নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫



আজ সন্ধ্যায় জাতীয় জাদুঘরে, দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

জমজমাট আয়োজনে দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল। গতকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মিলনায়তনের বড়পর্দায় দেখানো হয় ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজমের সিনেমা ‘ফেরেশতে’। প্রদর্শনীর আগে মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।



দেশ-বিদেশের আড়াই শতাধিক সিনেমা নিয়ে এ উৎসবের আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি। রাজধানীর আটটি মিলনায়তনে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত বিনা মূল্যে দেখানো হবে সিনেমাগুলো।

৯ দিনব্যাপী এ উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবে প্রতিদিন ঢাকার জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও ফরেন সার্ভিস একাডেমিতে বিনা মূল্যে দেশি ও বিদেশি সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকেরা।



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

নয়ন বড়ুয়া বলেছেন: এই তো দেখি চমৎকার সব আয়োজন...

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫

নীলসাধু বলেছেন: হু। এটা ঢাকায় বেশ সাড়া ফেলে। টানা চলে। ৪টি লোকেশনে অনেকেই সিনেমা দেখে এই কদিন।

২| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



অর্থমন্ত্রীর বক্তব্য কেমন লাগলো?

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬

নীলসাধু বলেছেন: আমি সিনেমা দেখসি, আড্ডা টাড্ডা দিসি অনুষ্ঠানে ছিলাম না।

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

কালো যাদুকর বলেছেন: অর্থ মন্ত্রী মহাদয় কি চলচিত্রের উন্নয়নে অর্থ জোগান দেবেন? দেশের চলচিত্রে অনেক উন্নয়ন দরকার। তবেই তো "অশনি সংকেতের" মত ছবি হবে। এখন তো তেমন ভাল ছবি হচ্ছে না, নানা করনে। অর্থ সহায়তা একটি বড় কারন মনে হয়।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

নীলসাধু বলেছেন: চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াবে, দর্শক হিসেবে আমাদের চাওয়া এটাই।
সিনেমাশিল্প সুস্থ সুন্দর শৈল্পিক বিনোদন জোগাবে এই প্রত্যাশা।

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২২

বিজন রয় বলেছেন: দেশে চলচ্চিত্র উন্নয়নে সরকার কোনো কাজ করেন না।
এই জন্য জিরো আলম তৈরি হয়।

এই উৎসব করে কেবল সান্ত্বনা খোঁজা।
তারপরও উৎসবের সফলতা কামনা করি।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২

নীলসাধু বলেছেন: সব কাজ সরকারের উপর চাপিয়ে দেয়ার যৌক্তিকতা নেই। আমি আপনি আমরা কার কাজ কে কতটুকু করছি সেটাও বিবেচনায় নিতে হবে। সরকার সিনেমা নির্মাণে অনুদান দিচ্ছে, আরও নানা কিছু করছে।
যাইহোক সেইসব ভিন্ন আলাপ।

ধন্যবাদ জানবেন।

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: এইসব অনুষ্ঠানে আজকাল মানুষ যায়? কাদের হাতে এত সময়?

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৯

নীলসাধু বলেছেন: চলচ্চিত্র নাটক গান গল্প কবিতা যারা শোনে না তারা কোন পদের মানুষ তা আপনার মন্তব্যে স্পষ্ট।

বোঝা যাচ্ছে, ডাক্তার দেখাননি; মানসিক সমস্যা নিয়ে আর কতোদিন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.