নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই আমি তোমার মাঝে এখনো হারাতে রাজি।

নিওন2014

নিওন2014 › বিস্তারিত পোস্টঃ

কথা দাও

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭



তুমি চাইলে শূন্য গগণে

জমতে পারে মেঘ,

তুমি চাইলে থেমে যাওয়া ঝড়

তুলবে নতুন বেগ।

তোমার চাওয়ায় মন পারাবার

শুকিয়ে যেতে রাজি

তোমার জন্য বিশ্ব-টাকে

ধরতে পারি বাজি।

তুমি চাইলে আমার মাঝে

আমাকে হারাতে পারি

অগনি লিলায় পুড়তে পারি

তোমার দু হাত ধরি।

অসীম কালে তোমার জন্য

মিলিয়ে যেতে রাজি

তুমি চাইলে তোমার হয়ে

আশতে পারি আজি।

তোমার জন্য শূন্য ঘরে

জ্বালবো সুখের আলো

বিশ্ব-টাকে পিছন ফেলে

বাসতে পারি ভালো।

তোমার জন্য আলো পথে

আসলে আধার কালো

আমার জন্য সেটাই হবে

সবচেয়ে বেশি ভালো।

বুকের মাঝে তোমার জন্য

মহল গড়তে পারি

তোমার কারণে হঠাৎ করি

যেতে ও পারি মরি।

যা বলেছি মিছে বলেছি

তোমার জন্য সবি

তুমি চাইলে হতে রাজি

নতুন ধাচের কবি।

তোমার জন্য কোন সমুদ্র

দেবোনা কখন পাড়ি

বিশ্বাস কর মনের ভুলেও

যাবোনা তোমাকে ছাড়ি।

তুমি চাইলে হতে পারি

রবিন্দ্র, নজরুল

তোমার জন্য তুমি কি যানো

বারে বারে করি ভুল।

তোমার জন্য দিবা নিশি

সব চেয়ে জেগেছি বেশি

তোমার জন্য কাদতে শিখেছি

তোমাকে হাসাতে হাসি।

তোমাকে পেলে হতে পারি

খারাপ থেকে ভালো

তোমার জন্য আনতে পারি

আধার থেকে আলো।

তুমি চাইলে ছাড়তে পারি

নিজের গড়া বাড়ি

কথা দে শুধু তোমার হয়ে

যাবে না আমাকে ছাড়ি।



নুরুজ্জামান সম্রাট (নিওন)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

মেহেরুন বলেছেন: হুম!! ভালো।

ব্লগ এ স্বাগতম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

নিওন2014 বলেছেন: আপনাকে আনেক আানেক ধন্যবাদ, আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

নিওন2014 বলেছেন: আপনাকে আনেক আানেক ধন্যবাদ, আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

বেঈমান আমি. বলেছেন: নাইস :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

নিওন2014 বলেছেন: লেখক বলেছেন: আপনাকে আনেক আানেক ধন্যবাদ, আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর! লিরিকেল!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

নিওন2014 বলেছেন: ধন্যবাদ। লিরিকেল মানে কি।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

মামুন রশিদ বলেছেন: লিরিকেল মানে গীতিময়, সুর দিলেই গান হয়ে যাবে :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

নিওন2014 বলেছেন: ধন্যবাদ। নতুন একটি শব্দ অর্থসহ শেখালেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.