নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানাতে নয় জানতে চাই

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র

বই কলম

কর্মজীবনের সূচনা করেছিলাম শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলোনা। এখন সম্মানিত শিক্ষকগণকে তাঁদের কাজ বেগবান করার জন্য সাহায্য করে যাচ্ছি।

বই কলম › বিস্তারিত পোস্টঃ

হায়নাদেরকে আর এভাবে হুংকার দেয়ার সুযোগ দেয়া যায় না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

দেশবাসী জেগেছে, হায়নার দল আজ গর্তে ঢুকেছে। সারা দেশের গ্রাম, পাড়া, মহল্লা আজ শাহবাগ। দেশ-জনতা ঐ জামাত শিবির হায়নাদের নিশ্চিন্ন করবেই করবে।







কিন্তু আমার কথা হচ্ছে, এতো সাহস পায় কোথায় ঐ হায়নারা, তারা আজও হুংকার দেয়।



হে বাংলার জনতা জেনে রাখো এখন আর এভাবে ডানার নিচে বসে সংগ্রামের সময় নয়। ঐ হায়নাদেরকে এক একটা করে গলা টিপে শেষ করে দিতে হবে। বেরিয়ে এসো।



জয় বাংলা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

স্বপ্নের মানুষ বলেছেন: hmm


আশা করি এইখানে লিখবেন ব্লগ চ্যাট ফোরাম

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

বাক স্বাধীনতা বলেছেন: ভাই মুরগীর বাচ্চা আমার খুব ভাল লাগে। হায়েনা'র ছবি দিলে ভাল করতেন। যদিও ওদের বুকের পাটা মুরগীর বাচ্চার মতই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.