![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটখাটো একটা চাকরী নিয়ে ঢাকার বাইরে পড়ে আছি। যে বিল্ডিং এর একটা ফ্লোর ভাড়া নিয়ে আমাদের অফিস তার মালিক দেশের প্রধান একটি রাজনৈতিক দলের প্রভাবশালী সদস্য। শুনেছি একবার তিনি এই অফিসের কাছেই রাস্তার ওপর দিনের বেলায় এক একজনকে জবাই করেছিলেন।
এই বিল্ডিং এ অনেকদিন ধরে অফিস থাকার কারনে আমার বসের সাথে ওনার সম্পর্ক ভালো। মাঝে মাঝে তিনি অফিসে এসে বসের সাথে কিছুক্ষন গল্প করে যান। আর উনি আসলে আমি অবাক হয়ে লোকটাকে দেখি। রাশভারী চেহারা ওনার। দেখতে খুব ভালো হয়তো না তবে হাসিটা সুন্দর, হাসলে খুব সরল দেখায়।
আমি আর দশজন মানুষের সাথে তার কোনো পার্থক্য দেখিনা। বুঝতে পারিনা কিভাবে একজন মানুষ এতো ভয়ানক একটা কাজ করতে পারে। অবাক হয়ে তাকিয়ে থাকি
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
পুচকে ফড়িং বলেছেন:
হুমমম
২| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯
শায়মা বলেছেন: সব মানুষই তো মানুষের মতই দেখতে।
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
পুচকে ফড়িং বলেছেন:
সেটাই। শুধু কাজ দেখেই 'মানুষ' আর 'মানুষের মতই দেখতে' গুলোকে আলাদা করা যায়
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩
সাহাদাত উদরাজী বলেছেন: প্রতি মহল্লাতে এমন দুই একটা পাওয়া যাবে, খোদার খাসি এরা!