নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখমু ভাবছি ?

নিউ সিস্টেম

অনেক দিন চেষ্টা করার পরে আজ এখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারলাম !

নিউ সিস্টেম › বিস্তারিত পোস্টঃ

অপারেশন ডেজার্ট স্টর্ম

২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৩


পারস্য উপসাগরীয় যুদ্ধের সূচনা হয়েছিল ১৯৯০ সালের ২রা আগস্ট। ১৯৯১ সালের ২৮শে ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছিল। অপারেশন ডেজার্ট স্টর্ম নামে সমধিক পরিচিত সেই যুদ্ধের সংঘটিত হয় ইরাক ও আরও ৩৪টি দেশের জাতিসংঘ অনুমোদিত যৌথ বাহিনীর মধ্যে। ১৯৯০ সালের আগস্ট মাসে ইরাকের কুয়েত আগ্রাসন এবং কুয়েতি ভূ খন্ড দখলের প্রেক্ষিতে ইরাক বাহিনীর হাত থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল সে যুদ্ধের উদ্দেশ্য।পশ্চিমা দেশগুলোতে Gulf War Kuwait Invasion এবং পারস্য উপসাগরীয় যুদ্ধ বহুল ব্যবহৃত নাম।

এই নামগুলো যুক্তরাষ্ট্রের বেশিরভাগ জনপ্রিয় ঐতিহাসিক এবং সাংবাদিক ব্যবহার করেছেন। এই নামগুলো ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হল এগুলো অন্তত তিনটি যুদ্ধে ব্যবহার করা হয়েছে।কুয়েত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব, বাহরাইন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত একে কুয়েতের স্বাধীনতা যুদ্ধ হিসেবে চিহ্নিত করে।ফ্রান্স এবং জার্মানিতে এই যুদ্ধ War of Kuwait এবং Second Gulf War হিসেবে পরিচিতি পায়।ইরাক একে বলে The mother of all battles. অন্যান্য নাম যেমন Iraq-Kuwait conflict এবং U.N.-Iraq conflict ব্যবহৃত হতো।

অপারেশন গুলোর নাম
যৌথ বাহিনীর বিভিন্ন দেশ যুদ্ধে নিজেদের চালানো বিভন্ন অপারেশনের বিভিন্ন নাম দিয়েছিল। তবে কখনো কখনো সেই নামগুলো ভুলভাবে সমগ্র যুদ্ধটিকে বোঝাতে ব্যবহার করা হয়েছিল। বিশেষত যেমনঃ যুক্তরাস্ট্র পরিচালিত অপারেশন ডেজার্ট স্টর্ম।

১৯৯০ সালে কুয়েত থেকে ভারতীয়দের আকাশপথে উদ্ধার
কুয়েত ইনভেশন পর ১৯৯০সালের ১৩ই আগস্ট থেকে ২০শে অক্টোবর ১৯৯০-এ কুয়েত থেকে ভারতীয়দের ১৯৯০ আকাশপথে উদ্ধার করা হয় । এয়ার ইন্ডিয়ার একটি বেসামরিক বিমান দ্বারা ১৭০,০০০ জন মানুষ খালি করা হয় এবং ৫০০ মানুষ একটি জাহাজ মাধ্যমে পাঠানো হয়েছিল ।
ওয়াশিংটন: আমেরিকার সেনাবাহিনীর জেনারেল নরম্যান সোয়ার্জকফ জুনিয়র আমেরিকার সেনাবাহিনীতে তিনি ৩৪ বছর ধরে কর্মরত ছিলেন। ভিয়েতনাম যুদ্ধসহ বহুযুদ্ধের অভিজ্ঞতা লাভ করেন তিনি। তবে সামরিক বাহিনীর কর্মজীবনে তার সবচেয়ে সফল অধ্যায় উপসাগরীয় যুদ্ধ।

তথ্যঃ ইন্টারনেট থেকে সংগ্রহ করা ।



মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লেগেছে

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩

নিউ সিস্টেম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.