![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[sb]ধুসোর ভুবন ময়
আমাবর্ষায় হুতাশন ;
শ্রাবণ ধারায় আজি
নিরবাক দু লচন।
তবু বাচার তাগিদে
ছুটেছি দিন-ভোর-নিশি
জীবনের এই মড়ে এসে
হিসাব করি, ভুল করেছি বেশি।
দুই জন দুই দিকে
কোন সে ভুলে ভাশি।
গিয়া ছিলাম ভুলে
বলেছিলে ভালো-বাসি
তুমুল বেগে গগণ বুকে
বজ্রের ঝং-কার
নিঃশ্ব হয়েছি তুলে দিয়েছি
আমার যা ছিল তার।
সপ্ন নিয়ে বেড়ে উঠেছি,
তোমার দেওয়া কথা
সব সপ্ন ধুসোর ভুবনে
লুকিয়ে বুকের বেথা
তোমার খোজে পথের বাকে
এখনো বসে আছি
তোমার জন্য বন্ধ লচন
একাকি আছে বাচি।
২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪
নিওন2014 বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: আরও লিখুন , বানানগুলোতে আরও যত্নবান হবেন আশাকরি ।