![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই হাওয়ার ইচ্ছে যত
যাচ্ছে ভুলে সব তোমারি মত
নীল আলো সব গোলাপী হলে
আমার দেওয়া কথা যাচ্ছো ভুলে
ওড়াও ওড়াও সব সপ্ন ডানা
চলে যেতে কভু করিনি মানা।
আর যদি আমি ফিরেনা আসি
ভুলে যতে পারো ভালোবাসি
সব কথা যদি এখনি বলি
সময় করে দেখো দোয়ার খুলি
ফেরাও তোমার ইচ্ছে গুলো
এখনো ভারি বাসি যে ভালো।
এই হাওয়ার সব ইচ্ছে আমারি
মানের ভুলে সব হচ্ছে চুরি
লাল আলো শুধু গোলাপী বলে
আমার দেওয়া সব যাচ্ছো ফেলে
মানের মাঝে শুধু তোমারি কজন
মানতে চাইনা তবু আমারি মন।
সপ্ন চুরি হচ্ছে আমার
আজও ভুলতে পারিনি তোমার।
নুরুজ্জামান সম্রাট ( নিওন)
©somewhere in net ltd.