![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসি রবো তোমারি
তুমি হবে আমারি
একটায় সপ্ন আমার।
ভালোবাসি বলিনি
যানো আমি এমনি
বুঝে নিও আমি যে তোমার।
একটা ধুসোর সপ্ন
আর একটু খানি আশা
এই নিয়ে বেচে থাকা
তোমার আমার ভালোবাসা।
এভাবে কত দিন
অলশহতায় মলিন
ভালোবাসা হবে কি বিলিন।
সব কিছু ছেড়ে দিয়ে
তোমাকে শুধু পেলে
রাতকে বানাতে পারি দিন।
আমি হারাতে দেবোনা
কখনো তোমার
তুমি আর কারো নও
হবে শুধু যে আমার।
তুমি আর কারো নও
যদি কারো হয়ে যাও
কখনো মানবো না।
তোমাকে না পেলে
সব কিছু যাবো ফেলে
খুজে আর পাবেনা।
একটা রঙ্গীন গল্প
আর দুটো লাইন কবিতা
তোমাকেই ঘিরে বেচে থাকা
তুমি হিনা নিরাবতা্।
©somewhere in net ltd.