নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সন্তান

[email protected]

জেসন

আমি আর একা নই....... কারণ আমার সংগে আছে আমার পূত্র ও স্ত্রী

জেসন › বিস্তারিত পোস্টঃ

রিক্সাওয়ালার প্রেম

২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫১

আমি এক রিক্সাওয়ালা একদিন সকালে, তখন বাজে সকাল ৮.১৬ মিনিট সিদ্ধেশরীর সামনে দিয়ে খালি রিক্সা নিয়ে মনের আনন্দে সিগেট খেতে খেতে রিক্সা চালিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই একজন পেসেঞ্জার পেলাম। দেখতে বেশ সুন্দরী, ড্রেস আপ ও ছিল জমপেশ (চমতকার)।

ম্যম : এই যে রিক্সা, এই যে, যাবে নাকি টি.এস.সি

রিক্সা : আপা যাব।

ম্যম : কত?

রিক্সা : ২২ টাকা

ম্যম : ২২ টাকা কোন হিসাব।

রিক্সা : ম্যম, দুইটাকা একটা পলমল সিগেট আর বিশ টাকা ভাড়া।

ম্যম : ফাজিল।

রিক্সা : ম্যম, ফাজিল না! কন কুতুব।

ম্যম : বিশ টাকায় যাবে নাকি বল।

রিক্সা : চলেন।

ম্যম : ঠিক মত চালাইয়া নিয়া যাইবা।

রিক্সা : ঠিক আছে, কোন টের ই পাবেন না, একদম লিমুজিন ক্যাবের মত নিরবে লইয়া যামু।

(ম্যম রিক্সায় উঠল চালানো শুরু করলাম)

ম্যম : তোমার বাড়ী কোথায়!

রিক্সা : ক্যান ম্যম, আমার বাড়ীত যাইবেন নাকি।

ম্যম : ধুর, তুমি শুধু কথা পেচাও।

রিক্সা : সরাদিন রিক্সা চালাই তাই কথা কওনের সময় পাই না, ইয়ং কাউকে পাইলে এই পেচাই আরকি।

ম্যম : ও তাই। যাইহোক, পোলা পাইন আছে নি তোমার।

রিক্সা : এক কুড়ি আছে।

ম্যম : কি কও,

রিক্সা : ফান করলাম, এহন বিয়া করি নাই, সবেত ২০

ম্যম : বিয়া টিয়া করনের প্লান আছেনি, তুমরাত আমার ১৫/১৬ তেই ২/৩ ডা পোলাপাইনের বাপ হও

রিক্সা : তয় ম্যম আপনাগো মত না।

ম্যম : কেমন!

রিক্সা : আপনারা বড় লোকেরা ত বিয়ার আগেই ...

ম্যম : রিক্সা থামাও

রিক্সা : (ম্যম গালে দিল এক চটাস, ইতর, অসভ্য), তারপর থেকে প্রেমে পড়ে গেলাম। এহনও প্রায় প্রত্যেক দিন ঐ রোডে রিক্সা চালাই কিন্তু হের লগে আর দেহা হয় না। প্রেম চটাং পটাং হইয়া গেল।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-২

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৯

রাশেদ বলেছেন: হুমম...

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৯

আমার কথা বলেছেন: ভাল্ই লিখছ...সম্ভবনা আছে!

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৬

অজানা একজন বলেছেন: হে হে হে হে জট্টিলজ

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৭

সুরঞ্জি্ত পাল বলেছেন: মামা, সিঠক কথা সব সময় বলেত হয় না।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫২

ফজল বলেছেন: জটিলস্।৫

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৪

ভাসমান বলেছেন: ভাল লিখেছেন । কাহিনী টা আরো লম্বা করেন ভাল হবে । পর্ব আকারে লিখেন এবং শেষে সুন্দর একটা Finishing.

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৭

মাথামোটা বলেছেন: রিক্সাওয়ালা এত শুদ্ধ ভাষায় কথা বলে?

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৭

জেসন বলেছেন: রিক্সাওয়ালা কি মানুষ না যে সুন্দর কথা বলতে পারবে না, একবার বনেই দেখুন।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৬

চীফ এডভাইজার বলেছেন: চেষটা চালিয়ে যান দেখা অবশ্যই পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.