নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

বিনিয়গের জন্য স্বর্ন কিনে রাখা কতটা লাভজনক।

২৩ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮

আমাদের দেশের অর্থনীতি অবস্থা স্থিতিশীল না তাই উচ্চ মধ্যবিত্ত, থেকে শুরু করে নিন্মমধ্যবিত্তের সবাই শেষ বয়সে কি করবে সেটা নিয়ে চিন্তিত থাকে। চাকুরি করে শেষে জীবনে রিটায়ারমেন্টে কিভাবে চলবে সেটা ভাবনার অনেকটা জুড়ে থাকে এবং আমাদের জীবনের স্ট্রেসের বড় একটা কারন।

আমার পরিচিত মানুষকেই দেখেছি রিটায়ারমেন্টের পরে সব টাকা উঠিয়ে নিয়ে ব্যংকে ফিক্সিড ডিপোজিট করে রেখে পরে বছর দশেকের ভেতরে সব খচরা করে ফেলেছে। দেশের সরকারের উচিত সবজনিন পেনসনের ব্যবস্থা করা যাতে শেষ বয়সে মানুষকে কস্ট করতে না হয়।

অনেকেই দেখলাম স্বর্ন কিনে রাখার উপরে জোর দিচ্ছেন। আমিও কিছুদিন ফরেনএক্সেন্জ ট্রেডিং শেখার চেস্টা করেছি।



https://www.macrotrends.net/1333/historical-gold-prices-100-year-chart

* যদি স্বর্ন বিনিয়োগের জন্য কিনে রাখার পরিকল্পনা থাকে তবে ২৪ ক্যারেটের ১০ ভরীর বার কিনে রাখতে হবে।

* দুবাইতে আজকের বাজার মূল্য 24552.72 দিরহাম অথবা 736581 টাকা। ( ১১৬.৬৪ গ্রাম)

* দুবাইতে ১০ তোলা বারে কোন ভ্যাট বা অন্য কোন ফি ধরা হয় না। অর্থ প্রতি গ্রাম স্বর্নের যেই দাম গুন ১১৬.৬৪ গ্রাম।


* বাংলাদেশের বাইরে থেকে যদি কিনে নেন তবে একজন যাত্রি সর্বচ্চ ২০০ গ্রাম বার নিতে পারবে এবং গ্রামে ১৫০ টাকা হারে ট্যাক্স দিতে হবে।

যদি বিনিয়োগের জন্য রেখে দিতে চান তবে ভবিষ্যতে স্বর্ণের দাম কেমন হবে সেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে ধারনা পেতে পারেনা।


২০২২ সালে আজ ১ আউন্স সোনার দাম ১৭৩৪$ ইউএস ডলার।

আগামী ১০ বছর পরে ২০৩৪ সালে ৪৭২০$ ইউএস ডলার পযন্ত যেতে পারে। সেটা প্রায় ১৭২% লাভ। প্রতি বছর ১৫% ভাল খুবই ভালো বিনিয়োগ।

কিন্তু আমাদের দেশে সোনার বার কিনে বাড়ীতে রাখা অবশ্যই নিরাপদ না। তাহলে আপনি হয়তো ব্যাংকের ভোল্টে রাখতে পারেন। সেক্ষত্রে ভালো ব্যাংকে রাখতে হয়তো সমস্যা হবেনা।

মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ৮:০১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি গরিব মানুষ, টাকা নাই, তাই ৫গ্রাম সোনা কিনে রেখেছি। কেনার পর থেকে দেখি দাম কমতে আছে তো কমতেই আছে! গত ৫মাসে আমার লসের ভাগ ১০০ রিয়াল (প্রায় ২,৮৫০ টাকা) ছাড়িয়েছে কয়েকবার। এখন মনে হয় ৬০ রিয়ালের মত লসে আছি!

রেখে দিয়েছি। দেখি কোন দিক যায়।

২৩ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৩৯

নতুন বলেছেন: সোনা ব্যবসার জন্য কিনলে অবশ্যই ১০ ভরীর বার কিনবেন। সেটা কিনতে কোন খরচ পড়বেনা। তাই কোন ঘাড়তি থাকবেনা।

কখনোই গহনা কিনে লাভ হবেনা।

আর সামনে সোনার দাম বাড়বে, কয়েকটা মাস রেখে দিন।

২| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এর পিছনে ঝামেলা কি কি আছে সেই সব বললেন না!!

২৪ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৫৯

নতুন বলেছেন: দেশে বাড়িতে রাখা খুবই রিস্কি।
বিদেশ থেকে কিনে নেয়ার প্রকৃয়া সহজ না।

৩| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: কখনোই গহনা কিনে লাভ হবেনা

জ্বী, সেটা জানি। কারণ ২৪ ক্যারেটের গহনা হয় না। তাছাড়া গহনা তৈরীতে মজুরি আছে। আমি ৫গ্রাম সোনাই কিনেছি। সৌদীতে আল-রাজহি ব্যাংকের এ্যাপ থেকে ৫গ্রাম বা তার বেশী যে কোন পরিমান স্বর্ণ কিনে রাখা যায়। মার্কেট প্রাইস বাড়লে বিক্রিও করা যায়। আপনার হাতে স্বর্ণ থাকবে না; থাকবে ব্যাংকে। আপনি চাইলে অবশ্য বাসায় আনতে পারেন, তার জন্য ডেলিভারী চার্জ প্রযোজ্য; এবং আপনি পুনরায় তাদের কাছে বিক্রি করতে পারবেন না।

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯

নতুন বলেছেন: 24 ক‍্যারেটে গহনা হয় তবে তার মুজুরি অনেক বেশি।

অবশ্যই ভালো ব‍্যাক থেকে এই ভাবে সস্বর্ন কেনা যায়
এটাও ভালো দীর্ঘদিনের বিনিয়োগ হিসাবে।

৪| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৫৮

সোনাগাজী বলেছেন:



স্বর্ণ সব সময় লাভজনক; বেহেশতে সবকিছু স্বর্ণের তৈরি

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

নতুন বলেছেন: বিশ্বের সব দেশ মিলে স্বর্নকে দামি বলে মেনে চলে। তাই স্বর্ন দামি।

৫| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: স্বর্নে বিনিয়োগ করার আগে স্বর্নের মান সম্পর্কে ধার থাকতে হবে। তবে স্বর্নের চাইতে জমিতে বিনিয়োগ ভালো।

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৫

নতুন বলেছেন: জমি ভালো জায়গাই হলে লাভ বেশি। কিন্তু জমি দখলে রাখতে ঝামেলা আছে।

৬| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জমি কেনাই উতকৃষ্ট বিনিয়োগ। কিনতে হবে বর্ধিষ্ণু শহরে। ২০০০সালে ৬৫ হাজার টাকায় ১৪ শতক জায়গা কিনেছি, এখন শতক ৩ লাখ চলছে।

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৭

নতুন বলেছেন: দেশের জমির দাম অবশ্যই বাড়বে। কারণ মানুষ বেশি জমি কম।

৭| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১১:০০

শেরজা তপন বলেছেন: বেশীরভাগ মানুষ নন প্রডাক্টিভখাতে বিনিয়োগ করতে চায়- এটা খুবই দুঃখজনক!
মানুষ শুধু চায় ভবিষ্যত সিকিউরিটি- এ সৌরজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী তার তার চরম বুদ্ধিমত্ত্বা দিয়ে আজীবন বসে বসে খেতে চায় :(

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫০

নতুন বলেছেন: দেশে ব‍্যাবসা করা অনেক কস্টকর। বেশীরভাগ মানুষ অসত এবং সুবিধাবাদি।

শেষ বয়সে নিজের লোকবল না থাকলে ব‍্যাবসায় টিকে থাকা কস্বকর

৮| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৪৯

ধূসর সন্ধ্যা বলেছেন: জমির থেকে লাভজনক বিনিয়োগ আর কিছু নেই

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫১

নতুন বলেছেন: আবশ‍্যই

৯| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১২:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: স্বর্ণে বিনিয়োগ করলে আসলে একসময় দেখা যাবে স্বর্ণের দাম কমলে বিনিয়োগ মাঠে মারা যাবে । আমি স্বর্ণে বিনিয়োগে বিশ্বাসী না ।

আসলে অলস অর্থ যদি প্রোডাক্টিভ খাতে বিনিয়োগ না করা হয় তবে এক সময় গিয়ে মুদ্রাহ্রাসের মত ঘটনাও ঘটতে পারে । ব্যবসায়ের পুঁজির অন্যতম খাত হলো অলস অর্থ । এটাকে যদি স্বর্ণে বিনিয়োগ করা হয় তবে তো ব্যবসায়ে পুঁজির সমস্যা হবে তখন স্বর্ণ বিক্রি করে উদ্ভূত সমস্যা সামাল দিতে হবে । তাছাড়া আমি স্বর্ণ কিনে যখন বিক্রি করতে যাব তখন এর করভার আমাকে বহন করতে হবে আর এর ফলে আমি আমার বিনিয়োগকৃত অর্থ পুরোপুরি পেতে নাও পারি ।


এটা আমার মত । আমার মতে জমি ভালো । তবে সবচেয়ে বেশি ভালো ব্যবসায়ে বিনিয়োগ এতে করে ভালো হবে । তবে ঝুঁকির জন্য মানুষ এখন ব্যবসায় বিনিয়োগ করতে চায় না !!

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৮

নতুন বলেছেন: কৃষি, খামারে, কারখানায় বিনিয়োগ ভালো।

জমিতে বিনিয়োগে রিটার্ন বেশি।

তারপর স্বর্ণতেও লাভ ভালো।

১০| ২৪ শে নভেম্বর, ২০২২ সকাল ৭:৫২

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে স্বর্ন কিনে তা বিক্রী করাটা একটা ঝুকিপূর্ণ বিষয়। কারন আপনি যে দামে কিনবেন সেই দামে বা বেশি দামে বেচতে পারবেন না। স্বর্ন ব্যাবসায়ীদের একটা সিন্ডিকেট থাকে আপনাকে তারা তাদের নির্ধারিত মূল্যের থেকে এক পয়সা বেশি দেবে না। আপনি যতই সার্টিফিকেট দেখান লাভ নাই। এরা নিজেরা ২৪ ক্যারেটের স্বর্ন বেচে সেইম স্বর্ন ২২ ক্যারেটের দামে কেনে।

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৪

নতুন বলেছেন: 10 ভরি বারে দামের ঝামেলা কম।

কিছু ব‍্যবসায়ীরা এই ব‍্যবস‍্য করে। সাধারণ জুয়েলারিরা না।

১১| ২৪ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৪

গেঁয়ো ভূত বলেছেন: স্বর্ণের চাইতে জমিতে রিটার্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সবচেয়ে বেশি ভালো হয় ব্যবসা করতে পারলে।

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৮

নতুন বলেছেন: 100% সহমত

১২| ২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: @লিটন ভাই- যার কপাল খারাপ তার জমি কিনেও লাভ হয় না। এক আত্মীয় থেকে কেনার পর এখন ৯ বছরেও দাম বাড়েনি। অবশ্য জমি একটু নীচু ছিল...

১৩| ২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: স্বর্ন, জমি নিয়ে আমার কোনো মাথা নেই। কোনোদিনই এসব আমার করতে ইচ্ছা হয়নি।

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৯

নতুন বলেছেন: আপনার কি ইচ্ছা হয়েছে ¿

১৪| ২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৫

আমি নই বলেছেন: রুপার ব্যাপারে আপনার মতামত কি?

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:০০

নতুন বলেছেন: চান্দেরি ব‍্যবসাও ভালো।

১৫| ২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: স্বর্ণে বিনিয়োগ তথা স্বর্ণ কিনে রাখা লাভজনক নিংসন্দেহ তবে আমাদের দেশের প্রেক্ষাপটে তা বিপদজনকও বটে।
কারন -
১। ঘরে কিনে রাখলে আপনজনের সাথে বহিরাগতদের দ্বারাও বেহাত হবার সম্ভাবনা।
২। দেশের ভিতর থেকে ২৪ ক্যারট সোনা কিনলেও কিছিদিন পরে তা তামার পাত হবার সম্ভাবনা ষোল আনা।
৩। বিদেশ থেকে কিনে দেশে নেওয়ার সময় বেহাত হবার সম্ভাবনা আট আনা। আর যদিও কর দিয়ে আনা যায় তাহলে বিমান বন্দর থেকে খবর লিক হয়ে রাস্তায় পুলিশ কিংবা ছিনতাইকারীদের হাতে খোয়াবার সম্ভাবনা চার আনা।আর বাকী চার আনার কোন গ্যারান্টিকি সাথ গ্যারান্টি নেই।
৪।আর সব কিছুর পরে সফল হয়ে যদি ব্যাংকের ভল্ট ভাড়া করে রাখাও হয় কিছুদিন পরে আনতে গিয়ে না পাবার সম্ভাবনা চার আনা আর পেলেও তামার পাত পাবার সম্ভাবনা চার আনা। বাকী আট আনা ভাগ্যের উপর ছেড়ে দেয়া ছাড়া আর কোন উপায় নাই ।

আর তাই ভাইজান দুঃখের সাথে বলতে হয়, " কই যাবিরে উসমান, চারিদিকে আসমান'। । আমাদের জাওয়ার জায়গা নেই সব জায়গায়ই আমাদের জন্য বন।

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৩১

নতুন বলেছেন: কই যাবিরে উসমান, চারিদিকে আসমান'

১০০% সহী। রংগে ভরা বংগো দেশে সবই সমভব

১৬| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিচার মানি তালগাছ আমার @ গত ১০ বছরে দেশে জমির দাম তেমন বাড়েনি। আমি যে ৩লাখ বলেছি তাও প্রায় ৮ বছর আগের কথা। মানে ৮ বছর আগে আমার জমির পাশের জমি বিক্রি হয়েছিল ৩ লাখ টাকা।

২৬ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

নতুন বলেছেন: ভালো জায়গায় জমি কিনলে অবশ্যই দাম বাড়ে, অবশ্য বর্তমানে অর্থনৈতিক অবস্থায় মানুষ জমি কম কিনবে।

১৭| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১১:২৪

মিরোরডডল বলেছেন:




বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে প্রপার্টিতে ইনভেস্ট করা ।
সেটা বিভিন্নভাবে হতে পারে ।
শুধু জমি কিনে রাখলে হবে না, ওখানে বিল্ডিং করে ফ্ল্যাট সেল করে, আবারও জমি কেনা ।

অথবা ওল্ড প্রপার্টি কিনে, সেটা রিনোভেইট করে সেল করা ।
প্রফিটকে আবারও ইনভেস্ট করা । লিকুইড মানি আটকে না রেখে বিজনেস রান করা।

গোল্ডের দামও ওঠানামা করে কিন্তু প্রপার্টি বিজনেসে কখনও লস নেই ।

০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৫

নতুন বলেছেন: প্রপার্টিতে ইনভেস্ট করা অবশ্যই সবচেয়ে ভালো বিনিয়ো্গ।

আমাদের দেশে প্রপাটিতে বিনিয়োগে অনেক টাকা দরকার সাথে লোকবল এবং ক্ষমতাও দরকার।

আমাদের দেশে জমি কম মানুষ বাড়ছে তাই প্রপার্টিতে বিনিয়োগ লস হবেনা কখনোই।

১৮| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৬

সাহাদাত উদরাজী বলেছেন: রাখা নিরাপদ নয়, চুরি ডাকাতি বা হারিয়ে যেতে পারে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৬

নতুন বলেছেন: সোনার বার কিনলে অবশ্যই বাড়ীতে রাখা যাবেনা, নতুবা প্রানটাই যাবার সম্ভবনা আছে।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুবই লাভজনক । পারলে কিনে রাখুন । শুধু খেয়াল রাখবেন দুদক যেনো টের না পায় :)

০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৪

নতুন বলেছেন: :P ঐটা বলতে ভুলে গেছি।

২০| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:


ভাল একটি বিষয় , অনেক পজিটিভ নিভেটিভ বিষয় মুল পোষ্টে ও
পাঠক মন্তব্যে উঠে এসেছে ।

যাহোক ,স্বর্ণতে বিনিয়ঁগের বিণয়ে বেশ কিছু বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন ,
সোনার গয়না বিক্রির সময় বাজার মূল্য থেকে ২০ শতাংশ কেটে রাখা হয়।
একটি দিয়ে অন্যটি নেয়ার ক্ষেত্রে ১০ শতাংশ দাম কমিয়ে হিসেব করে করতে হয়।
কিন্তু গোল্ডবারে এরকম কোনো অসুবিধা নেই। আবার এটি আন্তর্জাতিক বাজারের দর
অনুযায়ী ক্রয়-বিক্রয় করা যায়।

তবে সেক্ষেত্রে এটি সরকার অনুমোদিত ব্যবসায়ী ছাড়া সম্ভব নয়। কারণ সব স্বর্ণ ব্যবসায়ী
গোল্ডবার বেচাকেনা করতে পারেন না। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত গুটি কয়েক
বৈধ স্বর্ণ আমদানিকারক গোল্ডবার কেনাবেচা করতে পারেন। তবে এই মহুর্তে নিয়ম কি
তা আমার সঠিক জানা নেই ।

শুভেচ্ছা রইল

০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৭

নতুন বলেছেন: এটা অবশ্যই যাদের অলস টাকা পড়ে আছে কিন্তু কস্টকরার ইচ্ছা নাই তাদের জন্য ভাল বুদ্ধি।

দেশে সোনা কিনে রাখা বেশ ঝুকি পূর্নকাজ।

আর বিক্রীর জন্য আসলে তেমন কস্ট করতে হয় না। আর আপনি বৈধ ভাবেই ট্যাক্স দিয়ে বার দেশে নিতে পারবেন, তখন স্বর্ণ ব্যবসারীারা আপনার কাছ থেকে কিনে নেবেন।

বিশ্ব বাজারে কয়েক বছরে স্বর্নের দাম আরো বাড়বে বলেই সবাই বলছে।

২১| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

জ্যাক স্মিথ বলেছেন: সোনার বার কিনে ব্যাংকের ভল্টে রাখতে হবে, বাসায় রাখা ঝুঁকিপুর্ণ। দেখে শুনে না কিনতে পারলে ভেজাল ধরিয়ে দিতে পারে।
যেখানেই ইনভেস্টমেন্ট সেখানেই ঝুঁকি, আসলে পুরোপুরি ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলতে আসলে কিছু নেই। তবে, গোল্ডের চেয়ে জমি কিনে রাখা আমার কাছে কম ঝুঁকিপুর্ণ এবং বেশি লাভজনক মনে হয়।

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৭

নতুন বলেছেন: বাংলাদেশে জমি কিনে রাখাই সেরা বিনিওয়গ।

তবে যারা ব্যাংকে টাকা রেখে দিতে চান, সন্চয়পত্র কিনে সুদ খেতে চান না তাদের জন্য সোনায় বিনিয়গ একটা অপসন হতে পারে।

তবে এখন কেনা যাবেনা, দাম অনেক বেড়ে গেছে, কিছুদিন দেখে শুনে আবার কেনার সিদ্ধান্ত নিতে হবে।

২২| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: হুমম, তবে ১৫০০ এর কাছাকাছি আসলে চোখ বন্ধ করে বাই করা যেতে পারে। আর সিলভার বাই করার এখনো ভালোা সুযোগ আছে বলে আমি মনে করি কারণ এটা গোল্ডের মত অতটা আপ হয় নাই, সবে মাত্র ২৩ এ আছে, এই বছরেই এটা ৪০ ক্রস করবে আশা করি।

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৯

নতুন বলেছেন: আমার মনে হয় না স্বর্নের দাম আবার ১৫০০$ এর কাছে আসবে।

২৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮

জ্যাক স্মিথ বলেছেন: এই মার্কেটে সবই সম্ভব, সিলভার যে কখনো ১৫$ এর নিচে আসতে পরে এটা কেউই বিশ্বাস করে নি কিন্তু ২০২০ এর মার্চে এটা ১১$ তে নেমেছিল আর গোল্ড তখন ১৪০০$ এ ছিল। গত দুই বছরে গোল্ড, সিলভারে বিনোয়োগের সেরা সুযোগ গেছে। এক সময় আমরা হয়তো গল্প করতে পারবো যে, আমরা গোল্ড ১৪০০$ এবং সিলভার ১১$ এ দেখেছি। তবে মার্কেট আবার ওই রেঞ্জের কাছাকাছি যেতে পারে বলে আমার ধারণা।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৬

নতুন বলেছেন: ভালো যদি ঐ লেভেলে আসে তবে অবশ্যই বড় অংকের বিনিওগ করতে হবে B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.