নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোস্তফা কামাল বিপ্লব

মানুষ মানুষের জন্য

মোস্তফা কামাল বিপ্লব০০৭

মানুষ মানুষের জন্য

মোস্তফা কামাল বিপ্লব০০৭ › বিস্তারিত পোস্টঃ

তুমি ছুঁয়ে দিলে তাই/মোস্তফা কামাল বিপ্লব

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৫

তুমি ছুঁয়ে দিলে তাই
মোস্তফা কামাল বিপ্লব

তুমি ছুঁয়ে দিলে তাই
আকাশের কোণে গামলার মতো চাঁদ,
পৃথিবীর বুকে জোছনায় ঢাকা রাত।
সাগরের কোলে মমতায় ভেজা জল
পুকুরের জলে শাপলার শতদল।

তুমি ছুঁয়ে দিলে তাই
বিকেলের গায়ে গোধূলীর আলো
নদীটার বুক জলে টলোমলো,
সরিসার ক্ষেতে ভোমরার দল
হলুদের যত দাগ,
আর সন্ধ্যা তারার ঝলকানিতে
রাত্রীর অনুরাগ।

তুমি ছুঁয়ে দিলে তাই
সন্ধ্যার বুকে ঝিঁঝিঁ পোকাদের ডাক
আঙিনার কোণে আম গাছটায় মৌমাছিদের চাক।

তুমি ছুঁয়ে দিলে তাই
আমি বাংলার
আমি বাংলার কথা, বাংলার সুরে, বাংলার লয়ে গাই
আর বাংলার বুকে বাংলার চোখে শুধু মিশে যেতে চাই।

তুমি ছুঁয়ে দিলে তাই
ল বুকের রক্ত মেখে
রক্তিম হলো কৃষ্ণচূঁড়ার ডাল,
আর সবুজের বুকে জেগে উঠে এলো
সূর্যের মতো লাল।

তুমি ছুঁয়ে দিল তাই
বাবার আদর স্নেহগুলো সোনার পরশ পেল
আর মায়ের বুকে কোমলমতি সোহাগ ছড়ালো।

তুমি ছুঁয়ে দিলে তাই
জয়ের নেশায় ভাইয়ের কঠিন সংগ্রাম করার হাত
বোনের শুভ্র মায়ায় জড়ানো লাল শাড়িটার পাড়।

তুমি ছুঁয়ে দিলে তাই
আমি পায়রার মতো উদ্দাম
আর ঝঞ্ঝার মতো চঞ্চল।

ও আমার বাংলাদেশ
শুধু তোমায় ভালোবেসে যেন
জীবন আমার হয় রে শেষ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪২

নিলু বলেছেন: লিখে যান

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৭

পরিশেষের অপেক্ষায় বলেছেন: লিখে যান। আপনি পারবেন ...
শুভকামনা রইল....

ও আমার বাংলাদেশ
শুধু তোমায় ভালোবেসে যেন
জীবন আমার হয় রে শেষ।

ভালো লাগল

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

মোস্তফা কামাল বিপ্লব০০৭ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.