![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার লোকের ভিড়ের পথে
খুজে কি পাবো তারে,
এই ভবেতে দাড়িয়ে থেকে
সময়ের হাত ধরে।
বেলাতে তুমি গিয়াছো ছাড়ি
করেছি মম আকুতি
অবেলায় কেন ফিরে আশিয়া
এ করুন মিনতি।
জয় করিতে গিরি পারাবার
গিয়া ছিনু আপন ভুলি।
সব ফেলিয়া নিঃস্ব হলে কি
সষ্ণায় ধুলা-বালি।
জন সমুদ্রে ডুবিয়া তবু
কেউ নয় হলো সাথী
কাদিতে বুক ভাশালে তবু
লেভে নায় আখি জ্যোতি।
সাধন কালে বুঝিতে চাওনি
ঠেলিয়াছো হেলাতে বেলা
বুঝেছো সবি শিখেছো ঠেকি
ফুরায়ে গেলে বেলা।
হাজার কালের আপন কথা
বলিতে পারবো কারে
একই ভাবে দাড়িয়ে থেকে
সময়ের হাত ধরে।
নুরুজ্জামান সম্রাট (নিওন)
©somewhere in net ltd.