![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কর্মজীবনের সূচনা করেছিলাম শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলোনা। এখন সম্মানিত শিক্ষকগণকে তাঁদের কাজ বেগবান করার জন্য সাহায্য করে যাচ্ছি।
১। শিবির দমনে গ্রেণেডের ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত সময় উপযোগী। ঐ শিবির ছানাগুলো পুলিশের উপর হামলা করবে আর পুলিশ নিরব থাকবে তা কখনো হতে পারে না। সরকারকে আরও কঠোর হতে হবে। এই দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের অস্তিত্ব মুছে দিতে হবে।
ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বের মধ্যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অন্যতম মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাই এর বিরোধীরা সহ্য করতে পারছে না। তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করতে উঠে পড়ে লেগেছে। ওরা দেশের শান্তি বিনষ্ট করতে চায়।
দেশ আজ বিগত সময়ের চেয়ে অনেক উন্নতির দিকে অগ্রসর হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দেশে মানুষের অভাব বা দারিদ্রতা প্রায় ০% এ নেমে এসেছে। আগে বিভিন্ন স্থানে ভিক্ষুকদের যন্ত্রনায় দাড়ানো যেত না, এখন অনেক সময় ভিক্ষা দেয়ার জন্য ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। বাজারে ৫০০/- ও ১০০০/- টাকার নোটের ছড়াছড়ি।
দেশের এমন উন্নয়ন দেখে বিরোধীর সহ্য হচ্ছে না। তারা আজ বিভিন্ন ঝামেলার সৃষ্টি করতে চাচ্ছে। তাই ওদের বিরোদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করায় সরকারকে স্বাগত জানাই।
২। জ্বালনী তেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য বিধান করা প্রয়োজন। কিন্তু সরকার দেশের কল্যানের কথা চিন্তা করে প্রয়োজনের চেয়ে অনেক কম মূল্য বৃদ্ধি করেছে। প্রয়োজনের তাগিদে সরকারের এই মূল্য বৃদ্ধিকে আমি স্বাগত জানাই।
৩। যারা দেশের শত্রু, জাতীর শত্রু কেবল তারাই দেশের ক্ষতি হয় এমন কর্মসূচি ঘোষনা করতে পারে। বিরোধীদল রবিবার সারা দেশে হরতাল ডেকেছে। তা অত্যন্ত নিন্দনীয়। আমি চরমভাবে এর নিন্দা জানাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
বই কলম বলেছেন: ঠিক বলেছেন।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০২
মেহেদী_বিএনসিসি বলেছেন: শিবির বা রাজাকারগুলারে মারবেন মারেন........লাগলে ফাসিঁ দেন.....বা ক্রসফায়ারে দিয়া শোয়াইয়া দ্যান........সব কিছুই ওয়েলকাম...........
।
কিন্তু কাল রাস্তায় যদি শিবিরের উদ্দেশ্যে নিক্ষিপ্ত গ্রেনেড আমার গায়ে লাগে.......বা আমার শ্রবনশক্তি হাসিনার চেয়েও খারাপ হয়ে যায়.......তবে সেটার দায় নিবো ক্যাঠায়
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
বই কলম বলেছেন: দায় অবশ্যই রাজাকারদের নিতে হবে।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪
সরোজ রিক্ত বলেছেন: রিভার্স নাকি? যদি রিভার্স না হোন তাইলে শোনেনঃ
আপনার মতে, এই গ্রেনেড ব্যবহার করা উচিৎ কি অনুচিৎ। বিবেককে একটু জিজ্ঞেস করুন। এতে
১। শব্দ দূষণ হবে,
২। পরিবেশ দূষণ হবে,
৩। পথচারী শ্রবণ শক্তি হারাতে পারে,
৪। নারী ও শিশু বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা নাজুক।
রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে হয় রাজনীতি দিয়ে, গায়ের জোরে নয়। নইলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য থাকে না। সরকার পশু হয়ে গেছে, জাস্ট আ-সান-অব-সোয়াইন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
বই কলম বলেছেন: যতদিন এদেশে স্বাধীনতা বিরোধীদের অস্তিত্ব থাকবে ততদিন তাদের সাথে যুদ্ধ চলবে।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮
ডেডম্যান বলেছেন: দরকার হলে একে ৪৭ দেওয়া হোক রাস্তায় মাৎকার করবার চেষ্টা করলেই ব্রাশফায়ার করে রাস্তাতেই ফেলে দেওয়া উচিত ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
বই কলম বলেছেন: হে, সেটাই
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯
*অ্যাকিলিস* বলেছেন: বই কলম তুই আসলে কে ?
ছাগুগো লাইগা লেঞ্জা কিন্তূ লুকান বহুত কঠিন।
অনুসরণ করলাম।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
আহসান২০২০ বলেছেন: একটা দুইটা গ্রেনেড মার
বাংলা কর ছারখার।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
আঁধার রাত বলেছেন: ২। জ্বালনী তেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য বিধান করা প্রয়োজন। কিন্তু সরকার দেশের কল্যানের কথা চিন্তা করে প্রয়োজনের চেয়ে অনেক কম মূল্য বৃদ্ধি করেছে। প্রয়োজনের তাগিদে সরকারের এই মূল্য বৃদ্ধিকে আমি স্বাগত জানাই।
২। সরকারী চাকুরীজিবীদের বেতন আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য বিধান করা প্রয়োজন। কিন্তু সরকার দেশের কল্যানের কথা চিন্তা করে প্রয়োজনের চেয়ে অনেক কম বেতন দিচ্ছে । আমরা ঘুষ খাইতে খাইতে শেষ হয়ে গেলাম। বেতনের টাকায় বাসা ভাড়াও হয়না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লিখেছেন। জ্বালানী তেলের মূল্য অবশ্যই আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে ওঠানামা করবে। ভর্তুকি দিয়ে দাম অপরিবর্তিত রেখে সরকার চলতে পারবে না।
দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের মুছে ফেলার সূচনা হোক এবছরই রাজাকারদের ফাসি বাস্তবায়নের মাধ্যমে। সরকারের উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই।