নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

বেল ফুল এনে দাও চাই না বকুল চাই না হেনা, আনো আমের মুকুল।

১৭ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৫২



বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল।
.
এটি আমাদের প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গানের প্রথম দু লাইন। সেই গানে তিনি পরে বলেছেন গোলাপ বড়ই গরবী ফুল, তার দরকার নেই প্রয়োজনে করবী হলেও হবে।
ফুল নিয়ে নানা আলাপের পরে সব সবশেষে কাজী সাহেব বলছেন,
"চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল"
আহা প্রেমিকার কি অভিমান।
কী অশেষ প্রেম।

বেশ কিছু অসাধারণ ফুলেদের সাথে এখানে একমাত্র মুকুল হিসেবে আমের মুকুলের কথা কেন বললেন কবি?
আমের মুকুল ফুলের চেয়েও মোহন, সুন্দর!
তার একটি বিশেষ ঘ্রাণ আছে। সবুজ পাতার মাঝে সোনালী লাল হাল্কা সবুজ আভায় এই মুকুল রঙ ও দ্যুতি ছড়ায়, চোখকে আরাম দেয়। এর ঘ্রাণে বিহবলতা তৈরি হয়।
স্নিগ্ধ প্রকৃতিতে ঝিরিঝিরি ভাব, নরোম রোদ আর বসন্তের মদির হাওয়া— সবমিলিয়ে আমের মুকুল হয়ে ওঠে ফুলের চেয়ে অনিন্দ্য, সুন্দরম।
তাইতো জাতীয় কবির এই গানে অনেক ফুলের সাথে উল্লেখ্য হিসেবে যুক্ত হয়েছে আমের মুকুলের কথা।
আমার কাছেও আমের মুকুল বিশেষ প্রিয়। নগরে খুব বেশি দেখা না গেলেও যেখানে গাছ-গাছালি, সবুজ আছে ফল ফলাদির গাছ আছে সেখানে দেখা মিলবে আমের মুকুলের।


নীলসাধু
পোষ্টের ছবিগুলো নেট থেকে নেয়া।







মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.