![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[img|http:
এক দিন ঠিকি খুজবে আমায়
ভিজবে তোমার, নয়ন জলে বুক।
আমাকে কাদিয়ে তুমি পেয়েছ
যানিনা কতটা সুখ।
অবহেলায় আমার এ প্রেম
আঘাত করেছ পদে,
ভালোবেসেছি সরল মনে
তাই তো হৃদয় কাদে।
বুজবে তুমি বুজবে ঠিকি
খুজবে আমায় খুজবে
আমায় পেতে নতুন করে
রক্ত রেঙ্গ সাজবে।
তোমার তরের অবহেলার
আমার ভালোবাসা
আমার বুকে আঘাত করাই
নিরব তোমার আশা।
আশায় আশায় যাচ্ছে কেটে
রাত-ভোর-সারা দিন
তুচ্ছ হলাম আমি তোমার
সম্মান হল ক্ষিণ।
সবার মাঝে লজ্জা ভুলে
খুজবে আমার মুখ
এক দিন ঠিকি বুঝবে আমায়
ভিজবে তোমার, নয়ন জলে বুক।
যুদ্ধেরত মনের সাথে
যাগরত আজ তিমির রাতে
প্রেম করিয়া তোমার সাথে
দুখের সাজে পেয়েছি শত সুখ
এক দিন ঠিকি চায়বে আমায়
ভিজবে তোমার, নয়ন জলে বুক।
সময় থাকতে ডুবিলো বেলা
খেলছ তুমি মরণ খেলা।
খুজবে তুমি বুজবে
তোমার জন্য আমায় শুধু খুজবে।
আঘাত করে ধন্য হলে
নিঃশ্ব করলে আমায়
আলোর পথে আধার ঢাললে
খুজোনা আমি নায়।
বুজবে তুমি তোমার হয়ে
কতটা পেয়েছো সুখ
এক দিন ঠিকি বলবে আমায়
ভিজেছে তোমার, নয়ন জলে বুক।
©somewhere in net ltd.