![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিসমত মারিয়া মসজিটটি রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে অবস্থিত। রাজশাহী সদর হতে রাজশাহী ঢাকা মহাসড়ক ধরে প্রায় ১৩ কি.মি. গেলে শিবপুর বাজার নামক স্থান হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড ধরে এগিয়ে ৪থেকে৫ কি.মি. গেলে এই মসজিদ পাওয়া যাবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত হলেও এখন পর্যন্ত সম্ভবত এর কোন রক্ষনাবেক্ষণ বা সংরক্ষণের কোন উদ্যগ নেয়া হয়নি। আমবাগান আর ফসল এর ক্ষেত বেষ্ঠিত এই মসজিদটি সম্পর্কে গ্রামের জনগণের মধ্যে অনেক কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে।
এই মসজিদ সম্পর্কে সঠিক কোন ইতিহাস পাওয়া যায়না । তবুও নির্মাণশৈলী দেখে অনুমান করা হয় মসজিদটি আনুমানিক ১৫০০ সালে স্থানীয় কোন মুসলিম দরবেশ বা দিল্লির মুঘল শাসকদের নির্দেশে কোন জমিদার কর্তৃক নির্মিত। মসজিদটির ক্ষয়ে যাওয়া দেয়ালে এখনও কিছু শৈল্পিক কর্ম বিদ্যমান। মুসলিম ঐতিহ্য অনুসারে শিল্পীদের কৃত পোড়ামাটির টেরাকোটা যা গাছ ফুল লতা ইত্যাদি ধারণ করেছে সেগুলো এ মসজিদের সৌন্দর্য ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। তৎকালীন হিন্দুপ্রধান এই এলাকায় মুসলিমদের সংখ্যা কম হওয়ায় এ মসজিদটি আকারে বেশ ছোট।মসজিদটির তিনটি প্রবেশদ্বার আছে। প্রত্যেকটি দ্বারের ঠিক সামান্তরালে উপরে ছাদের মাঝামাঝি একটি করে গম্বুজ আছে। মসজিদটির সামনে লাগোয়াভাবে ছোট্ট উচু উঠান আছে যা অনুচ্চ প্রাচির দ্বারা বেষ্ঠিত এবং একটি তিন ধাপী ছোট সিঁড়ি দ্বারা ভূমিতে সংযুক্ত। এর দক্ষিণে একটি দ্বিতল চৌচালা স্থাপনা আছে যা বিবির ঘর বলে পরিচিত। পুরো স্থাপনাটা নির্মিত হয়েছে চুন ও সুড়কী এবং ইট দিয়ে। দেশের অন্যান্য পুরাতন মসজিদ এর সাথে এই মসজিদ এর একটি সাধারন ব্যতিক্রম পরিলক্ষিত হয় যা তা হল মসজিদটির একেবারে সন্নিকটে কোন বড় জলাধার বা পুকুর দীঘি নাই।
২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪২
নিউ সিস্টেম বলেছেন: বেশি বড় হলে এখন আর কেউ পড়তে চায়না । ধন্যবাদ ।
২| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদরে কত কত পুরাকীর্তি যে হারিয়ে গেছে কোন পরস্যিংখ্যানও বোধ করি নেই!!!!!!!!!!!!
দেখে এবং জেনে ভাল লাগল
+++++
২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৯
নিউ সিস্টেম বলেছেন: আমার মনে হয় বিদ্রোহী ভৃণ্ড ভাই হারিয়ে যায়নি সব চুরি থাক বেশি কিছু বলমু না পরে আবার কি না কি কে বলে । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৩| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৭
শামছুল ইসলাম বলেছেন: কিসমত মারিয়া মসজিদ ইতিহাস জেনে ভাললাগল।
কিন্তু রক্ষণাবেক্ষণ হচ্ছে না জানতে পেরে খারাপও লাগছে।
ভাল থাকুন। সবসময়।
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭
নিউ সিস্টেম বলেছেন: আপনাদের মন্তব্য পেয়ে লেখার আগ্রহ জাগল । ধন্যবাদ ভাই ।
৪| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২১
ব্লগ সার্চম্যান বলেছেন: নিউ সিস্টেম ভাই সত্যই আপনি সিস্টেম জানেন ভটে । কিসমত মারিয়া মসজিদ এর ইতিহাস জেনে ভালো লাগল ।
শেয়ার করায় ধন্যবাদ ।পথ চলা শুভ হোক দোআ করি । আপনার কাছ থেকে এরকম ইতিহাস আরো জানতে চাই ।
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২
নিউ সিস্টেম বলেছেন: আপনি আমার পোস্টে মন্তব্য করছেন দেখে ভালো লাগল । এবং আপনাদের মন্তব্য পেয়ে লেখার আগ্রহ জাগল । ধন্যবাদ ভাইয়া ।
৫| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: কিসমত মারিয়া মসজিদ
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫
নিউ সিস্টেম বলেছেন: ধন্যবাদ ভাইয়া লিংকে কিছু নাই ।
৬| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার তথ্যমূলক পোস্ট ।
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৯
নিউ সিস্টেম বলেছেন: আপনাদের সব সিনিয়ার ও ভালো ভালো সহ ব্লগার ভাইদের আমার পোস্টে পেয়ে আমিও অনেক আনন্দিত ভাইয়া।
৭| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার একটি মসজিদ, আগে তো কখনো নাম শুনিনি, শুভেচ্ছা জানবেন ভাই
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১
নিউ সিস্টেম বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আমিও এই প্রথম জানলাম ।
৮| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০
সাদা মনের মানুষ বলেছেন:
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩
নিউ সিস্টেম বলেছেন: ধন্যবাদ ! ভাচুয়াল চা আর সাথে বিস্কুট গ্রহণ করিলাম ।
৯| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভালো লাগল ।
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫
নিউ সিস্টেম বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
১০| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদরে কত কত পুরাকীর্তি যে হারিয়ে গেছে কোন পরস্যিংখ্যানও বোধ করি নেই!!!!!!!!!!!!
দেখে এবং জেনে ভাল লাগল
অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি নজরে আনার জন্য।
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৫
নিউ সিস্টেম বলেছেন: প্রতিউত্তরে মনে হয় আমার মনে হয় বিদ্রোহী ভৃণ্ড ভাই হারিয়ে যায়নি সব চুরি থাক বেশি কিছু বলমু না পরে আবার কি না কি কে বলে । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
১১| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৩
অদৃশ্য বলেছেন:
বাহ্, চমৎকার...
শুভকামনা...
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫
নিউ সিস্টেম বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লেখাটা আরো একটু বড় হলে ভালো হতো।