![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি চাও তুমি?
যা বলার তো বলেদিয়েছি
যে চলে গিয়েছে তাকে ভুলে গিয়েছি
আমি ঘুরে ছিলাম যার দ্বারে
সেই কাদায়েছে শেষে মরে।
আমি বেশে ছিলাম ভালো যারে।
আমি নিতে চেয়েছিলাম যারে আপন করে
সেই কাদায়লো শেষে মরে।
তবুও আমি ভালোবাসি বলেছিলাম।
আমি-তো ভুলেই গিয়ে-ছিলাম।
অকারণে কেন মনে করিয়ে দিচ্ছো....
কেন আবার সে শুর সুনাচ্ছো....!
আমি চায়না আর ফিরে পেতে
যা চলে গিয়েছে অতিতের সাথে
যাকে জীবন ভেবে ছিলাম,
আমি-তো ভুলেই গিয়ে-ছিলাম।
হয়তো আবার চলার পথে
দেখা হয়ে যেতে পারে তার সাথে
হয়তো বা অনন্ত কাল চেয়ে থেকেও
ফিরে দেখবেনা এক বারও।
ভুলে যে্ও না মরে
যদিওবা যাও অন্যের ঘরে
আমি অনুরধ করে ছিলাম
আমি তো ভুলেই গিয়ে-ছিলাম।
তা হলে, আর কি হবে এত কথা বলে
হে মন ভুলে যাও ভুলে যাও
দুখের না্ওটি এবার তিরে ভিরাও।
তবে সে বলেছিলো
সুখের পথে হারিয়ে যায় চালো।
আমি বুঝিনায় সে দিন
কে মনে শুধিবো এ ঋণ
আমি অপেক্ষায় বসে ছিলাম
আমি তো ভুলেই গিয়ে ছিলাম।
থাকনা আর এসব ভেবে কি হবে
যে যাবার সেতো যাবে
এভাবে হাবিয়ে দুখি হয়েছে কে কবে
আমার জানা নায়
এখন বসে থাকি তাহারি অপেক্ষায়।
আমি তো ভুলেই গিয়ে-ছিলাম।
©somewhere in net ltd.