নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

বইমেলায় আসুন, হৈচৈ আনন্দ আড্ডা নয় শুধু, বইয়ের সাথে থাকুন, বই পড়ুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯



আমার বেশিরভাগ বইয়ের প্রকাশক এক রঙা এক ঘুড়ি প্রকাশনী
এ ছাড়া নির্বাচিত কবিতার বই কূর্চি এবং রোদছায়ার গল্প বইটি করেছিল শ্রাবণ প্রকাশনী
'নগরে সাধু'- মুক্তগদ্যের বইটি করেছে প্রিয় খোকা ভাইয়ের প্রকাশনা সংস্থা বিদ্যাপ্রকাশ
টোকিও বুকফেয়ার থেকে ফিরে যে ভ্রমণকাহিনী লিখেছি তা প্রকাশ করেছি ঘুড়ি থেকেই। আরও কিছু বই প্রকাশ করেছে ভিন্ন কিছু প্রকাশনা সংস্থা যার মুদ্রিত কপি আর নেই।

আমার লেখালিখি যাদের প্রিয় তারা উল্লেখিত স্টলে ( এক রঙা এক ঘুড়ি প্রকাশনী স্টল নাম্বার ৫৮৪ শ্রাবণ প্রকাশনী স্টল নাম্বার ৪৬৩-৪৬৫ বিদ্যাপ্রকাশ স্টল নাম্বার ৩২৬-৩২৯ ) গেলে প্রকাশিত বইগুলো সংগ্রহ করতে পারবেন।

এখন আমি কবি বা লেখক হিসেবে বইমেলায় যাই না, যাই প্রকাশক হিসেবে। যতোক্ষণ লিটলম্যাগ চত্বরে থাকি ততক্ষণ আমি মেঘফুল এর সম্পাদক হিসেবেই থাকি।
এর বাইরেও বইমেলায় আমি নানা স্টলে যাই, বই দেখি। কাগজের মান, বইয়ের বাধাঁই ইত্যাদি দেখি। অন্যান্য প্রকাশনা সংস্থার বই ঘাটাঘাটি করে তাদের প্রকাশনা, পরিকল্পনা এইসব বোঝার চেষ্টা করি।
এর মাঝেই নানা মানুষের সাথে দেখা হয়। কেউ আমাকে দেখার জন্য আসে, আড্ডা দিতে আসে। অনেককে আবার আমি গিয়ে দেখে আসি, এভাবেই মেলার সময়টা কাটে।
শুক্রবার শনিবার ফাল্গুন একুশ ইত্যাদি বিশেষ দিনে একটা জ্যামপ্যাক অবস্থায় থাকি। সেই দিনগুলোতে মহা ব্যস্ত সময় যায়। এ ছাড়া প্রকাশনা আয়োজন, টিভি ইন্টারভিউ, মোড়ক উন্মোচন ইত্যাদিতেও একটা সময় বরাদ্ধ থাকে।
বইমেলায় বিকাশ, ব্যাগ, গেস্ট, লাঞ্চ, কফি, সিগারেট, আড্ডার পাশাপশি সারাক্ষণ যা নিয়ে আমরা থাকি তা হলো বই, বই এবং বই। এ কারণেই সকল কিছু তুচ্ছ মনে হয়। বইয়ের প্রতি আজন্ম ভালোবাসা যাদের আছে তারা তাই বইমেলার দিনগুলোতে সবচেয়ে আনন্দে থাকে। এই আনন্দ শুধু বইপ্রেমিকেরা অনুভব করতে পারেন, আর কেউ নয়।

বইমেলায় আসুন, হৈচৈ আনন্দ আড্ডা নয় শুধু, বইয়ের সাথে থাকুন।
বই পড়ুন।
.
নীলসাধু
সম্পাদক মেঘফুল
প্রকাশক এক রঙা এক ঘুড়ি প্রকাশনী
সদস্য সচিব বাংলাদেশ লেখক পাঠক প্রকাশক পরিষদ
আহবায়ক লিটলম্যাগ সম্পাদক পরিষদ

#বইমেলা২০২৪

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ কামনা সবসময় দাদা...
যাওয়ার প্ল্যান ২০ তারিখের পর...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

নীলসাধু বলেছেন: গ্রেট।
ইনশাআল্লাহ দেখা হবে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দেখা করব আপনার সাথে বইমেলায় গেলে।

ভাই বইমেলায় তো সিগারেট নিয়ে ঢুকতে দেয় না৷ চোরা পদ্ধতিটা কী?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০

নীলসাধু বলেছেন: মেলায় আসলে ইনশাআল্লাহ দেখা হবে।
আমাদের কিছুটা ভাবসাব আছে, সারা বছরতো আমরা এই এলাকাতে থাকি। বরং পুলিশ যারা আসে মেলায় তারাই নতুন- হা হা । প্রকাশক যেহেতু তাই পুলিশ আমাদের কে কিছুটা সুযোগ সুবিধা দেয়। অন্যান্যরা গেলে লুকিয়ে নেয়, এই আর কি।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৬

আরইউ বলেছেন:




আপনি লিখেছেনঃ বইমেলায় বিকাশ, ব্যাগ, গেস্ট, লাঞ্চ, কফি, সিগারেট, আড্ডার পাশাপশি সারাক্ষণ যা নিয়ে আমরা থাকি তা হলো বই, বই এবং বই।

মন্তব্য ২ এ রিয়াদ এর তথ্যের সূত্র ধরে জানলাম বইমেলায় সিগেরেট নিষেধ!

আপনার মন্তব্যের জবাবে জানলাম আপনারা যারা প্রভাবশালী—সারা বছর এলাকাতে থাকেন, মানে ওটা আপনাদেরই নিজস্ব এলাকা; আপনারা প্রকাশক মানে সাধারণের চেয়ে আপনারা ভিন্ন (আপনি নিজেই বলেছেন আপনাদের ভাবসাব আছে)। কিন্তু যদি ধুমপান নিষেধই হয় আপনি যাই হোন না কেন আপনি অন্যায় করছেন। একজন অন্যায়কারী অন্যের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মোরাল হাই গ্রাউন্ড হারিয়ে ফেলে। আপনার মত একজন শিক্ষিত মানুষ অন্যায় করে তা ব্লগে এভাবে প্রকাশ করছেন দেখে অবাক হলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৭

নীলসাধু বলেছেন: আপনি দেখি ইতিহাস রচনা করে ফেলেছেন।
বাব্বাহ।
হা হা। এতো চাপ নিয়েন না।
সিগারেত নিয়ে মেলায় ঢুকে অনেকেই। সেটা এবারেই প্রথম তা নয়। এর আগের বছরেও ছিল আগামীতেও থাকবে। আর্মি স্টেডিয়ামে যে কনসার্ট হয় সেখানেও চার ধাপে সিকিউরিটি চেক হয় তারপরেও সবাই কনসার্টে সিগারেট খায়। ধুমপান যারা করে তারা একটা ব্যবস্থা করে নেয়। এটা এমন কোন বিষয় নয়। যাই হোক আর কে কি করছে, বা কি করা উচিৎ বা অনুচিত এই চিন্তারও দর্কার নাই। নিজের কাজ করুন।
ধন্যবাদ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি গেলে হয়ত বন্ধের দিনেই যাব। সেক্ষেত্রে আপনাকে কোথায় পাওয়া যাবে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৯

নীলসাধু বলেছেন: ঘুড়িতে গেলে পাবেন। লিটলম্যাগে পাবেন। আমরা এই ব্লগের ব্লগাররা গেট টুগেদার করি একপদিন, সেদিন আসতে পারেন। দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনার নাম কী?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০০

নীলসাধু বলেছেন: কইতারিনা।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৩

আরইউ বলেছেন:



কারা কী করেছে তার ফিরিস্তি আপনার কাছে চাইনি, জনাব! আপনি নামের পরে এতগুলো পদবী বসিয়েছেন, এত এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন কোথায় আপনি/আপনারা আইন কীভাবে প্রয়োগ করতে হয় তা নিশ্চিত করবেন তা না করে নিজেই আইন ভাঙছেন, আবার সেটা নিয়ে বড়াই করছেন। বাহ, চমৎকার!!

বাংলাদেশের দূর্নীতি সূচকে এত খারাপ অবস্থা কেন জানেন? আপনার মত লোকজনের জন্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১০

নীলসাধু বলেছেন: এর মাঝে দূর্নীতি সূচক চলে এলেও কীভাবে? এতো জ্ঞান আপনাদের?
জাতি ধন্য ভাই।
আমরা ধন্য।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২২

আরইউ বলেছেন:



আপনি একজন সম্পাদক, প্রকাশক; আপনি প্রতিষ্ঠানের সদস্য সচিব আরেকটার আহ্বায়ক। আপনার চিন্তা-ভাবনা-বোধ-বুদ্ধির গভীরতা এত কম হলেতো সমস্যা, জনাব!

আপনি একটা অন্যায়কে অন্যায়ই মনে করছেন। সিনা ফুলিয়ে বলছেন আপনাদের ভাবসাব আছে; আপনি ফিরিস্তি দিচ্ছেন কীভাবে অন্যরা কনসার্টে সিগেরেট নিয়ে যায় এসবের। এগুলো কোন ডিফেন্স হলো আপনার অন্যায়ের! একজন চোর আপনার মত মনে করে চুরি অন্যায় নয় দূর্নীতিগ্রস্ত একজন পুলিশ অফিসার আপনার মতই মনে করে ঘুষ খাওয়া অন্যায় নয়।

আপনি চাইলে আমি কীভাবে নিজে অপরাধ না করে একজন সুনাগরিক হওয়া যায় তা আপনাকে শেখাতে পারি। জাস্ট নিজের অন্যায়টা মেনে নিতে হবে প্রথমে; বাকীটা আমি আপনাকে শেখাবো, জনাব। শেখার ইচ্ছাটাই আসলে মুখ্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

নীলসাধু বলেছেন: আপনি ভুল জায়গায় নক করেছেন জনাব।
নিজে শিখুন, শিখতে থাকুন। ব্যস।

পোষ্টের এতোসব আলাপ থাকতে আপনার মতোণ অতি জ্ঞানী আলাপ করার ইস্যু যা বেছে নিয়েছেন তাতে স্পষ্ট আপনার পরিকল্পনা।
আমাকে শেখাতে হবে না। নিজের কাজ করুন। আল্লাহ হাফেজ।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০৫

জনারণ্যে একজন বলেছেন: @ নীলসাধু'র মনে হয় বেশ সুপারিওরিটি কমপ্লেক্স আছে।

চাইলেই অবশ্য ওটাকে বেলুনের মতো হাওয়া বের করে চুপসে দেয়া যায়, তবে নিজেকে নিয়ে যদি কেউ গর্ববোধ করে পশ্চাৎদেশ ফুলিয়ে হাঁটে, তাকে হাঁটতে দেয়া হোক।

আরইউ এর বক্তব্য খুবই সাধারণ। আপনি বুঝতে পেরেও খোঁড়া অজুহাত দিয়ে, তির্যক প্রতিমন্তব্য করে নিজের করা অন্যায় কে জাস্টিফাই করতে চাচ্ছেন। ভুল যেহেতু করেছেন - "দুঃখিত" বলে কিন্তু খুব সহজেই ব্যাপারটা মিটিয়ে নেয়া যেত।

দুঃখজনক ব্যাপার হলো - আপনার মতো এই ধরণের মানুষ দিয়েই দেশ আজ ভরা। এই মানুষগুলির যোগ্যতা মনে করেন খুবই কম, অযোগ্যতাই বেশি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১০

নীলসাধু বলেছেন: নীলসাধুকে বা যে কাউকে আপনি চিনতে হলে তার কাছে যান, মিশুন, কথা বলুন। তারপর তার সম্পর্কে মন্তব্য করা যায়। তার আগে নয়। দুখিত বলতে আমার কোন সমস্যা নেই। সেটার জন্য পরিবেশটাও দর্কার হয়। একজনের মন্তব্যে তার ইচ্ছে আগ্রহের জায়গা স্পষ্ট হয়। আমরা ব্লগিং করি, আমরাও এই জগতের মানুষ। যার সাথে আমার জীবনে কপ্তহা হয়নি, যার সাথে আমার চেনাজানা নেই সে আমার সম্পর্কে কী মনে করলো তা নিয়ে আমি ভাবি না। আপনি যে হাওয়ার কথা বলেছেন তা ছুটিয়ে দিতে পারে সবাই। আপনি একা নন। বোঝা গেছে?

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কবে গেট টুগেদার হয় অবশ্যই জানাবেন। যাব।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আপনি সম্পাদক, আপনি প্রকাশক, আপনি সদস্য সচিব, আপনি আহবায়ক। আপনি অনেক কিছু। মাশাল্লাহ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১১

নীলসাধু বলেছেন: আরো আছে।
হাহা
সব দিলে অক্কা পাবেন। কাজ করলে দায়িত্ব আসবেই।
নিজেও সমাজ সংসার তথা দেশের জন্য কাজ করতে চেষ্টা করুন। মনের অসুখ বিসুখ সারাতে ডাক্তার দেখান।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১

সামরিন হক বলেছেন: অভিনন্দন রইল।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

নীল আকাশ বলেছেন: 'এক রঙ্গা এক ঘুড়ি' থেকে আমার প্রথম উপন্যাস 'শবনম' প্রকাশিত হয়েছিল ২০২০ সালে।
এটার প্রতি আমার আলাদা একটা টান আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.