নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুচকে ফড়িং

পুচকে ফড়িং › বিস্তারিত পোস্টঃ

জেরী যখন আমার ঘরে আমি তখন টম!! :) :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

দিন দুই আগে অফিস থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাত বারোটার দিকে ঘুমানোর আয়োজন করছি হঠাৎ ঘরের কোনায় খচ্ মচ্ শব্দে চমকে তাকিয়ে দেখি একটা নেংটি ইদুর। তার সাথে এক ঘরে রাত কাটানোর কোনই ইচ্ছা না থাকায় কি ভাবে সেটাকে ধরা যায় চিন্তা করতে করতে তার মহা আনন্দে, অকুতোভয়ে ঘরে ছোটাছুটি করতে দেখতে লাগলাম। দুই-একটা ফাঁদের কথা মনে আসলেও সেগুলো একটু ঝামেলা বলে অন্য কোন উপায় খুঁজছিলাম। ইদুরটার নির্ভীক ছোটাছুটি দেখে সহজ একটা বুদ্ধি মাথায় আসলো। একটা মিনারেল ওয়াটারের বড় বোতলে একটা বিস্কিটের টুকরা রেখে দুরে বসে থাকলাম। একটু পরেই সেটা গন্ধ শুঁকে শুঁকে এসে বোতলে ঢুকে গেলো কিন্তু আমাকে আসতে দেখেই বের হয়ে ভোঁ দৌড়। বার দুই এমন হবার পর আমি বুদ্ধি (আমার কত বুদ্ধি :) ) করে বোতলটা একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম যেন ইদুরটা একবার বোতলে ঢুকলে আর আমাকে দেখতে না পারে। এবার সেটা বোতলে ঢুকলে আমি একেবারে কাছে পৌছাতে পারলাম কিন্তু বোতলের ঢাকনাটা লাগিয়ে দেয়ার আগমুহুর্তে সেটা আবার বের হয়ে গিয়ে একটু দুরে দাঁড়িয়ে গেলো। আমিও স্বস্হানে মূর্তির মত দাঁড়িয়ে গেলাম। শ্বাসরূদ্ধকর কিছু সময় পার হলো (সত্যিই নিঃশ্বাস প্রায় বন্ধ করে ফেলেছিলাম), ছোঁচাটা আবার পায়ে পায়ে এগিয়ে আসলো। বোতলটার আশপাশ একটু দেখে, আমার পায়ের কাছে এসে কি জানি একটু শুঁকে সেটা আবার বোতলে ঢুকতেই ঢাকনাটা লাগিয়ে দিলাম :)



সকালে ইদুরটাকে বাইরে কোথাও ছেড়ে দেয়া যাবে ভেবে বোতলটা দরজার বাইরে রেখে এসে শুয়ে পড়লাম কিন্তু রাতের নিস্তব্ধতায় প্লাস্টিকের বোতলে ইদুরের ছোটাছুটির শব্দ খুবই জোরালো হয়ে কানে লাগছিলো। বেচারার বন্দীদশার জন্য খারাপ লাগলেও শব্দটা অগ্রাহ্য করে ঘুমানোর চেষ্টা করছি এসময় হঠাৎ মনে হলো ইদুরটা দম বন্ধ হয়ে মরে যেতে পারে, আমি বোতলটায় কিছু ছিদ্র করে দিয়েছিলাম কিন্তু ঐ মূহুর্তে সেটা মনে পড়লো না। অগত্যা আবার উঠে লাইট জ্বালিয়ে বোতলটা ঘরে নিয়ে আসলাম। এখন সমস্যা হলো এটাকে বাইরে ছাড়বো কিভাবে? রাত তখন প্রায় দেড়টা। এতো রাতে আমার সাত তলা থেকে নিচে নামার কোনই ইচ্ছা ছিলোনা, আবার এতো ওপর থেকে ফেলে দিলে বেচারা ইদুরটার ঠ্যাং কিংবা কোমর ভাঙার সম্ভাবনা ছিলো যা আমি মোটেও চাইছিলাম না। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে শেষে একটা বড় পলিথিন ব্যাগ কেটে চার কোনায় সুতা বেঁধে একটা প্যারাসুট বানালাম। এবার বোতলটার মুখ আলগা করে সেই প্যারাসুটে বেঁধে জানালা দিয়ে ছেড়ে দিলাম। সেটা নিরাপদেই নিচে নামলো। এতো ওপর থেকে ইদুরটাকে দেখা না গেলেও অল্পক্ষণ পড়েই পলিথিনটার ভেতরে নড়াচড়া দেখে ইদুরটা বোতলমুক্ত হয়েছে বুঝতে পেরে এবার নিশ্চিন্ত মনে ঘুমাতে গেলাম :) :)

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

পথহারা নাবিক বলেছেন: অসাধারণ!! খুব মজা পাইলাম!! নিজেকে ইঁদুরের মতো মনে হচ্ছে!! ধন্যবাদ!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

পুচকে ফড়িং বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কিন্তু আপনার নিজেকে ইঁদুরের মত মনে হচ্ছে কেন বুঝলাম না, আপনি কি বোতলবন্দি?

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

রেজোওয়ানা বলেছেন: এহ, ইন্দুরের সাথে এত ভাল মানুষি দেখিয়ে লাভ নাই /:)
সে যাই হোক ঘটনার বিবরনী ভাল লাগছে পড়তে ----

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

পুচকে ফড়িং বলেছেন: কেন??? ইন্দুর বেচারা কি দোষ করলো ???

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩১

রাসেলহাসান বলেছেন: আপনার মাথায় তো দেখছি বিশাল বুদ্ধি!! :)
ভালো লাগলো।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

পুচকে ফড়িং বলেছেন:
:)

৪| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

একলা ফড়িং বলেছেন: আপনিও ফড়িং 8-| :D B-)

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২০

পুচকে ফড়িং বলেছেন:
জী। ছোটমোট একজন

৫| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

বৃষ্টিধারা বলেছেন: আরে এখানে তো দেখি ফড়িং এর সমারোহ ...... :)

পোষ্ট ভালো লাগছে ।

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৩

পুচকে ফড়িং বলেছেন:
মাত্র দুইটা ফড়িং এ কি সমারোহ হয়?? :)

৬| ০৩ রা জুন, ২০১৪ ভোর ৫:৫২

পংবাড়ী বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.