে পড়েনি কোন কর্পোরেশনের
চোখে পড়েনি কোন ধর্ম সভার
চোখে পড়েনি শুশিলের উকিলের।
এড়িয়ে গেছে মাড়িয়ে গেছে একদম সবাই-
সাহেব পাড়ার লোক, বেশ্যা পাড়ার লোক
কর্ম পাড়ার লোক, ধর্ম পাড়ার লোক।

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৫

নীলসাধু বলেছেন: মন্তব্যে ভালো লাগা রইলো।
ধন্যবাদ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

বিজন রয় বলেছেন: আমিও তাই মনে করি। এই ব্লগ বা অনেক ব্লগারের সাথে আপনার যোগাযোগ হয় বা আছে বা প্রয়োজনে করতে হয়। তাই সবসময়ের একটা সম্পর্ক থেকেই যায়।

আর ফেসবুকের মাধ্যমে আপনার সম্পর্কে কিচুটা জানতেও পারি। আপনি, শিমুল আপা, মেঘফুল' 'এক রঙ্গা এক ঘুড়ি', ঘুড়ি স্কুল কিংবা বই প্রকাশনা। আপনি সারা বছর অনেক কাজে ব্যস্ত থাকেন।

তবে এই যে ব্লগে কয়েকদিন সময় দিচ্ছেন, এটা আমার খুব ভালো লাগছে। এটা আমার তো বটেই ব্লগের জন্যও একটি বড় পাওনা। আর আমি সবসময় সকলকে ব্লগে সময় দিতে বলি তাদের পোস্টে যেয়ে বিশেষ করে যারা অনেক দিন আসেনা।

এই জন্য জিজ্ঞেস করেছিলাম, ব্যাপার কি?

অনেক ধন্যবাদ আন্তরিক প্রতিউত্তর করার জন্য।
শুভকামনা নীলদা।

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৭

নীলসাধু বলেছেন: বিজন দা আপ্নি দেখি সব খবর রাখেন।
হু ফেসবুকে সরব। নানা হাবিজাবি কাজ করি, এইগুলো আসলে কাজ নয়।
আর ব্লগারদের অনেকের সাথেও আমি যুক্ত। এটা থেকেও সরতে পারিনি। তবে এখন শুধু কাজ করছি শিশুদের নিয়ে। আগামীতে আরো কিছু জাতীয়/আন্তর্জাতিক আয়োজনে কাজ করার সুযোগ হয়েছে, দেখাযাক দেশের শিশুদের কল্যাণের জন্য কিছু করে যেতে পারি কীনা। প্রকাশনা নিয়ে আমরা এখন অনেকটা ধীরস্থির। অহেতুক বিতর্ক তৈরি হয় এমন সবকিছু হতে নিজেকে সরিয়ে রাখতে চাই। বয়স হয়েহে, এখন আরাম আর শান্তিতে থাকতে চাই, নাহলে শিশুদের জন্য কাজ করার মুড টা থাকে না।

ভালো থাকবেন।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এযেনো স্বার্থপরতার এক প্রতিযোগিতা চলছে। আমরা এখন আর কেউ কারোর নয়।

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৯

নীলসাধু বলেছেন: জ্বি।
কে ভাবতে যায় বলুন?
কেউ না।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪১

জনারণ্যে একজন বলেছেন: কবিতার শিরোনাম দারুন পছন্দ হইছে।

ইয়ে, মানে, বলছিলুম কি ....সুগঠিত শরীরের উলঙ্গ মানুষটির উত্থিত পু*রু&সা %ঙ্গ দেখে, কোট-প্যান্ট পরা তথাকথিত ভদ্রলোকদের মধ্যে একজনও কি ঈর্ষান্বিত হননি?

অথবা মে বি ওনারা তাচ্ছিল্যের হাসি হেসে নিজের অক্ষমতা ঢেকে রাখার অক্ষম চেষ্টা করেছেন।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫

নীলসাধু বলেছেন: হা হা
এদিক দিয়েতো ভাবিনি।
দেখার নতুন ডাইমেনশন পাওয়া গেলো।

তবে এই ধরণের অনেকের সাথে তত্থাকথিত ভদ্রলোকেরা অনেক জায়গাতেই পেরে উঠে না। আপনি ভুল বলেননি। হা হা ,

টেক কেয়ার।

৭| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: ওই লোকটাই হচ্ছে আসল বীরপুরুষ, বাকি সব মেকি।

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৮

নীলসাধু বলেছেন: সঠিক।

৮| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫১

স্প্যানকড বলেছেন: শইলে আসলেই কারেন্ট বেশী !

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২০

নীলসাধু বলেছেন: হা হা

৯| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৯

আহমেদ জী এস বলেছেন: নীলসাধু,




রিক্সাওয়ালার মন্তব্যটাই জোশ......
বিজন রয় বলেছেন- ঘুণেধরা সমাজটাই তো উলঙ্গ।
মোগল সম্রাট এর মন্তব্যের কবিতাটি যথার্থ।

আপনার সুন্দর এই কবিতাটি সহ সব মিলিয়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর " উলঙ্গ রাজা" কবিতাটির কথা মনে হলো!

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

নীলসাধু বলেছেন: আপনার মন্তব্য ব্লগের একটী সিগ্নেচার ইস্যু গেছে আহমেদ জী এস ভাই।
জাস্ট গ্রেট।

মন্তব্য যে কতো সুলেখিত হতে পারে আপনার মন্তব্যে তা স্পষ্ট হয়।

শুভকামনা জানবেন।
ভয়ালও থাকুন।

১০| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: বহু বছর আগে একদিন আজিজ মার্কেটে বসেছিলাম কোন একটা কারনে। দ্বিতীয় তলার প্যাসেজে (বারান্দার মত) দাঁড়িয়ে এমনি এক উলঙ্গ বস্ত্রহীন একজনকে দেখেছিলাম। আনমনে হেটে যাচ্ছে, এলোমেলোভাবে বড় হয়ে যাওয়া বাদামী চুল, পুঁড়ে যাওয়া তামাটে গায়ের রং, ভীষণরকম শুকনো। এই লোক সেই-ই কিনা জানিনা। অবশ্য দেশে পাগলের অভাব নেই সেটাও একটা বিষয়। কবিতা ভালোলেগেছে, ধন্যবাদ।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

নীলসাধু বলেছেন: ধন্যবাদ।
হু শাহবাগ আজিজে এক পাগল কদিন ঘুরেছিল। আগে দেখা যেতো মাঝে মাঝে। এখন আর দেখা যায় না, হয়তো এই শহরে আর পাগলেরাও নিরাপদ বোধ করে না।

ভয়ালও থাকবেন। শুভেচ্ছা জানবেন।

১১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মুখোশপড়া এই সমাজে উলঙ্গ মানুশটা বেমানান !
............................................................................
সভ্যতার উচু সমাজে উলঙ্গ মানুষের মাঝে
আমরা বরং বেমানান !!!
তাদে র অর্থ বি ত্ত আর ক্ষমতার কাছে
আমরা সেজেছি পাগল !

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো স্বপ্নের শঙ্খচিল -
মন্তব্যে সহমত জানাই। পাগল সে নয়, আমরাই।


শুভকামনা নিরন্তর।

১২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

রানার ব্লগ বলেছেন: মানুষ তো উলংগোই। কেউ দেখে কেউ দেখে না।

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৯

নীলসাধু বলেছেন: জ্বি ঠিক বলেছেন।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ এরা কখনও শালার পুতের শইলে গরম বেশী এরকম শব্দ ব্যবহার করেন নাই।

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১১

নীলসাধু বলেছেন: হা হা

আপ্নে পড়তে আসছেন কবি নীলসাধুর কবিতা।
আর আলাপ দিতাসেন নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর আর জীবনানন্দ নিয়া।
কিছু বলার নাই।
শ্লীল ও অশ্লীলতা দুইটাই সাহিত্যের অংশ।
মনে করেন এটা অশ্লীল সাহিত্য,
ব্যাস ঝালেমা শেষ।

আর একটা উপদেশ দেই শুনুন, এইসব কুতর্কের অভ্যাস বাদ দিন। আপনি খুবই অদ্ভুত চরিত্রের মানুষ। স্বাভাবিক মানুষের মতোন ভাবতে শিখুন।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৭

সেলিম আনোয়ার বলেছেন: অশ্লীল মনে হয়নি। কবিতার আবেদনের কাছে অশ্লীলতা হার মেনেছে। এখানেই কবিতার সার্থকতা। আসলে কবিগণ সব পারেন।

যা সহজে বলা যায় না তাও কত সহজে
কবি তুমি কহ যে!!!


সুন্দর ।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

নীলসাধু বলেছেন: ওয়াহ, যথার্থ মন্তব্য করেছেন।


ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.