|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নতুন
নতুন
	ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
অনেকেই বলে থাকে যে আগের দিনে মানুষ অনেক লম্বা ছিলো... এখন খাটো হয়ে যাচ্ছে...অনেকে বলে থাকেন আদম আ: ৮০-৯০ ফুট লম্বা ছিলেন... সত্যিই কি সেই রকমের লম্বা মানুষ হতে পারে? 
কিছুদিন আগে সৌদিতে এক জামা বানিয়েছিল এক লোক কারন হাদিসে এসেছে... তিনি ৬০ কিবাত বা ৯০ফুট লম্বা ছিলেন... 
 
শ্রীলংকাতে এডামস পিক বলে একটা পাহাড়ের চুড়ায় একটা পাথরে পায়ের ছাপের মতন আছে যেটা বুদ্ধর পায়ের ছাপ মনে করে এবং অনেক মুসলিমরা এটাকে আদম আ: এর পায়ের ছাপ বলে বিশ্বাস করে...  
  
বিশ্বাস সকল ধমের মুল মন্ত্র... তাই ধামিকরা যৌক্তিক ভাবনার চেয়ে বিশ্বাসের উপরেই বেশি আস্থারাখে। 
এই সুযোগই যে ধান্দাবাজেরা নেয় সেটা অন্ধধামিকরা বোঝে না। 
অনেক নবীর মাজার আছে যেটা অস্বাবিক রকমের লম্বা... হাজারো মানুষ সেই মাজারে যায় এবং জিয়ারত করে, মানত ও হয়তো করে.. কিন্তু কেউই একটা যৌক্তিক প্রশ্ন করেনা্, যে এতো লম্বা কি কোন মানুষ হতে পারে?  
   
   
   
 
ওমানের সালালা স্হানে ইমরান আ: এর মাজার বলে থাকে  স্হানীয়রা।
https://www.youtube.com/watch?v=T2OhDd1nqgM
 
ইসলামের অনেক নবী এবং সাহাবার কবরের ছবি দাবীকরা একটি ভিডিও
https://www.youtube.com/watch?v=gMltnhXlRr0
যদি কোন মানুষ ৯০ ফিট লম্বা হয় তবে তার শরীর কিন্তু সেই অনুপাতে চওড়া হবে তাই না? তাহলে যখন কবর দেবে তখন অবশ্যই পুরো কবরের জায়গাটুকু ঘিরে দেবে যাতে তার শরীরে উপরে কেউ হাটতে না পরে... কিন্তু উপরে যেই ছবি আছে তাতে ৫০-৬০ ফুট লম্বা করবের প্রস্হে ৫-৭ ফুট... তাহলে এতো লম্বা কিন্তু এতো কম চওড়া তো সাভাবিক কোন মানুষ হতে পারে না তাই না? 
আমার বন্ধু গত বছর ওমানের এই কবরটা দেখে আমাকে এই কথাই বলেছিলেন... তিনিও বিশ্বাসী...কিন্তু তার মনেও এই প্রশ্নটা এসেছে... 
মানুষ আসলে কতটুকু লম্বা হতে পারে::-- 
ইতিহাসে এযাব সবচেয়ে লম্বা মানুষ ছিলেন ৮ফুট ১১.১ইন্চি লম্বা নাম Robert Pershing Wadlow (USA) (born 6:30 a.m. at Alton, Illinois, USA on 22 February 1918)।উনি মাত্র ২২ বছর বয়সে মারা গিয়েছিলেন.  
  
দেখা গেছে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষই মানুষের বেশির ভাগই  ৫০ বছর বয়সের আগে মারা গেছে এবং বেশির ভাগই মারা গেছে হৃদযন্ত্রের কাজ বন্ধ হবার কারনে। 
https://gizmodo.com/why-do-giant-people-die-so-young-1792820899 
কারন লম্বা হবার কারনে হৃদপিন্ডকে বেশি কাজ করতে হয়, অনেক লম্বা লোক ডায়াবেটিকসে ভোগে... আর লম্বা হলে তার শরীর চওড়াও হবে তার অথ` ওজন বেশি হবে। 
এতো গেলো ৭-৮  ফুট লম্বা মানুষের কাহিনি... এখন আসেন ৮০-৯০ ফুট লম্বা মানুষ.... এটা কি আসলেই সম্ভব?????? 
মানুষ যত লম্বা হবে তার ওজনও তত বাড়তে থাকবে... তখন তার বাড়তি ওজন বহনের জন্য আমাদের মতন হাড়ের পক্ষে সম্ভব হবেনা। 
লম্বা হবার সাথে সাথে তার শরীরের আয়াতনও বাড়বে... যেটাকে বলে স্কয়ার কিউব ল.. Click This Link   
  
এখন যেহেতু মানুষের আকার লম্বা এবং দুই পায়ে শরীরের ওজন বহন করে তখন ৯০ ফুল লম্বা মানুষের সেই ওজন বহনের জন্য কি আমাদের মতন পা বা হাড় তা বহন করতে পারবে?? পারবেনা।  
 
আমাদের শরীরের ওজন বাড়লে হাটুর জোড়ার কাটিলেজের উপরে চাপ পরে এবং সমস্যার সৃস্টি হয়...   
 
তাই অত বড় ওজন ওয়ালা শরীরের জন্য যেই রকমের হাড়ের কাঠামো দরকার হবে সেটাকে তখন মানুষ বলা যাবেনা দানব বলতে হবে... 
তারপরে আসবে সেই মানুষের হৃদপিন্ড... মানুষের ৫ লিটারের মতন রক্ত থাকে এবং সেটার ২০% মাথায় পাম্প করে... 
তাই ৮০-৯০ ফুট লম্বা মানুষের জন্য কত বড় হৃদপিন্ড দরকার হবে??মানব শরীরের ৭% রক্ত থাকে... তবে ৮০-৯০ ফুট মানুষের শরীরের ৭% অনুযায়ী রক্তের জন্য অনেক বড় হৃদপিন্ড দরকার হবে। 
জিরাফ অনেক লম্বা তার হৃদপিন্দ অনেক বড়...  
 
এটা হাতির হৃদপিন্ড...  
  
 এটা নীলতিমির  >> দুইটা বাচ্চা হাতির মতন নীলতিমির হৃদপিন্ড... 
  
মানুষেরও এই রকমের অনেক বড় হৃদপিন্ড দরকার হবে... সাথে আছে লিভার,মস্তিক্স,ফুসফুস,কিডনি,পরিপাকতন্ত্র, এবং  তাই সব মিলিয়ে অত লম্বা মানুষের ওজন কত হবে??
 তাই সব মিলিয়ে অত লম্বা মানুষের ওজন কত হবে?? 
এতো ওজন নিয়ে কোন মানুষ সাভাবিক কাজ করতে পারবেনা। আমরাই ৭০-৮০ কেজি ওজন হলে গোড়ালী,হাটুতে ব্যাথার সমস্যায় ভুগি কারন হাটুর উপরের ওজন কিন্তু সবই দুই হাটুর কাটিলেজই সামলায়... 
তাই ৮০-৯০ ফুট মানুষ আমাদের মতন সাভাবিক জীবন জাপন করতে পারবেনা। 
তাই ৮০-৯০ ফুট লম্বা মানুষ কখনোই মানুষ হতে পারেনা। বড় জোর গড়ে ৭ফুট পযন্ত হতে পারে মানুষ। 
কারন আসলে মানুষের গড় উচ্চতা গত ১৫০ বছরে ৪ ইন্চি বেড়েছে।  
 
এই পোস্ট পরার পরে অনেকেই অনেক বড় বড় কঙ্কালের ছবি কমেন্টে দেবেন কারন আপনি বিশ্বাস করেন যে অনেক বড় মানুষের কংকাল আপনি নেটে দেখেছেন... তার একটা আমিই দিলাম...  
 
এই রকমের কিছু ছবি ইন্টারনেটে আছে.... সেই গুলি ভুয়া... একটা গ্রাফিসডিজাইনের প্রতিযোগিতায় এই গুলি মানুষ বানিয়েছিলো... যদি বিশ্বাস না হয় তবে বলবেন লিংক দেবো। 
এই বিষয়ে আরো জানতে হলে নেটে অনেক ভিডিও পাবেন.... 
একজন মানুষ কতটুকু লম্বা হতে পারে? এই সম্পকে আরো বিস্তারিত আলোচনা এখানে আছে:
https://gizmodo.com/5994755/how-tall-can-a-human-get
 ৯২ টি
    	৯২ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪০
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪০
নতুন বলেছেন: কিছু মানুষ যুক্তি দিয়েও প্রমানের চেস্টা করবে যে ৯০ ফুট মানুষ সম্ভব.... আর মানুষ সেই আকার থেকে আজকের মতন হয়েছে।
২|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  ভোর ৫:৪১
১৫ ই জানুয়ারি, ২০১৮  ভোর ৫:৪১
এ আর ১৫ বলেছেন: ঈমাণদার বিবর্তনবাদ বিরোধী মোমেনদের কাছে প্রশ্ন।,,,,, ৯০ ফুট লম্বা মানুষ কি ভাবে বিবর্তন ছাড়া ৫ ফুট সাইজে নেমে আসললো
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৫
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৫
নতুন বলেছেন: এটা একটা ভুল ধারনা... অনেকে মনে করে কোরানে আছে যে মানুষ লম্বা এবং ৯০০-১০০০ বছরের ছিলো... কিন্তু আদও কি কোরানে এই রকমের কিছু আছে??? 
যদি না থাকে তবে কোথায় পেল এই বিশ্বাস? হাদিসের কথা আর কোরানের কথার সত্যতার ওজন এক না!! 
অনেক ভুয়া হাদিস আছে... যেটা যৌক্তিক না।
৩|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:১১
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:১১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তথাকথিত মুমিনরা "বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর" নীতিতে বিশ্বাসী; এসব ওদের মগজে ঢুকবে না।
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৮
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৮
নতুন বলেছেন: কিন্তু বিশ্বাসের সুযোগ নিয়ে যে অনেক ভুয়া জিনিস সমাজে প্রচলন হয়ে গেছে সেটা তো দেখতে পারে?
৪|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৩১
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৩১
আটলান্টিক বলেছেন: "আগের মানুষরা যে লম্বা ছিল শুধু তা নয় তারা বাঁচতোও কয়েকশো বছর" এমনটাই অনেকে বিশ্বাস করে।আসলেই কি তারা কয়েকশো বছর বাঁচতো?
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৩
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৩
নতুন বলেছেন: সেই রকমের প্রমান কোথাও নেই।
৫|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:২০
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:২০
গরল বলেছেন: প্রাচীন যুগে মানুষ এখনকার মানুষে চেয়ে খাট ছিল এবং আয়ুও অনেক কম ছিল।
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৪
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৪
নতুন বলেছেন: অবশ্যই গড় আয়ু কম ছিলে... কারন শিশু মৃত্যু এবং মানুষ রোগ ও অন্যান্য কারনে অল্প বয়সে মারা যেত...
৬|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৫
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুধু যুক্তি দিয়ে সবকিছু অস্বীকার করার কোন মানে নেই। আল্লাহ পারেনা এমন কোন কাজ নেই। আগের মানুষ লম্বা ও হায়াত ছিল বেশি তা কোরআন দ্বারা প্রমানিত। 
কোন কোন নবী ও তার কওম ৯০০/১০০০ বছরও বেঁচে থাকতো। কেউ যদি ৯০০ বছর বাঁচে ওবে আদম (সঃ) ৬০/৯০ ফুট লম্বা ছিলেন সেটা মানতে সমস্যা কোথায় ?
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৩৯
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৩৯
নতুন বলেছেন: আপনি বললেন যে কোরান দ্বারা প্রমানিত<<< 
কিছু আয়াতের কথা বলবেন প্লিজ যেখানে মানুষের ৯০০-১০০০ বছরের কথা বলা আছে?
৭|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:০৭
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
কিছু ধার্মিকেরা এই ব্যাপার গুলো টেনে লম্বা করে। তারা বুঝেও না বুঝার ভান করে।
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৬
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৬
নতুন বলেছেন: হুম...এবং তারা ব্যক্তিগত আক্রমন করে । আর কেন জানি রেগে যায়... বুঝতে চায় না এবং বোঝাতেও চায়না।
৮|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:১৩
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:১৩
উদুম্ভূত বলেছেন: এইবিষয়ে এর আগেও ব্লগে ইন্টারেস্টিং একটা ক্যাচাল হয়েছিল, নিচের লেখাটা পড়ে দেখতে পারেন:
ব্লগীয় পাতি-নাস্তিকদের বিজ্ঞান বিষয়ক পীর "হোরাস মামা" যেভাবে ধরা খাইলেন।  
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৫৫
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৫৫
নতুন বলেছেন: হোরাসের পোস্টি সেই সময় দেখেছিলাম কিনা খেয়াল নাই। হয়তো আমি দেশে ছিলাম ছুটিতে... 
হোরাসের পোস্টে কিছু জিনিস নিয়ে আলোচনা হয়েছে যেটা একটু আজাইরা প্যাচালের মতন... 
মুল বিষয়টা হলো ৯০ ফুট লম্বা মানুষের সব কিছুই স্কেল আপ করলে যেই পরিমান বড় একটা মানুষ হবে তাকে আজকের দিনের মানুষের সাথে তুলনা করলে মানুষ বলবেন কি??? 
 হোরাস সেই জিনসটাই বলতে চেয়েছে যে ৯০ ফুট মানুষ হওয়া অসম্ভব.... কারন বড় হতে হলে যেই সমস্যা আসে সেটার জন্য ৯০ ফুট মানুষ সম্ভবনা। 
আর কয়েকজন আলোচনা করলো যে ৯০ ফুট মানুষের হাড়ও সেই রকমের শক্ত হবে যাতে তার হাটলে সে ভেঙ্গে পড়বেনা।  
 
আমি দেখিয়েছি যে ৯০ ফুট হতে হলে আপনার কতবড় হৃদপিন্ড,ফুসফুস,হাড়, থাকতে হবে... যেটা অবশ্যই অস্বাবিক এবং দুনিয়াতে ৯০ ফুট লম্বা দানবীয় শরির নিয়ে চলা সম্ভবনা। 
৯|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:২৩
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: পোষ্ট পড়লাম কিন্তু ফিনিশিংটা কি ঠিক বুঝতে পারলাম না।
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৫৬
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৫৬
নতুন বলেছেন: কিছু মানুষ নেটের দানবিয় কংকালের ছবি দিয়ে বলে এটা প্রমান...সেটা ফেক তাই উ্ল্লেখ করে দিয়েছে।
১০|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:২৮
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:২৮
রুরু বলেছেন: এ আর ১৫ বলেছেন: ঈমাণদার বিবর্তনবাদ বিরোধী মোমেনদের কাছে প্রশ্ন।,,,,, ৯০ ফুট লম্বা মানুষ কি ভাবে বিবর্তন ছাড়া ৫ ফুট সাইজে নেমে আসলল
চিন্তার বিষয়।।
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৫৮
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৫৮
নতুন বলেছেন: ৯০ ফুট মানুষ কিভাবে দৈনন্দিক কাজ করবে সেটা ভেবে দেখে না। 
১১|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৭
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৭
উদুম্ভূত বলেছেন: ৮ নাম্বার কমেন্টের উল্লখিত লেখা না পড়েই যারা মন্তব্য করছেন, তারা নিম্নস্তরের বুদ্ধিবৃত্তি সম্পন্ন। নাস্তিকদের বুদ্ধির কোয়ালিটি আগেও খারাপ ছিল, কিন্তু এখন একেবারে তলানিতে ঠেকেছে।
১২|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৪৬
১৫ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৪৬
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কুফরী পোস্ট দিয়েছেন জনাব!! কেতাবে লেখা আছে , বিশ্বাস করতে হবে , পিরিয়ড ! টারজান ০০০৭ চাপাতি হাতে এলো বলে .......ইয়ে ফালাইতে !!
১৩|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:১৩
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
বিশ্বাসে মিলায় বস্তু,
তর্কে বহুদূর।
বিশ্বাস করা না করা
যার যার ব্যক্তিগত ব্যাপার।
তবে কারো ধর্মীয় অনভূতিত
আঘাত দিতে হয় না। থাকুকন
যে যার বিশ্বাস নিয়ে।
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
১৫ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
নতুন বলেছেন: নূর মোহাম্মাদ ভাই... 
এখানে তো কারুর ধমীয় অনভুতিতে আঘাত দেইনাই।
কিছু ভ্রান্ত বিশ্বাসকে দেখানোর চেস্টা করেছি।
১৪|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৮
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৮
ধ্রুবক আলো বলেছেন: আদম (আঃ) যখন পৃথিবীতে অবতরণ করেন, তার যে পায়ের ছাপটা যেখানে পরে জায়গাটা এখনও সংরক্ষণ করা আছে, জায়গাটা শ্রীলংকার একটা পাহাড়ে চূড়ার দিকে, আমি একটা অনুষ্ঠানে দেখেছি চ্যানেল এই তে। পায়ের ছাপটার আনুমানিক মাপ দৈর্ঘ্য ৫ফিট, চওড়া ২.৬ ফিট। 
এছাড়া যেই ছবিগুলো দিয়েছেন সেগুলো নিছক ফেসবুকে লাইক পাওয়ার জন্য এরকম বানিয়ে ছেড়ে দেয় এক প্রকার ভণ্ডামি আরকি।
বনি ইসরাইলের আমলের মানুষেরা দীর্ঘকৃতির হতো, দীর্ঘ আয়ূরও হতো। এটাতো সবারই জানা, এর অনেক প্রমান আছে। 
আপনি বলেছেন ১৫০ বছরে মানুষের দৈর্ঘ্য ৪ ইঞ্চি বেড়েছে। সেটা ঠিক আছে মানলাম। কিন্তু পৃথিবীতে মানুষ তো ১৫০বছর ধরে বাস করছে না। আপনি আরও গভীর ভাবে গবেষণা করুন। আরেকটু ডিপ চিন্তা করুন।
আর আপনি তো এলিয়েন তারপর ডাইনোসর এক সময় ছিলো বিশ্বাস করেন, তাহলে আগেরকার দিনের মানুষ দীর্ঘ আকৃতির মানে অনেক উঁচু লম্বা ছিলো সেটা বিশ্বাস করেন না কেন।
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:০৬
১৫ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:০৬
নতুন বলেছেন: শ্রী লংকার শ্রীপদ এবং অন্য ছবি গুলি বাস্তব মাজারের ছবি। আমার বন্ধু নিজে ওমানের মাজারে গিয়েছে তার ভিডিও আমি দেখেছি। 
হুম এই রকমের অনেক ভুয়া ছবি আছে আর বিশ্বাসীরা সেটা বিশ্বাস করে নেয় সহজেই.... আমি সেটাই বলেছি। 
আমি ডাইনোসরে বিশ্বাস করি কারন আমি ফসিল দেখেছি... এলিয়ান থাকতে পারে সেটা যৌক্তিক তাই মনে করি হয়তো সম্ভব। 
কিন্তু ৯০ফুট মানুষ হতে হলে যেই রকমের বড় হতে হবে সেটা রকমের মানুষের জীবন যাপন সম্ভবনা।
১৫|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫২
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫২
ধ্রুবক আলো বলেছেন: ৬ নং প্রতিউত্তরের উত্তরে বলি, কোরআনে কোথাও ৯০০/১০০০ বেঁচে ছিলো এরকম আমার জানা মতে নেই। তবে এটা সত্য বনি ইসরাইলের আমলের মানুষেরা ১৪০০ বছর বয়সে বালেগ হতো। এটা আমি কয়েকজন বাংলাদেশি আলেমের কাছে শুনেছি। ইসলামিক ইতিহাস ঘাটলে পাওয়া যায়।
১৬|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৬
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৬
কাউয়ার জাত বলেছেন: মি. নতুন, আপনি কি কুরআনে সন্দেহাতীতভাবে বিশ্বাস করেন?
পোস্ট দেখেতো মনে হয়না। আপনিতো সেই বিখ্যাত ব্লগার যে কিনা সেক্স শেখার জন্য পর্ন ভিডিও দেখা গুরুত্বপূর্ণ মনে করে।
অযথা কুরআনের রেফারেন্স চাচ্ছেন কেন? তারপরেও দিচ্ছি-
And We certainly sent Noah to his people, and he remained among them a thousand years minus fifty years, and the flood seized them while they were wrongdoers. ২৯:১৪
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:১১
১৫ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:১১
নতুন বলেছেন: হে আমি বলেছি স্বামী স্ত্রী অবশ্যই পণ`ভিডিও দেখতেই পারে তাতে ক্ষতির কিছু নাই। 
ধন্যবাদ রেফারেন্সের জন্য... এটা জানা ছিলো না।
১৭|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
১৫ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
তারেক ফাহিম বলেছেন: সকল ধর্মের মূলে রয়েছে বিশ্বাস সহমত।
তবে কোরআন এ প্রসঙ্গে কী বলে?
  ১৫ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৩
১৫ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৩
নতুন বলেছেন: আমি এখনো পাইনাই যে কোথাও ৮০-৯০ ফুট মানুষর কথা আছে... 
উপরে কাউয়ার জাত রেফারেন্স দিয়েছেন যে  নুহ আ: এর বয়স ৯৫০ বছরের কথা উল্লেখ আছে... সুরা ২৯:১৪
১৮|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ৮:৫৮
১৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ৮:৫৮
তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: হে আমি বলেছি স্বামী স্ত্রী অবশ্যই পণ`ভিডিও দেখতেই পারে তাতে ক্ষতির কিছু নাই। 
আজ আপনার সম্পর্কে  পরিস্কার ধারণা পেলাম। 
  ১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:২২
১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:২২
নতুন বলেছেন:  ভাই পরিস্কার কি ধারনা পেলেন একটু যদি বলতেন?
 ভাই পরিস্কার কি ধারনা পেলেন একটু যদি বলতেন? 
আর একটা জিনিস দিয়েই কখনো কাউকে জাজ করা ঠিক না।
১৯|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩০
১৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩০
আবু তালেব শেখ বলেছেন: শ্রীলংকাতে এডামস পিক বলে একটা পাহাড়ের চুড়ায় একটা পাথরে পায়ের ছাপের মতন আছে যেটা বুদ্ধর পায়ের ছাপ এবং অনেক মুসলিমরা এটাকে আদম আ: এর পায়ের ছাপ বলে বিশ্বাস কর,,,,,,,,,,,,,
,,,,,,,
আপনি কিভাবে নিশ্চিত হলেন এটা বুদ্ধের পায়ের??? বুদ্ধের যদি হয় তাহলে এটার নাম অ্যাডাম পিক কেন? 
আপনার লেখায় যথেষ্ট একপাক্ষিক মনে হচ্ছে।
  ১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৫৭
১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৫৭
নতুন বলেছেন: ভাইজান যদি ভাল করে পরেন তবে বুঝতে পারবেন আমি কি লিখেছি  
 
আমি কথাও বলিনাই এটা বুদ্ধের পায়ের ছাপ.... ( এটা শ্রীলংকার বুদ্ধিস্টরা বলে থাকে...এটা তাদের বিশ্বাস...) আমার মতে এটা হয়তো মানুষের ছাপের মতন একটা কিছু নয়তো বানানো হয়েছে... অবশ্যই বুদ্ধোর হতে পারেনা। 
গৌতম বৌদ্ধ Gautama Buddha (c. 563 BCE/480 BCE – c. 483 BCE/400 BCE) জন্ম গ্রহন করেছিলেন। আমাদের রাসুল থেকে খুব বেশি দিন আগে নয়। তখন মানুষ আমাদের মতনই ছিলো... তাই এই পায়ের ছাপ বুদ্ধার না। আর অনেকে ধারনা করে তিনি ৩ বার শ্রীলংকা গিয়েছিলেন... 
আমার লেখা ভন্ডামীর বিপক্ষে...অন্ধবিশ্বাসের বিপক্ষে আর যৌক্তিক ভাবনার পক্ষে...
  ১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:০০
১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:০০
নতুন বলেছেন: সরি আমার ভুল ছিলো... ''যেটা বুদ্ধর পায়ের ছাপ মনে করে হবে''..
২০|  ১৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ১১:২১
১৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ১১:২১
প্রামানিক বলেছেন: অজানা কিছু নিয়ে জানার আগ্রহ আছে তবে অযৌক্তিকভাবে নয়।
  ১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:১৮
১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:১৮
নতুন বলেছেন: প্রামানিক ভাই আমি তো অযৌক্তিক কিছুই লিখিনাই... শুধু কিছু তথ্য একত্র করেছি
৯০ ফুট লম্বা মানুষ হতে হলে... বড় হাড়, বড় হাট`,বড় কিডনি,ফুসফুস দরকার হবে..অত বড় শরীরর অনেক খাদ্যের প্রয়োজন হবে.... সেই রকমের বড় শরীর নিয়ে সাভাবিক জীবন জাপন অসম্বব... 
এটা কি অযৌক্তিক ভাবনা? নাকি ৯০ ফুট মানুষের প্রমান ছাড়াই বিশ্বাস করা?
২১|  ১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৩৪
১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখককে আরও ভালভাবে জেনেশুনে লেখার জন্য অনুরোধ করছি। তা নাহলে অযথা ক্যাচাল বাধার সম্ভাবনা আছে।
  ১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:০১
১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:০১
নতুন বলেছেন: আমার জানার বাইরে যেই তথ্য আছে সেটা এখানে যোগ করুন তবে লেখাটা আরো সমৃদ্ধ হবে... আমি যতটুকু যেনেছে তার আলোকেই এই লেখা...
২২|  ১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:০৩
১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:০৩
সচেতনহ্যাপী বলেছেন: একধরনের বিশ্বাসের কাছে মানুষ যুক্তিহীন!!
  ১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:২১
১৬ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:২১
নতুন বলেছেন: সেই সুযোগই কিন্তু আমাদের দেশের বাটপারেরা নিচ্ছে.... 
মাজার,ওরস,খেদমত,তাবিজ,ঝাড়-ফু,মারফতী,তরিকা,পীর,মুরিদ,জ্বীনতাড়ানো,ঘরবন্ধ,দেওচালান,জ্বীনের মাধ্যমে কাজ করানো... 
বত`মানে যোগ হয়েছে ধমের নামে মানুষ হত্য.... সবই কিন্তু এই অন্ধবিশ্বাসকেই পুজি করে প্রসার হয়।
২৩|  ১৬ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৯
১৬ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন: 
মানুষ আবির্ভাব মাত্র সেদিন, আড়াই কোটি বছর আগের।
ডায়নেসর বিলুপ্ত হয়েছিল ১২ কোটি বছর আগে,এরপরও এদের কংকাল পাওয়া পাওয়া যাচ্ছে। কিন্তু -
এযাবৎ বর্তমান মানুষের চেয়ে লম্বা কোন কংকাল ফসিল পাওয়া যায়নি।
যেসব বড় কবর আরবে দেখা যায় সেগুলো সম্ভবত গণকবর।
  ১৬ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৪৬
১৬ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৪৬
নতুন বলেছেন: অনেক সময় একজন পীর বা সন্মানিত কেউ মারা গেলে তার পায়ের নিচের স্হানে তার সন্তান বা ঐ মাজারের খাদেম ও হয়তো কবর দিয়েছিলো... সেই ভাবেই অনেক বছরে অনেক লম্বা হয়েছে কবর। 
ফসিল রেকড অনেকেই বিশ্বাস করেনা। কিন্তু ৯০ফুট মানুষ বিশ্বাস করে..
২৪|  ১৬ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৮
১৬ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৮
সুমন কর বলেছেন: কিছু জায়গায় বা প্রশ্নে মানুষ নীরব।।।
  ২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪১
২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪১
নতুন বলেছেন: হুম কবি অনেক প্রশ্নেই নীরব হয়ে যায়। 
২৫|  ১৭ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:২২
১৭ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:২২
জোকস বলেছেন: কেউ যদি বলে আদম ৬০ হাত লম্বা ছিল!
তাহলে আমার প্রশ্ন-
সেটা কার হাতের মাপ?
যদি আদমের হয়, তাহলে ৬০ হাত মানুসের হাত হবে প্রায় ২০ ফুট লম্বা। 
আর যদি বর্তমান সময়ের মানুসের হাত হয় তাওলে ওই সময়ে কিভাবে জানত।
বিবি হাওয়া কত ফুট লম্বা ছিল জানতে মুঞ্চায়   
 
  ১৭ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৫১
১৭ ই জানুয়ারি, ২০১৮  রাত ১২:৫১
নতুন বলেছেন: হাতের হিসাবে আমাদের হাত ১৮ ইন্চির হিসাবে... 
বিবি হাওয়াও অবশ্যই একই রকমের ছিলো... 
তার মানে বিশ্বাসটা হলো... যখন মানুষ দুনিয়াতে আসে..তখন মানুষ ৯০ ফুট লম্বা ছিল.... আস্তে আস্তে ছোট হয়ে এখনকার মতন হয়েছে...
২৬|  ১৭ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:০৯
১৭ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:০৯
জোকস বলেছেন: গত ১৫০ বছরে মানুষ যদি ৪ইঞ্চি বাড়ে সেই হিসাবে তো আদম ছিল ১ ইঞ্চি লম্বা  
  ১৭ ই জানুয়ারি, ২০১৮  রাত ২:০৬
১৭ ই জানুয়ারি, ২০১৮  রাত ২:০৬
নতুন বলেছেন: মানুষের গড় উচ্চতা বেড়েছে গত ১৫০ বছরে ৪ইন্চি... 
প্রতি ১৫০ বছরে বেড়েছে তা তো বলেনাই... 
এখন মানুষের মৃত্যুর হার কমেছে... স্বাস্হসেবার মান বেড়েছে... এবং বিভিন্ন জাতির মাঝে বিয়ের হার বেরেছে... তাই এটা হয়েছে..
২৭|  ১৭ ই জানুয়ারি, ২০১৮  রাত ৩:২৮
১৭ ই জানুয়ারি, ২০১৮  রাত ৩:২৮
মলাসইলমুইনা বলেছেন: এই ব্যাপারগুলোকে ইসলামের ফান্ডামেন্টাল হিসেবে মনে করছেন কেন ? কোরানতো বলেনি আদম (সাঃ) কত লম্বা ছিল | মানুষের বিশ্বাসের প্রথাগুলো দিয়ে বা মানুষের বলা দিয়েতো কোরানকে সন্দেহযুক্ত করা  বা তার  বিশ্বাসযোগ্যতাকে শর্তযুক্ত করা যায় না |  ইসলামের প্রথম যুগের পর থেকেই কিছু ইসলামিক স্কলার জু আর খ্রিস্টান সোর্সগুলো ব্যবহার করছেন অনেক কিছুর রেফারেন্স দিতে | সে থেকেই অনেক প্রচলিত কথা আমাদের দেশের মাওলানা সাহেবেরা বলেন | অনেক ক্ষেত্রেই তাই ভুলও বলেন |  
হাদিসের বর্ণনাকারীদের চেইনের বিশ্বাস যোগ্যতার ভিত্তিতেই হাদিস সহীহ বলা হয় | সেখানে অনেকে অনিচ্ছায়কৃত তথ্যগত ভুল বর্ণনাকারীদের চেইন থেকে হতে পারে | সেটা যাচাই করার মত বৈজ্ঞানিক তথ্য ও সুযোগ প্রথম যুগেরমুসলিম স্কলারদের না থাকায় তারা চেইন ঠিক থাকলেই হাদিস বাতিল ঘোষণা করেন নি | কিন্তু তাই বলে সেই সব হাদিস অবিকৃত ভাবে বর্ণনা করা হয়েছে তাতো নয় | ঈমান আকিদাগত বিষয়গুলো ব্যাড দিতে হবে এই বর্ণনা থেকে কারণ সেগুলো সাহাবী তাবেয়ীরা দৈনন্দিন জীবনে পলিন করতেন |তাই সেই বিষয়গুলো সন্দেহের অনেক উর্ধে |
আল্লাহ আদম (সাঃ) কে সৃষ্টি করেছেন বেহেস্তে | সেখানকার প্রাকৃতিক অবস্থার কোনো বর্ণনাতো আমাদের কাছে নেই | ওই পরিবেশে একজন মানুষের দৈহিক অবস্থা কেমন হবে সেটার কোনো তথ্যতো আমাদের নেই | যেমন বেহেস্তের গাছ সম্পর্কে বলা হয়েছে একটা গাছ এমন হবে যে একশো বছর ঘোড়া ছুটিয়েও সেটার ছায়া পার হওয়া আজবে না | দুটি তথ্যের মধ্যে কিন্তু মিল আছে | মানুষের আর গাছের আকৃতিগত ব্যাপারে পৃথিবীর কথা যদি আমরা চিন্তা করি !  আমরা জিনেটিক স্পেসিফিকেশনের ভিতিত্তে বলতে পারি এখোনকা রমানুষের আকার আকৃতি কেমন ছিল | আদম (সাঃ) তো কোনো জিন উত্তরাধিকার সূত্রে পাও নি | টার জয়ন্ত এখনকার মানুষের জিনের সাথে না মেলার কথা | এখন এই তথ্যগুলো মিথ্যে প্রমান করতে হলে বেহেস্তের গ্রাভিটি, জলবায়ুর কেমিক্যাল কম্পোজিশনের তথ্য লাগবে |সেই স্পেসিফিক তথ্য ছাড়া সেখানে হওয়া কিছুকে পৃথিবীর অবস্থা চিন্তা করে ডেফিনিটলি নালিফাই করার যুক্তি খুব শক্তিশালী মনে হয় না আমার কাছে বিজ্ঞানিক ভাবে | বড়োজোর মিথ্যে সন্দেহ করা যেতে পারে |
  ১৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:৩০
১৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:৩০
নতুন বলেছেন: আপনার সাথে অনেকটাই সহমত.... 
আমাদের দেশের মানুষের অনেকই বিশ্বাস কিন্তু বাইবেলে,ওল্ডস্টেমেন্টের কাহিনার উপরে ভিক্তি করে... 
কোরানে কোথাও গন্দম,সাপ,আপেল এই সব নেই... কিন্তু আপনি যদি আপনার পরিচিত কাউকে জিঙ্গাসা করেন তিনি এই সব মিলিইয়েই সৃস্টির কাহিনি বলবে। 
আদম আ: যেহেতু মানুষ ছিলো... তাই তার আকার আমাদের মতনই ছিলো.... উপরে যেই রকমের লম্বা বলে আলোচনা করেছি সেটা যদি হয় তবে তত বড় মানুষ কিভাবে আজকের মানুষের মতন হলো?? এটা কিভাবে ব্যক্ষা করবেন?
২৮|  ১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৯
১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৯
ইমরান আশফাক বলেছেন: অনেকে বলে থাকে যে হযরত আদম (আ প্রায় আট হাজার বৎসর পূর্বে পৃথিবীতে আগমন করেছেন সেটা কোথা থেকে পেল জানতে ইচ্ছা করে। কারন কোরান ও হাদিস এ ব্যাপারে নিরব। বলা হয়ে থাকে এই পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী-রশুল দুনিয়াতে এসেছেন। অর্থাৎ প্রতিটা যুগে, গোত্রে এবং প্রতিটা জনপদে তাদের প্রেরন করা হয়েছিল। সেই হিসাবে তো পৃথিবীতে বনি আদমের আগমন লক্ষাধিক বৎসর আগে।
 প্রায় আট হাজার বৎসর পূর্বে পৃথিবীতে আগমন করেছেন সেটা কোথা থেকে পেল জানতে ইচ্ছা করে। কারন কোরান ও হাদিস এ ব্যাপারে নিরব। বলা হয়ে থাকে এই পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী-রশুল দুনিয়াতে এসেছেন। অর্থাৎ প্রতিটা যুগে, গোত্রে এবং প্রতিটা জনপদে তাদের প্রেরন করা হয়েছিল। সেই হিসাবে তো পৃথিবীতে বনি আদমের আগমন লক্ষাধিক বৎসর আগে। 
আদমের শরীরটা কত বড় হওয়া পর্যন্ত সহ্য করতে পারবে সেটা জানার আগে দেখি আগেরদিনের ডায়নাসরগুলি সর্বচ্চো কতটা লম্বা ছিল। ডিপ্লোডোকাস নামের একটি চতুস্পদি ডায়নাসরের ফসিল প্রায় ১০৮ ফুট লম্বা ও ৩৩ টন ওজন বিশিস্ট ছিল (প্রাপ্ত ফসিল মোতাবেক)। হৃৎপিন্ডের ওজন ছিল ১.৬ টন। সুতরং আদমের উচ্চতা ও ওজন নিয়ে বিজ্ঞানভিত্তিক কোন সমস্যা নেই  বিশ্বাসভিত্তিক সমস্যা ছাড়া।
  ১৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:৪০
১৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:৪০
নতুন বলেছেন: Diplodocus longus প্রজাতির একটা ডাইনোসরের ফসিল দেখার সুযোগ হয়েছে। 
https://www.youtube.com/watch?v=2PcLy0Y9Lzo 
এটা অবশ্যই লম্বা... এবং অনেক বড়... 
কিন্তু ৯০ ফুট লম্বা মানুষের জীবন কেমন হবে.... সেটা একটু ভেবে দেখুন... আপনি ভাবুন আপনি ৮ তলা বিল্ডিংএর মতন... 
কোন মানুষের উচ্চতা ৮০/৯০ ফুট লম্বা হতে পারেনা সেটাই বিজ্ঞানিক ভাবে  সবাই বলছে... নেটে খুজে দেখুন...এর পেছনের যুক্তিগুলি বোঝার চেস্টা করলে বিষয়টা পরিস্কার হবে... 
২৯|  ২০ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:২১
২০ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্মীয় আবেগ আর অন্ধ বিশ্বাসের কাছে কোন যুক্তি টিকে না। তারা সব মানে। বিশ্বাস থেকে সরে না।
  ২১ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪১
২১ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪১
নতুন বলেছেন: অন্ধবিশ্বাস ঠিকনা... এর কারনেই আমাদের দেশে ধমীয় ধান্দাবাজীর প্রসার বেশি...
৩০|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ২:২০
২৫ শে জানুয়ারি, ২০১৮  রাত ২:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: লম্বা-টম্বা নিয়ে চিন্তা করার সময় নাই। কাজ ভালো হলেই হলো, কিসসা খতম।  
৩১|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৫:৫৯
২৫ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৫:৫৯
পলাতক মুর্গ বলেছেন: হোরাসের সাথে কাকপাখির আলোচনা পড়লাম, বুঝা যাচ্ছে ব্যাপক ফাইট হয়েছিল তখন। বিষয়টি নিয়ে কাকপাখির কাছে ধরা খাওয়ার পর হোরাস কিছু ত্যানা প্যাচানো ছাড়া কোন কাউন্টার দিতে পারে নাই। মূল আলোচনা ছিল, "স্কয়ার কিউব ল" বা "স্কেল ল" নিয়ে। হোরাসের দাবি ছিল "স্কয়ার কিউব ল" মোতাবেক ৬০ হাত, মানে ৯০ ফুট লম্বা মানুষের অস্তিত্ব সম্ভব না। কারণ হিসাবে হোরাস নীচের দাবিগুলো করেছিল 
১। হাড়ের লোড ওজন নেয়ার ক্ষমতা এবং পেশীর শক্তি ক্রস সেকশনের সমানুপাতে বাড়বে, ফলে হাড় এবং পেশী শরীরের ওজন নিতে পারবে না। - কাকপাখি এই যুক্তি একেবারে অংক করে খন্ডন করে দেখায়।
২। শরীরের ভলিউমের সাথে তাল মিলিয়ে চামড়ার সারফেস এরিয়া না বাড়ার কারনে শরীরের ভিতরের তাপ বের হতে পারবে না, ফলে শরীরের ভিতরে তাপমাত্রা বাড়তে বাড়তে জ্বলন্ত চুল্লি হয়ে যাবে। - কাকপাখি এই যুক্তিও হিট ট্রান্সফারের সুত্রের মাধ্যমে ভূল প্রমাণ করে।
৩। ফুসফুসের ভিতরের সারফেস এরিয়া বর্গ হিসাবে বৃদ্ধি পাওয়ায়, ঘন হিসাবে বৃদ্ধি পাওয়া শরীরের জন্য যথেষ্ট পরিমানে অক্সিজেন সাপ্লাই দিতে পারবে না। - কাকপাখি এই যুক্তি অংক করে খন্ডন করে দেখায়, এই আলোচনার মূল অংশ সামুর গন্ডি পেরিয়ে একটি আন্তর্জাতিক ফোরাম পর্যন্ত গড়িয়েছিল।  
আপনি যদি আপনার পোষ্টের বিষয়বস্তু এসটাবলিশ করতে চান, তাহলে আগে আপনাকে কাকপাখির যুক্তিগুলো অংক করে খন্ডন করতে হবে। শুধু শুধু মুখের কথায় তালগাছ আমার দাবি করলে, লোকজন আপনাকে নিয়ে হাঁসবে।  
  ২৫ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৯
২৫ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৯
নতুন বলেছেন: ভাই ত্যানা প্যাচানো বা ধরা খাওয়ার বা কাউকে ধরানোর জন্য লিখিনাই। 
আর হাড়ের লোড, তাপমাত্রা,ফুসফুসের এরিয়া বিষয় গুলি শুধুই যুক্তি দিয়ে এসটাবলিশ করা যায়না। তার পেছনে গবেষনা দরকার। 
গবেষনা প্রমান ছাড়া অবশ্যই এই বষয়ে নিজের যুক্তি দেয়া ঠিক না। 
আমি আলোচনা করেছি যে ৮০-৯০ ফুট লম্বা মানুষ হতে হলে যেই পরিমান ওজন বা শরিরের অঙ্গপতঙ্গ যত বড় হবে সেটা নিয়ে কখনোই সাভাবিক মানুষের জীবন জাপন সম্ভবনা। 
আপনার যদি মনে হয় সম্ভব তাহলে আপনিই ঠিক.... আপনার তালগাছ নিয়ে আছে টানাটানি করবো না... 
৩২|  ২৫ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:০০
২৫ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:০০
জাহিদ  হাসান বলেছেন: চাঁদগাজী বলেছেন: সাধারণ মানুষ কোন কিছু লজিক্যালী ভাবতে চাহে না, তারা রূপকথা শুনতে ভালোবাসে। 
Absolutely Right ...
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:৩৩
২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:৩৩
নতুন বলেছেন: Absolutely Right ...
৩৩|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৭
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৭
বিজন রয় বলেছেন: মানুষের ভিতর কিছু অন্ধতা সবসময় কাজ করে।
কেমন আছেন?
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৬
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৬
নতুন বলেছেন: ভালো আছি ভাই। 
মানুষের উচিত আলো অনুসন্ধান করা। সত্য খুজে বের করার চেস্টা করা। গুজবে বিশ্বাস না করা।
৩৪|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৫৩
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৫৩
ন্যায়দন্ড বলেছেন: নতুন এলাম ব্লগে।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৭
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৭
নতুন বলেছেন: পড়ুন...লিখুন... হ্যাপী ব্লগিং।
৩৫|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:০১
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:০১
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: হায়রে কাফের নাস্তিকেরা! হায়রে যুক্তিবাদীরা! আর কতো তোরা মোযেজার অস্বীকার করবি???
  
   
   
 
ইয়াহুদী-খ্রিস্টানদের কাছ থেকে দু'পাতা বিজ্ঞান শিখে এদেশের পাতি নাস্তিক-মুনাফেকেরা কোরআনের জ্ঞানের ওপরে কথা বলার সাহস দেখায়! তারা আখিরাতের বদলে দুনিয়াবী জান্নাত চায়! তাদের কপালে ভোগান্তি অবধারিত!
  
 
আল্লাহ আলেম-ওলামাদের বাঁচানোর জন্য কতো নিদর্শন দেন! অথচ হতভাগারা আজ ইসলামের নামে ষড়যন্ত্রে লিপ্ত! তারা যুক্তি চায়!
আসুন ভাইসব, এসব নাস্তিক-অবিশ্বাসী বিজ্ঞানীদের পরিত্যাগ করি ও আলেমদের দ্বারস্থ হই।  সব গূঢ় জিনিসের ব্যপারে তাঁরা কোরআন থেকেই প্রমাণ ও রেফারেন্স দিতে সক্ষম। 
আর কমেন্টকারী কওমের রক্ষায় নিয়োজিত দ্বীনদার মুসল্লী ভাইদের কাছে অনুরোধ, কিছুদিন যাবত আমার কিন্ঞ্চিত সর্দিকাশিজনিত সমস্যা হচ্ছে। কোরআন থেকে এর কোনও ওষুধ দিতে পারবেন কেউ?
  ৩০ শে জানুয়ারি, ২০১৮  রাত ২:৩৪
৩০ শে জানুয়ারি, ২০১৮  রাত ২:৩৪
নতুন বলেছেন: ভাই ধামিকরা বিশ্বাস করে বেশি আর সেই সুযোগটাই ধান্দাবাজরা নেয়। 
উপরের ছবিগুলিও সেই সব ধান্দাবাজরাই বানিয়েছে ধমের নামে কিছু লাইক পাবার জন্য.... 
৩৬|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ২:৫৭
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ২:৫৭
শামিম অমি বলেছেন: দারুণ লিখেছেন ভাইয়া।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৬
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৬
নতুন বলেছেন: ধন্যবাদ...
৩৭|  ০৫ ই মার্চ, ২০১৮  সকাল ১১:০৮
০৫ ই মার্চ, ২০১৮  সকাল ১১:০৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো করে না জেনে কোন বিষয়ে কথা বলা ঠিক না।
  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৮:৪৩
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ৮:৪৩
নতুন বলেছেন: আপনি যদি ভালো করে জানেন তবে সবাইকে জানান। আমরা শিখতে পারবো।
৩৮|  ০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৩
০৭ ই মার্চ, ২০১৮  সকাল ১০:০৩
খায়রুল আহসান বলেছেন: বিশ্বাস ও বিজ্ঞান- এ দুটো সাংঘর্ষিক কিনা, তা নির্ভর করে জ্ঞানের পরিধির উপর। আপনি সমাজে প্রচলিত কিছু "অন্ধ বিশ্বাস" এর উপর আলোকপাত করেছেন, সেগুলো অন্ধ কিনা, তাও নির্ভর করবে বিশ্বাসীদের জ্ঞানের উপর। আর সেজন্যেই পবিত্র ক্বুর'আন মাজিদের প্রথম আয়াতটিই ছিল 'পড়া' অর্থাৎ জ্ঞান অন্বেষণের উপর গুরুত্ব আরোপ করে। 
কারো বিশ্বাসের প্রতি রূঢ় কটাক্ষ না করে বিশ্বাসের ভিত্তির জন্য যুক্তি অন্বেষণে আপনার এ প্রয়াস চালিয়ে যান। আপনার কিছু প্রতিমন্তব্যে মন্তব্যকারীর প্রতি আপনার সৌজন্য ও বিনয় প্রকাশ পেয়েছে, এটা দেখে ভাল লাগলো।  
চাঁদগাজী সাহেবের মন্তব্য -"সাধারণ মানুষ কোন কিছু লজিক্যালী ভাবতে চাহে না, তারা রূপকথা শুনতে ভালোবাসে" -   
 
অনেক ভুয়া হাদিস আছে... যেটা যৌক্তিক না (২ নং প্রতিমন্তব্য)- তা তো আছেই! 
আপনি নামে নতুন হলেও, সামুতে আদি যুগের মানুষ। সেই আদি যুগে আপনি কেমন ছিলেন, কেমন লিখতেন, সেটা দেখে এলাম এখানে দেয়া আপনার প্রথম পোস্টটাতে গিয়ে। সেখানে একটা মন্তব্যও রেখে এসেছি।
  ০৭ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:৩৯
০৭ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:৩৯
নতুন বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই। 
ব্লগ এখন নেশার মতন.... না লিখতে পারলেও পড়তে আসি প্রতিদিন। 
চেস্টা করি নতুন কিছু লিখতে বা মনের ভবনাগুলি সবার সাথে সেয়ার করে। 
ভাল থাকবেন... হ্যাপী ব্লগিং।
৩৯|  ১০ ই মার্চ, ২০১৮  রাত ৯:০০
১০ ই মার্চ, ২০১৮  রাত ৯:০০
মো ফরহাদ বলেছেন: আমার একটা জিনিস মাথায় ধরেনা, কোন বলদ এদের জন্ম দিয়েছে। কেন এরা বিশ্বাস করতে চায়না শুধই বৈজ্ঞানীক পদ্ধতী সকল ক্ষেত্রে কাজ করেনা। এটা একটা বস্তব ধর্মী কথা। যে টা হলো মানুষের দেহ কেবল বৈজ্ঞানীক পদ্ধতীতে গড়ে উঠে তা নয়, বৈজ্ঞানীক পদ্ধতীর কোন শাখায় বলবেন যে এই ব্যক্তি কিসের অনুসরন করে বেড়ে  উঠেছে- আমার একটা জিনিস মাথায় ধরেনা, কোন বলদ এদের জন্ম দিয়েছে। কেন এরা বিশ্বাস করতে চায়না শুধই বৈজ্ঞানীক পদ্ধতী সকল ক্ষেত্রে কাজ করেনা। এটা একটা বস্তব ধর্মী কথা। যে টা হলো মানুষের দেহ কেবল বৈজ্ঞানীক পদ্ধতীতে গড়ে উঠে তা নয়, বৈজ্ঞানীক পদ্ধতীর কোন শাখায় বলবেন যে এই ব্যক্তি কিসের অনুসরন করে বেড়ে  উঠেছে-   
 
আপনি কোন সূত্র অনুসারে গড়ে উঠেছে এই মানুষটি -আমার একটা জিনিস মাথায় ধরেনা, কোন বলদ এদের জন্ম দিয়েছে। কেন এরা বিশ্বাস করতে চায়না শুধই বৈজ্ঞানীক পদ্ধতী সকল ক্ষেত্রে কাজ করেনা। এটা একটা বস্তব ধর্মী কথা। যে টা হলো মানুষের দেহ কেবল বৈজ্ঞানীক পদ্ধতীতে গড়ে উঠে তা নয়, বৈজ্ঞানীক পদ্ধতীর কোন শাখায় বলবেন যে এই ব্যক্তি কিসের অনুসরন করে বেড়ে  উঠেছে- আমার একটা জিনিস মাথায় ধরেনা, কোন বলদ এদের জন্ম দিয়েছে। কেন এরা বিশ্বাস করতে চায়না শুধই বৈজ্ঞানীক পদ্ধতী সকল ক্ষেত্রে কাজ করেনা। এটা একটা বস্তব ধর্মী কথা। যে টা হলো মানুষের দেহ কেবল বৈজ্ঞানীক পদ্ধতীতে গড়ে উঠে তা নয়, বৈজ্ঞানীক পদ্ধতীর কোন শাখায় বলবেন যে এই ব্যক্তি কিসের অনুসরন করে বেড়ে  উঠেছে-   
 
আপনি বলেন তো কোন সূত্র অনুসারে গড়ে উঠেছে এই মানুষটি -  
 
আমি অবাস্তব বা বানানো কিছু দিবনা।  কারণ আমি তা পছন্দ করিনা। 
কোন সূত্র থেকে পেয়েছেন যে একটা লোকের হাতের আঙ্গুল ১১,১২ টি, 
কোন সূত্রে পেয়েছেন যে একটা লোকের তিন টা হাত আছে । কখনো বিজ্ঞান দিয়ে ধর্ম চলেনা ধর্ম দিয়ে বিজ্ঞান চলেনা। ওকে ??? যদি কখনো এভবে কথা পোষ্ট করেন ভেবে নিয়েন আপনাকে ডাক্তার দেখানো উচিৎ,। যদি ধর্ম নাই মানেন তাহলে আপনি মরে যাওয়ার পর আপনাকে কি করা হবে ?
  ১৩ ই মার্চ, ২০১৮  রাত ১০:১৫
১৩ ই মার্চ, ২০১৮  রাত ১০:১৫
নতুন বলেছেন: ভাই আপনি ডাক্তার দেখানোর কথা বললেন ভালো.... এই ১২ বছরের ব্লগের সময়ে কেউই বলেনাই। 
আর আপনি যে মানুষের ছবিটা দিয়েছেন তা কি বুঝে দিয়েছেন? আমার ব্লগটাকি আপনি ভালো করে পড়েছেন? নাকি শুধুই বিষয়ের উপরেই মন্তব্য করেছেন??? 
উপরের যেই মানুষের ছবিটা দিলেন তিনি কি স্বাভাবিক জীবন জাপন করতে পারে? তিনি কতদিন বাচবেন? তিনি কতটা সুস্হ? 
এটা কি জানেন??? কোন আইডিয়া আছে উপরের আপনার দেওয়া মানুষটি কি করে? কিভাবে বেচে আছে?
উনি তো খুব বেশি বড় না ৮০-৯০ফুট লম্বা মানুষের তুলনায়.... এই বেশি ওজনের মানুষগুলিই যদি স্বাভাবিক জীবন জাপন করতে না পারে তবে ৮০ ফুট মানুষ কমনে দুনিয়াতে স্বাভাবিক জীবন জাপন করতে পারবে সেটা আপনি বুঝতে পারবেন বলে আমি আশাবাদী না। 
https://www.google.com/search?tbm=isch&q=heaviest+human+in+earth&chips=q:heaviest+human+in+earth,online_chips:fattest+people&sa=X&ved=0ahUKEwjJweCE2OnZAhVFM48KHS0oDHsQ4lYIKygH&biw=1366&bih=637&dpr=1
৪০|  ০৩ রা এপ্রিল, ২০১৮  রাত ১:২৭
০৩ রা এপ্রিল, ২০১৮  রাত ১:২৭
সমুদ্র শাঁচি বলেছেন: বুঝতে চাহিনা আমি বাস্তবতাকে বিশ্বাসের মাঝে আমি মরিবার চাই  
  ০৭ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৫১
০৭ ই এপ্রিল, ২০১৮  দুপুর ১২:৫১
নতুন বলেছেন: হুম... বাস্তবতাকে মেনে নিতে চায়না অনেকেই।
৪১|  ০৪ ঠা এপ্রিল, ২০১৮  সকাল ১১:৪৫
০৪ ঠা এপ্রিল, ২০১৮  সকাল ১১:৪৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: লজিক্যাল পোস্ট ।
৪২|  ০৫ ই মে, ২০১৮  রাত ১০:০৭
০৫ ই মে, ২০১৮  রাত ১০:০৭
কীট পতঙ্গ বলেছেন: মানুষের আকৃতিকে জ্যামিতিক ভাবে পরিমাপ করা কি যৌক্তিক! যার একটি সৃষ্টি কর্তা প্রদত্ত আর অপরপটি মানুষের আবিষ্কার,দৈর্ঘ্য এত হলে প্রস্ত এত হবে এটা কই পাইলেন? বিকলাঙ্গ শিশুদের ক্ষেত্রে কি বলবেন!! ৩০ দিনের একটা মুরগির গায়ে মাংস হয় ২কেজি, আর ১ বছরের একটা মুরগির মাংস হয় ১কেজি! দুইটায় তো মুরগি!
  ০৫ ই মে, ২০১৮  রাত ১০:২৫
০৫ ই মে, ২০১৮  রাত ১০:২৫
নতুন বলেছেন: ভাই আপনি কি জীবনে কখনো ডাক্তারের কাছে গিয়েছিলেন? 
ডাক্তারা মানুষকে চিকিতসা করে কারন মানুষের শরিরও নিয়ম মেনে চলে... তাই তার চিকিতসা করা যায়। 
আপনি কি স্কয়ার কিউব ল সম্পকে জানেন... একটু পড়ে দেখুন তবে বুঝতে পারবেন যে মানুষ ৮০ হাত লম্বা হতে হলে তাকে ঐ রকমের স্কেলে বড় হতে হবে। তখন সেটা অসম্ভব হয়ে পড়বে বেচে থাকা। 
আর আপনি যদি  মনে করেন সম্ভব তবে তালগাল আপনার.... আমি তক` করতে যাবো না।
৪৩|  ০৬ ই মে, ২০১৮  বিকাল ৫:০০
০৬ ই মে, ২০১৮  বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে আর আগের মতো ব্লগে দেখা যায় না ।
খবর কি??? ভালো আছেন নিশ্চায়ই। 
  ০৬ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৬:২৫
০৬ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৬:২৫
নতুন বলেছেন: আছি ভাই... ভালই আছি... ব্যস্ত দুনিয়ায় ব্লগে লেখার জন্য সময় হয় না কিন্তু পড়তে আসি একটু সময় পেলেই...  
 
ভালো থাকবেন ।
৪৪|  ১৬ ই মে, ২০১৮  ভোর ৫:০৭
১৬ ই মে, ২০১৮  ভোর ৫:০৭
চাঁদগাজী বলেছেন: 
সাহিত্যের শুরুতে ছিলো শুধু রূপকথা, তারপর রাজা বাদশাহ, তারপর ধর্ম, তারপর ধনীরা; সর্বশেষ, আজকের সাহিত্যে সাধারণ মানুষ।
  ১৬ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
১৬ ই মে, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
নতুন বলেছেন: হুম... 
আর এই ব্লগ হইলো বাস্তবতা.... 
এখানে রুপকথার রহস্য ফাস হয়ে যায় তাই অনেকেই এখানে কিচ্ছা কাহিনি বলে মজা পায় না। 
মানুষকে সত্য খুজে বের করার শিক্ষা দিতে হবে।যাতে আজগুবী বিশ্বাসের ফাদে না পড়ে।
৪৫|  ২০ শে মে, ২০১৮  বিকাল ৫:০৮
২০ শে মে, ২০১৮  বিকাল ৫:০৮
কাইকর বলেছেন: সুন্দর পোস্ট। ভাল লাগলো পড়ে। আমি ব্লগে নতুন। আপনি ব্লগার হিসেবে অনেক বড় ও সিনিয়র। আমি ছোটখাটো গল্পকার। সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন। ধন্যবাদ ও ভালবাসা রইলো।
  ২০ শে মে, ২০১৮  বিকাল ৫:১৬
২০ শে মে, ২০১৮  বিকাল ৫:১৬
নতুন বলেছেন: অনেক ধন্যবাদ কাইকর... 
ব্লগে স্বাগতম.... অবশ্যই লেখা পড়বো। এখন সময় কম পাই কিন্তু ব্লগের লেখা পড়তে প্রতিদিনই ঢু মারি।
৪৬|  ১৯ শে জুলাই, ২০১৮  রাত ৯:৫৪
১৯ শে জুলাই, ২০১৮  রাত ৯:৫৪
উদাসী স্বপ্ন বলেছেন: লেখাটা যথারীতি প্রিয়তে
  ২০ শে জুলাই, ২০১৮  রাত ৮:২৩
২০ শে জুলাই, ২০১৮  রাত ৮:২৩
নতুন বলেছেন: ধন্যবাদ... 
৪৭|  ০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৪
০৬ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৪
ভাইয়ু বলেছেন: আমিও শুনেছি আদম অনেক লম্বা ছিলেন এবং আগাকার যুগে মানুষ অনেক বছর বাঁচতো৷ তবে এর সত্যতা কতটুকু সেটা ঠিক জানা নেই
  ০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৩
০৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১৩
নতুন বলেছেন: অবশ্যই অনেকেই বলে থাকেন... কিন্তু যৌক্তিক ভাবে ৮০-৯০ ফুট লম্বা মানুষ সম্ভব না।
৪৮|  ১৮ ই মার্চ, ২০২০  রাত ১২:১৭
১৮ ই মার্চ, ২০২০  রাত ১২:১৭
শের শায়রী বলেছেন: নতুন ভাই, দারুন একটা লেখা, অনেক পরে দেখছি, আসলে অন্ধ কুসংস্কার মানুষের প্রকৃতজাত (সবার না, কিছু মানুষের। আবার সবার একই লেভেলের না) তাদের বিশ্বাস দিয়ে সবাইকে যাচাই করলে সেটাও কিন্তু এক না। মানুষ তো গালিভার হতে পারে না, লিলিপুট হতে পারে না। কোরান হাদীসেও আমি দেখি নাই, অথচ কিছু কাঠ মোল্লা এগুলো প্রচার করে, তাদের কথা ধরতে নাই ভাই  
  ১৮ ই মার্চ, ২০২০  রাত ২:৩২
১৮ ই মার্চ, ২০২০  রাত ২:৩২
নতুন বলেছেন: ধন্যবাদ কস্ট করে পুরানো লেখা পড়ার জন্য। 
জ্ঞানের অভাবে থাকলে বিশ্বাসীরা কুসংস্কারে বিশ্বাসী হয়ে উঠে। 
দেশের অধিকাংশ মানুষই অনেক অযৌক্তিক বিষয়ে বিশ্বাসী হয়ে উঠে। 
সেটার সুযোগ নেয় ভন্ড ধান্দাবাজেরা।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ৩:৫৩
১৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষ কোন কিছু লজিক্যালী ভাবতে চাহে না, তারা রূপকথা শুনতে ভালোবাসে।