নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

কবি আল মাহমুদ এবং কবি নীলসাধু দুজনেই ব্রাহ্মনবাড়িয়ার মানুষ, তিতাস পাড়ের মানুষ।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫



কবিতা কেমন?
তার উত্তরে আসুন আমরা পড়ি কবি আল মাহমুদ এর কবিতা-


কবিতা এমন

কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান
আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি
পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন
আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–রাবেয়া রাবেয়া–
আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট!

কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী
কুয়াশায়-ঢাকা-পথ, ভোরের আজান কিম্বা নাড়ার দহন
পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ
মাছের আঁশটে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর
বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর।

কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর
ইস্কুল পালানো সভা, স্বাধীনতা, মিছিল, নিশান
চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে
নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা।

কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস
ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর
গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর
কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার।



এই কবিতা পড়ার পর কবিতা কি এই নিয়ে আর মনে কোন দ্বিধা থাকা উচিত নয়।
কবিতা এমনই।

এবার আসুন ভিন্ন দিকে যাই। কবি আল মাহমুদের অনেক কবিতাতেই নারী দেহের সৌন্দর্য, ভিন্ন ধরনের উপমা ও যৌনতা প্রকাশ পেয়েছে। তিনি নারীর নিসর্গ প্রেম ভালবাসায় কোন ধরনের কৃত্রিমতা বা রাখঢাকের খোলস নির্মাণ করেননি; বেশ স্পষ্ট ও নান্দনিক ভাবেই সে সব প্রকাশ করেছেন।

তারপর তুলতে চাও কামের প্রসঙ্গ যদি নারী
খেতের আড়ালে এসে নগ্ন করো যৌবন জরদ
শস্যের সপক্ষে থেকে যতটুকু অনুরাগ পারি
তারো বেশী ঢেলে দেবো আন্তরিক রতির দরদ
[সনেট, সোনালী কাবিন]
.
ত্রিকোণ আকারে যেন
ফাঁক হয়ে রয়েছে মৃন্ময়ী।
[প্রকৃতি, সোনালী কাবিন]
.
চরের মাটির মতো খুলে দাও শরীরের ভাজ
উগোল মাছের মতো খুলে দাও শরীরের ভাজ।
[আষাঢ়ের রাত: আরব্য রজনীর রাজহাঁস]
.
আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখো বুকের গঠন
লুকানো যায়না তবু অনিবার্য যৌবনের ফুল প্রতীকের মত যেন জেগে থাকে তোমার জঘন।
[অহোরাত্র: লোক লোকান্তর]

সাহিত্যে অশ্লীলতা নিয়ে কিছু লেখালেখি পড়ছিলাম; তা থেকেই এই পোষ্ট।
বলা হয়ে থাকে, ‘সোনালী কাবিন’ সমকালীন বাংলা কবিতার একটি বাঁকের নাম। আল মাহমুদ যদি শুধু এই একটিমাত্র কাব্যগ্রন্থও রেখে যেতেন, তাতেও বাংলা কবিতার রাজ্যে তিনি রাজা হয়ে থাকতেন।


অফ টপিক-
কবি আল মাহমুদ এবং কবি নীলসাধু দুজনেই ব্রাহ্মনবাড়িয়ার মানুষ, তিতাস পাড়ের মানুষ।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮

বাকপ্রবাস বলেছেন: আমরা কাপড় পরিধান করি কারণ কাপড় দিয়ে অশ্লিল আচ্ছাদন করি, কাপড়ের ভেতরে অশ্লিল। সাহিত্যে উপমা ব্যাবহার করে এভাবে অশ্লিলকে ঢেকে প্রকাশ করা হয়, ব্যাপারটা এমন।

ধন্যবাদ জানবেন নীলভাই। সুন্দর পোষ্ট

২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭

নীলসাধু বলেছেন: খুবই সত্য কথা বলেছেন।
ধন্যবাদ বাকপ্রবাস ভাই।

ভয়ালও থাকুন। শুভকামনা জানবেন।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩

পবন সরকার বলেছেন: দু'জনেই নদী পাড়ের মানুষ। কবি আল মাহমুদের একটা উপন্যাসে নদী পাড়ের জেলেদের কাহিনী আমার কাছে বাস্তব ঘটনার মতো মনে হয়েছিল। আমিও যমুনা নদীর পাড়ের মানুষ তবে নদীর খাড়ি শব্দটি ভুলেই গিয়েছিলাম উপন্যাস পড়েই সেটা আবার স্মরণে এসেছে।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪১

নীলসাধু বলেছেন: তার লেখয় বাংলাদেশ, বিশেষ করে গ্রামের নানা অনুষঙ্গ এসেছে।
আপনি উনার একতা গল্পের কথা বলছেন, যেখানে মেঘনা নদীর তীরের মানুষদের কথা আছে। নাম টা আমিও ভুলে গেছি, সেটি আমার প্রিয় একটি গল্প।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪২

স্বর্ণবন্ধন বলেছেন: আল মাহমুদের লেখায় স্পষ্টবাদিতা আছে। তার রূপকে ও প্রকৃতিতে স্পষ্টতার সৌন্দর্য আছে। ধন্যবাদ অসধারণ পংক্তিগুলো নিয়ে আলোচনা করার জন্য।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭

নীলসাধু বলেছেন: তিনি নানা কারণেই কবিদের মধ্যে অন্যতম একজন।
আমার চোখে সেরাদের একজন।

ভালো থাকবেন।
শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কবিদের অভাব নেই।
এত এত কবি চারিদিকে তবু নিজেকে নিজের পরিচয় দিতে হয় 'কবি' বলে। এটা দুঃখজনক।

আমার ড্রাইভার আর আল মাহমুদের বাড়ি পাশাপাশি। দুজনেই তিতাস পাড়ের মানুষ।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৪

নীলসাধু বলেছেন: এতো এতো মানূষ চারিদিকে, রাজীব নুর তবে আপনি কি মানুষ নাকি অন্য কিছু?
নাকি অনেক মানূষ বলে নিজেকে আর মানূষ বলবেন নাহ।

হা হা

আপ্নার ড্রাইভারের বাড়ি আর কবি আল মাহমুদ এর বাড়ি একই জায়গায় হলে সেই জায়গার কিছু আসে যায় না। যিনি ড্রাইভার তার প্রতি সম্মান শ্রদ্ধা লালন করুন রাজীব নুর।

গতোকাল বলেছিলাম আপনার এই কু তর্ক করার অভ্যাস বাদ দিন। আপনি এতে করে নিজেকেই ছোট করছেন।
আমার সাথে লাগতে এসে কোন ফায়দা নেই। পারবেন না। এট লিস্ট ব্লগে আমার বিরোধিতা করে কোন লাভ নেই। আপনার চেয়ে আরো অনেক বড় রথী মহারথী চেষ্টা করেছেন - কাজ হয়নি। আপনি এই বৃথা চেষ্টা বাদ দিন।

বোঝা গেছে?

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৭

ফেনা বলেছেন: "অফ টপিক-
কবি আল মাহমুদ এবং কবি নীলসাধু দুজনেই ব্রাহ্মনবাড়িয়ার মানুষ, তিতাস পাড়ের মানুষ। "

--- এই মহান মানুষগুলির জন্ম শহরে আমারও জন্ম। আমি এই নগণ্য মানুষ সেই জন্য নিজেকে ধন্য মনে করি।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

নীলসাধু বলেছেন: আহা কী আনন্দ আকাশে বাতাসে টাইপ অবস্থা দেখি।
আমি তো ভাবতাম ব্লগে আমার জেলার তেমন কেউ নেই।

টেক কেয়ার।
ভালো থাকবেন।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই আচানক ঘটনা!

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২০

নীলসাধু বলেছেন: হু। পানি খান। জিরান। নাইলে আবার হৃদস্পন্দন বেড়ে যাবে।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

স্প্যানকড বলেছেন: আল মাহমুদ আমার প্রিয় কবিদের মধ্যে একজন। খুব ভালো লিখেছেন। বাইরের ওরা আরও খোলামেলা লিখে। এ বিষয়ে আরও কিছু বলার ছিল সেগুলো আরেকদিন। তিতাস কি আগের মতন আছে? ভালো থাকবেন কবি :)

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

নীলসাধু বলেছেন: আরো কথা হবে।
তিতাস বর্ষায় ফুলেফেপে থাকে, অন্য সময় একটু নিস্তজতা আছে।
দুই পাড়ের মানূষ ইটের ভাটা ইত্যাদি ক্ষতি করছে নদীর।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৯

লেখার খাতা বলেছেন: লেখক বলেছেন,

আমার সাথে লাগতে এসে কোন ফায়দা নেই। পারবেন না। এট লিস্ট ব্লগে আমার বিরোধিতা করে কোন লাভ নেই। আপনার চেয়ে আরো অনেক বড় রথী মহারথী চেষ্টা করেছেন - কাজ হয়নি। আপনি এই বৃথা চেষ্টা বাদ দিন।

বোঝা গেছে?



ব্লগে এসেছে নতুন পীর
তাকে ছেড়ে দিতে হবে স্থান।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

নীলসাধু বলেছেন: তুমি নতুন, (কার নিক?) বাছা, তোমার জানা নেই ব্লগে আমাদের নতুন করে পীর হবার কুন দর্কার নাই। নতুন করে আরো পীর তৈরি হোক আমরা এটা চাই। তোমার মতোন নাম স্বর্বস্ব নিকের পেছনে যারা আছো তাদের নিয়ে আমাদের বিন্দুমাত্র ভাবনা নেই। তুমি অফ থাকো।

আমার ম্যাসেজ আমি সরাসরি আমার নাম, নিক থেকে দিচ্ছি। সাহস থাকলে নিজ নামে এসে নীলসাধুর পেছনে লেগে দেখ, পারো কিনা। আলাপ সিম্পল।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২২

কামাল১৮ বলেছেন: কবি আল মাহমুদের প্রথম জীবন আর শেষের দিকের জীবন এক রকম না।প্রথম জীবনে বামঘেষা ছিলেন শেষ জীবনে চরম ডান ঘেষা হয়ে যান।যেই জন্য কোন মহলই তাকে নিয়ে খুব একটা হৈচৈ করে না।আলোচনা থেকে তিনি হারিয়ে যান।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

নীলসাধু বলেছেন: জি। সঠিক। আমি আলোচনা করি।তাকে আলোচনায় না রেখে উপায় নেই। যতই আদর্শের কথা বলুন কবি আল মাহমুদ এর কথা আসবে। আমি নিজেও তার শেষ জীবনের অনেক কিছুর সাথেই চরম দ্বিমত পোষণ করি।

ধন্যবাদ।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রিয় কবি আল মাহমুদ । উভয়ে আমার প্রিয়তে রয়েছে।
তিতাস যে আমাদের অহংকার। আমিও যে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

নীলসাধু বলেছেন: বাহ, মাহমুদুর রহমান সুজন, আমরা তবে এক জায়গার।
হু তিতাস আমাদের অহংকার, আর কবিদের কথা বলতে গেলে আল মাহমুদের কথা না বললে কবিতা সম্পূর্ণ হবে না।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

নূর আলম হিরণ বলেছেন: কবি আল মাহমুদের যদি সমালোচনা করতে বলা হয় দুই চার লাইনে, কিভাবে করবেন?

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

নীলসাধু বলেছেন: তিনি কবি হিসেবে অন্যতম একজন।
সমালোচনা যদি করতে হয় তবে শেষ জীবনের আলাপ আদর্শ ইত্যাদি নিয়ে করা যায়। এ ছাড়া কবি হিসেবে তার সমালোচনার জায়গা নেই বললেই চলে। বরং বাংলা কবিতাকে ভিন্ন একটি অবস্থানে তুলে দেবার জন্য তাঁর প্রতি আলাদা ভাল লাগা কাজ করে।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৭

রানার ব্লগ বলেছেন: কবি আল মাহমুদ আমার প্রীয় কবি ।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪

নীলসাধু বলেছেন: আন্তরিক ধন্যবাদ রানার ব্লগ।
তিনি আমার প্রিয় কবিদের তালিকায় থাকা অন্যতম একজন।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি লাগতে যাবো কোন দুঃখে?
সেই ইচ্ছা আমার নাই। সময়ও নাই।

লাগতে হয় সমানে সমান। আপনি আমি সমান নই।
ভালো থাকুন। সৎ ও সঠিক পথে থাকুন।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭

নীলসাধু বলেছেন: দেখুন সময় করতে পারেন কীনা। আপনাকে আগ্রহী মনে হলো বলেই বলেছি। নানা পোষ্টে পায়ে পা দিয়ে মন্তব্য করছেন, গুরুর কাছে নসিহত দিচ্ছেন/নিচ্ছেন, আপনার নানা আঁকাবাঁকা মন্তব্য আমার চোখে পড়ছে রাজীব নুর।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.