নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি "দল" বা "লীগের" নই । আমি দেশের ।

"আবার যুদ্ধে যাব, রাজাকার নিধনে যাব"

নিয়েল ( হিমু )

আমি হিমু ছিলাম, আছি এবং থাকব।

নিয়েল ( হিমু ) › বিস্তারিত পোস্টঃ

আমার চাকরি বন্দনা ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

একটা K.G. school এ SIR হতে চেয়েছিলাম ;)

ইন্টারভিউ এ গেলাম । শিক্ষক নেয়া হবে ১ জন ক্যান্ডিডেট ৩৪ জন /:)

তাতে কি আমার পর্যাপ্ত কনফিডেন্স আছে /:)

ইন্টার ভিউ ২ পর্বে ভাগ করা হল । প্রথম পর্বে মাত্র ১১জনপাশ কর্ল । আমিও একজন B-)

এখন ভাইবা /:)

কিন্তু ভাইবার আগেই মডারেটরদের মুভমেন্ট আমার কাছে পরিষ্কার হয়ে গেল কে চাকরি পাবে তা পূর্ব নির্ধারিত। এবং বেশিক্ষন লাগলনা বুঝেও গেলাম কে পাবে চাকরিটা ।

এই তো পেয়ে গেলাম সুযোগ B-)

ডাক পরল আমার । জীবনের প্রথম ইন্টার-ভু (এখন পন্ত ঐটাই শেষ) যেই সব প্রশ্ন জিগাইল তার উত্তর দিতে মুঞ্চাইতাছিল না /:)

ওরা যদি সত্যি উত্তর না জানত তাইলে তাদের K.G ইস্কুলের কোন একটা বাচ্চারে জিগাইলেই কৈয়া দিতে পারত আমি শিওর /:)

এর পরেও বেপক গুগোল ছার্ছ দিতাছি টাইপ ভাব নিয়া উত্তর দিতাছি । একটা উত্তর ইচ্ছা কৈরা ভুল করলাম । এখন আমারে কয় "আপনার অবস্থা তো খুবি খারাপ এত সহজ প্রশ্ন গুলার উত্তর এত ঝামেলা হচ্ছে কেন ?"

আমিঃ "আপনারা খুব ভাল করেই জানেন যে এখানে এমন একজনো নেই যে কিনা এই প্রশ্ন গুলোর উত্তর দিতে পারবে না । তার পরেও হেলামি প্রশ্ন উত্তর পর্ব কেন সাজিয়েছেন ?"

মডুঃ "মানে?"

মানে এই ধরনের আজগুবি প্রশ্ন উত্তর পর্ব না সাজিয়ে তো আপ্নারা যাচাই করতে পারতেন আমি বা আমরা ছোট্ট বাচ্চাদের কিভাবে দেখব, কিভাবে শিখাবো এইসব । না তা করছেন না করছেন কি আপনাদের চ্যায়াম্যান পর্ষদকে বুঝাচ্ছেন তাই নয় কি ?"

মডুঃ "আপনার কি চাকরি করার ইচ্ছা নেই ?"

আমিঃ "ইচ্ছা না থাকলে তো আসতাম না"

মডুঃ "তাহলে এরকম করতেছেন কেন? জবাবদেন পারফম দেখিয়ে চাকরি নিয়ে চলে যান" (আহ আরো একটা সুযোগ দিল আমাকে থেনকু)

আমিঃ "ইন্টারভিউ আমি যেমনি দেই চাকরি আমার হবে না এটা জানেন তো"

মডুঃ মানে ?

আমিঃ "কাগজে লিখে দেই একজন ক্যান্ডিডেটের নাম ? যে চাকরি পাবে"

মডুঃ "ঠিক আছে আপনি আসতে পারেন"

আমিঃ "আমার কাগজ গুলোকি ফেরত দেবেন"

মডুঃ "হ্যা নিয়ে যান । আচ্ছা আপনি জেনেও আসলেন কেন ?"

আমিঃ "জানতাম না । এখানে এসে বুঝেছি । এত দিন শুধু শুনতাম মামা-খালুর কথা আজকে প্রমান পেলাম"

তাদের আরো কিছু জবাব দিয়েছিলাম দিয়ে রুম থেকে বেড়িয়ে এসেছিলাম যেগুলো এখন মনে নাই :(

ঐ দিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর চাকরির ইন্টারভিউ ফেস করব না উপযুক্ত লিংক না থাকলে X( X(

লাগলে পুরা লাইফ "হিমু" থাকুম /:)

এবং এখনো এটাই বলি আমি ।



আরেকটা ইন্টার ভিউয়ের প্রস্তুতির গল্প বলি ।

তখন শেয়ার মার্কেট তুমুল হাই প্রফাইল নিয়া চলতাছিল । এক বড় ভাই বিশেষ লিংকএর কল্যাণে এক ব্রোকার হাউজের বিশেষ পদে আছেন । এখন ঐ খানে একজন কম্পিউটার অপারেটর বা এরকম কিছু একটা পদে লোক লাগবে । তো বড় ভাই জানে আমিই আছি পুরা ব্যাচে এক পিছ যে কম্পিটার বুঝে কিছু । তো ভাই কর্ল কি , পুরা ব্যাচরে ডাকালেন, ডাকায়া কয় "হাউজে লোক নিবে আমি চাই তোমাদের একজন আসো তার চাকরি মাস্ট" ;)

সবাই আমারে দেখাইল । ওকে আমিও রাজি । কারন আগেই কৈছি উপযুক্ত লিংক ছাড়া চাকরি তো পরে ইন্টার-ভু ই দিমুনা ছালা /:)

যেহেতু হাই লিংক আমিও রাজি ।

CV. ছবি সহ যা কিছু লাগে সব নিয়া জমা দিতে গেলাম ঘনিষ্ট ৫ জন মিইলা । কারন ভাইর অফিসে গেলে যেই জম্পেশ আড্ডা আর খানাপিনা হয় ইয়াম্মি । তার কয়েক দিন পর থেকেই মার্কেট ধশ খাওয়া শুরু করল । যার প্রভাব বর্তমানেও বিদ্যমান । শেয়ার মার্কেট তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে চাচ্ছে ।

সে যাই হোক লোক নেয়া স্থগিত করল । আমার ইন্টার-ভু শেষ ।





প্রার্থনায় উত্‍সর্গঃ হে মহান করুনাময় তুমি, মেহেদী হানান মানিক ভাইএর দিকে তোমার করুনার হাত বাড়িয়ে দাও ।

মানিক ভাই চাকরি আপনি পেয়ে যাবেন, শুখবরটার অপেক্ষায় রইলাম মানিক ভাই, শুভ কামনা জানবেন ।

মন্তব্য ১৮৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৮৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০

একজন আরমান বলেছেন:
হুম্ম।
বড়ই আপচুচ। /:) /:)
মানিক বাইয়ের লেইজ্ঞা দোয়া হরলেন,
ভালা কতা।
তয় মোর লেইজ্ঞা হরলেন না কেন? /:) /:) /:)
আপ্নারে মাইনাচ ! :-P :-P :-P
ভুলে একটা প্লাস দিছিলাম তাই এখন দুইডা মাইনাচ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

নিয়েল ( হিমু ) বলেছেন: এহেনে গেলে যত খুশি মাইনাছ দিতার্বেন । /:) /:) /:)
মোবাইল ভার্ষণে মাইনাছ দেয়া যায় ;) ;) ;) ;)

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: প্রথম ইন্টারভিওটা মজা লাগলো ! ভালোই কথা শুনিয়ে দিয়েছেন। কিন্তু আপনার পড়াশুনা শেষ নাকি? এখনি চাকরি কেনো? আমি এমন টার্গেট নিয়েছি যেনো চাকরি আমার পেছনে দৌড়ায়, চাকরির পেছনে দৌড়ানোর ইচ্ছা নাই।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: বাহ আপনার টার্গেট তো জটিল ।
পড়া্লেখা শেষ মানে ? B:-) B:-) B:-) আরে ভাই পড়ালেখার বয়স আছে নাকি ?
তবে ইন্টারভিউ দুটো আমার HSCর পরের । প্রথমটা নিজের ইচ্ছায় গিয়েছিলাম কারন বাচ্চাপুলাপান ভাল পাই খুব তাই । আর ২য়টা তো লেখাই আছে কেন চাইছিলাম । :)

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮

আমিনুর রহমান বলেছেন: post a +++
Manik er o chakri hoye jabe inshaallah :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

নিয়েল ( হিমু ) বলেছেন: “মানিক ভাইয়ের চাকরিটা হয়ে গেছে” এই খবরটা শোনার অপেক্ষায় আছি :)

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫

নাইট রিডার বলেছেন: আপনিও ব্রোকার হাউজে ঢুকতে চাইলেন আর বাজারও পড়ল, শেয়ার বাজার ধসের মুল কারণ আজ উদঘাটিত হল, এখন আমার লসের টাকা ফেরত দেন X( X( X( X(

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনি জানি কে ? আমিই বা কে ? আরে ভাই এখন বিজি আছি পরে যোগাযোগ করেন । ইয়ে টাকা মাইর গেছে ? কত ? আরে এগুলা হবেই । টাকা আজকা আছে কালকা নাই :P :P :P টাকা দিয়া কি হবে ? বাদ দেন না এইসব ;)

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

কালোপরী বলেছেন: মাঝে মাঝে আমি ভাবি আল্লাহ আমাকে কত সহজে চাকরি পাইয়ে দিয়েছেন :)



আল্লাহ আপনি সবার জীবিকাকে সহজ করে দেন। আমিন

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

নিয়েল ( হিমু ) বলেছেন: আল্লাহ এইটা করেন না :( :( :(

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২

নীড় ~ বলেছেন: কারন আগেই কৈছি উপযুক্ত লিং ছাড়া চাকরি তো পরে ইন্টার-ভু ই দিমুনা ছালা

পোস্টে একাধিক বার "লিং" উল্লেখ করেছেন
এটা কোন ভাষার শব্দ! এটার মানে কি?

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: ধন্যবাদ ভাই । ঠিক করে দিয়েছি । তবে কিছু বানান আছে ইচ্ছাকৃত ভুল । সেগুলো বাদে আর কোন ভুল থাকলে ধরিয়ে দিন কৃতজ্ঞ থাকব :) :)

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

ম.র.নি বলেছেন: হিমু ভাই ইন্টারভিউতে মেজাজ দেখায়া চাকরী পাবেন না।কথা বলে কনভিন্স করে চাকরি বাগানোই 'স্মার্টন্যাস'। 'ইয়াং এ্যাংগ্রী ম্যান' এ্যাটিচুড দেখালে চাকরী সোনার হরিনই হয়ে থাকবে। তয় লীগ সরকার ক্ষমতায় থাকার পরও চাকরী পেতে পেইন হচ্ছে? প্রধানমন্ত্রী বলেছিলেন 'ঘরে ঘরে চাকরি হবে'!!দেখুন ব্রোকার হাইজের চাকুরীটা হতে হতেও হলো না, যাদের সাপোর্ট করেন তারাই লুটপাট করে শেয়ার বাজারটা ধংস করে দেশকে মেরুদন্ড ভেংগে দিয়েছে।'ব্ল্যাকে' আপনি ধরা।আমরা আসলে বোকা মানুষ হিমু ভাই।যাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্থ হই তাদেরই আমরা সাপোর্ট দেই।যারা দেশে নেতাগিরি ফলান,লুটপাট করেন তাদের ছেলে মেয়ে বিদেশে থাকেন।আর আমরা যারা ঐসব নেতাদের কথায় উঠি বসি তারা মিছিলে, ব্লগে একটা 'শো পিস' ছাড়া অন্যকোন কাজে আসি না।যাই হউক শুভ কামনা রইলো আপনার জন্য।

অ:ট:: মার্কেটে নাকি রূপাকে নিয়ে ঘুরা ফেরা হয়!!খিকস্

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

নিয়েল ( হিমু ) বলেছেন: আজিব টাশকি খাইলাম । কিয়ের মৈদ্দে কি /:) /:) /:) /:)



অঃটঃ আমারে আজে বাজে কথা জবাব দিলে আমি আজে বাজেই কমেন্ট করি । আপনি দেখেন নাই ঐ মহিলা আরেকজনের কমেন্টের জবাবে বলছিল আমি মেয়ে নিয়া মার্কেটে ঘুরি । তাই ঐরকম জবাব দিছিলাম /:) /:) /:)
এখন যা মনে চায় ভাবতে পারেন

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

লাবনী আক্তার বলেছেন: কালোপরী বলেছেন: আল্লাহ আপনি সবার জীবিকাকে সহজ করে দেন। আমিন

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

নিয়েল ( হিমু ) বলেছেন: কালোপরীকে লেখক বলেছেন: আল্লাহ এইটা করেন না :( :( :(

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমিও খুব কষ্টকর অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি বিভিন্ন ইন্টারভিউয়ের সময়। মনে পড়ে গেল অনেক কিছুই এই লেখায়।

নতুন জব ক্যান্ডিডেট দের জন্য একটাই দোয়া করি, অতি দ্রুত যাতে তারা চাকরী পেয়ে যান, খুব কষ্টকর অভিজ্ঞতা হবার আগেই।

মানিকের জন্যও দোয়া রইল।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: মানিক ভাইয়ের জন্যও দোয়া রইল :)

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

জাকারিয়া মুবিন বলেছেন: আশা করি মানিক অতিদ্রুত চাকরি পেয়ে যাবে।
ফি-আমানিল্লাহ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: ফি-আমানিল্লাহ।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

স্বপনবাজ বলেছেন: হিমু থেকে যান !

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

নিয়েল ( হিমু ) বলেছেন: এখনো সেটাই আছি ;) ;) ;)

তবে হিমু থেকে যাবার পরামর্শ দিয়ে আমাকে ছাপর্ট দেয়ায় আপনাকে ধৈন্না মেলা B-) B-) B-)

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: বেকারের ছরা ছরি , এতো দেখি পুরা বেকারি হয়া গেছে B-))


আমরা আর কারও দয়ার চাকরির অপেক্ষায় থাকবো না । আমরা নিজেরাই এমন কিছু করবো যখন আমরা নিজেরাই বেকারদের চাকরি দিতে পারবো। এই মনোবল নিয়ে সবাই চিন্তা ভাবনা করেন।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

নিয়েল ( হিমু ) বলেছেন: বেকারি B:-) B:-) B:-) B:-) B:-)

যট্টিল বুদ্দি । মানিক ভাআআআ্ই পাইলটের কাছ থিকা বুদ্দি পাইছি একটা । মানিক ভাই পিলিজ ফলোইট ;) ;) ;) ;)

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

আমিভূত বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন আমরা আর কারও দয়ার চাকরির অপেক্ষায় থাকবো না । আমরা নিজেরাই এমন কিছু করবো যখন আমরা নিজেরাই বেকারদের চাকরি দিতে পারবো। এই মনোবল নিয়ে সবাই চিন্তা ভাবনা করেন।

সেই কামনাই করি ,শুভ কামনা ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

নিয়েল ( হিমু ) বলেছেন: মানিক ভাইয়ের জন্য শুভ কামনা । সাথে আপনার জন্যও :)

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

লোনলিফাইটার বলেছেন: ব্যাপক অভিজ্ঞতা দেখি ;) B-)) :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

নিয়েল ( হিমু ) বলেছেন: জীনাব ব্যাপকককক ;) B-)) :P

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: হম্মমমমমম চাকুরীর ইন্টারভিউ অভিজ্ঞতা! কত কাহিনী রে, মনে পড়লে একটা দীর্ঘশ্বাস বার হওয়া আসে।


হিমুরা চাকুরি করেনা, বড় জোর ইন্টারভিউ বোর্ডের গাধাগুলারে একটু পেইন দ্যায়। ! :) :)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন:
ৎঁৎঁৎঁ বলেছেন: হিমুরা চাকুরি করেনা, বড় জোর ইন্টারভিউ বোর্ডের গাধাগুলারে একটু পেইন দ্যায়। !
তো এবার বলেন আমি লাইন মত আছি কিনা ;) ;)

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

তারছেড়া লিমন বলেছেন: সেইরাম হইচে....................

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

নিয়েল ( হিমু ) বলেছেন: ;) ;) ;) ;) ;) ;)

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: খেক খেক

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

নিয়েল ( হিমু ) বলেছেন: :D :D :D :D

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

মামুন রশিদ বলেছেন: প্রার্থনায় উত্‍সর্গঃ হে মহান করুনাময় তুমি, মেহেদী হানান মানিক ভাইএর দিকে তোমার করুনার হাত বাড়িয়ে দাও ।


ইন্টারভিউ'র গল্প জোশ হইছে । ;)

মেহেদি হাসান মানিক এবং নিয়েল হিমু দুজনের জন্যই রইলো শুভ কামনা ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

নিয়েল ( হিমু ) বলেছেন: :) :) :)

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:
ওই মিয়া আজাইরা প্যাচাল বাদ দিয়া আমার জইন্নে দোয়া করেন। /:) /:) /:)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

নিয়েল ( হিমু ) বলেছেন: খালি দুয়া দিলে কাইলকা আবার আইবেন পানিপরা খুজতে তাই এক বারেই দিয়া দেই । যখন মনে চায় যেমনে মনে চায় খাইবেন :-B :-B :-B

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

shfikul বলেছেন: হুম।একদম উচিৎ কথা বলছেন।গুষ্ঠি কিলান এমন ছাতার চাকরি।দরকার হলে আপনে আমি মিললা বেচুম লাকরি।তাও ভালো তাও ভালো।নিজের টাকায় পেট ভরাবো।জ্বালবো ঘরে আলো।আজকে তবে রাখি।বন্ধ হচ্ছে আখি।আবার হবে দেখা।আসলে নতুন লেখা।ইন্টারভ্যু'য়ে ঝাটা।নিবেন আমার টাটা।এবার তবে বাই।মুখে হাসি চাই।আমি কিন্তু গেলাম।সবাই নিবেন সেলাম।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

নিয়েল ( হিমু ) বলেছেন: বেচুম লাকরি B-) B-) B-) :D :D :D


এইতো মুখে হাসি :) :) :) :) :) :) :)

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

shfikul বলেছেন: একটা কথা বলতে ভুলে গেলাম।
তাইতো আমি আবার ফিরে এলাম।
শিরোনাম চাকরি বন্দনা।
লিখছেন কিন্তু মন্দনা।
এবার তবে আসি।চাকরি হলে মানিক হিমুর।
খাবো মোরা খাসি।
জানাই তবে বিদায়।
পেটটা জ্বলে খিদায়।
সাবাই এবার ঘুমা।
রাত্রিরে দে চুমা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: প্রথমে কৈলেন বেচুম লাকরি এখন আবার কন চাকরি হৈলে খাবেন খাসি বুঝলাম নাতো উপ্রেদিয়া গেলগাযে B:-) B:-) B:-) :D :D

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

আশিক মাসুম বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: বেকারের ছরা ছরি , এতো দেখি পুরা বেকারি হয়া গেছে B-))


আমরা আর কারও দয়ার চাকরির অপেক্ষায় থাকবো না । আমরা নিজেরাই এমন কিছু করবো যখন আমরা নিজেরাই বেকারদের চাকরি দিতে পারবো। এই মনোবল নিয়ে সবাই চিন্তা ভাবনা করেন



পোস্ট মজা হয়েছে ++ ;) B-)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

নিয়েল ( হিমু ) বলেছেন: :D :D :D :D ;) ;) ;) ;) ;)

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

shfikul বলেছেন: হিমু ভাই আপনে কই?

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: কি জানিরে ভাই কৈ যে গেল /:) /:) /:) ;) ;) ;)

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

ইখতামিন বলেছেন: কীরে খোকা?
তো কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি.
আর এখন তুই আমার খবরই রাখিস না :( :( :(


এটি একটি সংলাপ:
;) B-)) :P

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

নিয়েল ( হিমু ) বলেছেন: জী এটি যে একটি সংলাপ আমি তা বুঝেছি B-)) B-)) B-)) B-))

কারন এরুপ কথা বলিবার কোন কজ নাই ;) ;) ;) ;)

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

মেহেদী হাসান মানিক বলেছেন: :( :( :( :( :( :(
চাকরির কপালে খামচাই

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

নিয়েল ( হিমু ) বলেছেন: ঠিকমত খামচায়েন /:) /:) /:) /:)

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

গুরুমিয়াঁ বলেছেন: কেজি ইশকুলের একটা মাষ্টর ৮০০/৯০০ টেহা বেতন পায় !!!!!
আর তুমি গেছ ইন্টারভিও দিতা লোল.।.।.।.।
(পরে পড়ে দেখমু)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আসলেই লোল /:) /:) /:) /:)
তবে আপনার পোষ্টের কথা মনে পরলেই আমার অবস্থা কি হয় জানেন ? নিচে দেখেন B-)) B-)) B-))

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

মাক্স বলেছেন: আমিও একবার গেসিলাম ইন্টারভিউ দিতে। ভয়ানক অবস্থা।

মানিক ভাইয়ের জন্য শুভকামনা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

নিয়েল ( হিমু ) বলেছেন: মানিক ভাইয়ের জন্য শুভকামনা রইলো।

২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

হিমু71 বলেছেন: হিমু তাকা ভাল.......।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

নিয়েল ( হিমু ) বলেছেন: হিমুই তাকব :D :D :D ;) ;) ;)

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

মেহেরুন বলেছেন: চরম অভিজ্ঞতা হিমু ভাই :)

কেমন আছেন???

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

নিয়েল ( হিমু ) বলেছেন: :) :) :) :)

আমি ভাল আছি আপু :) আপনার নতুন জীবন নিশ্চই খুব ব্যাস্ত রাখছে আপনাকে ? আনন্দে থাকুন শুভকামনা সব সময় :)

৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

গুরুমিয়াঁ বলেছেন: তুমি কইরা কইয়ো, খুশী হইবাম।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

নিয়েল ( হিমু ) বলেছেন: অকে থেন্কু ফর গিভ মি ছার্টিফিকেট ব্রো ।

৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

ইখতামিন বলেছেন: এক হালি থিনক ;) B-)) :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনে তো মানুষ ভাল না মিয়া B:-) B:-) B:-) B:-)
আরেক জনের ইমু ( ;) B-)) :P ) নিজের নামে চালান কেন ? X( X( X(

৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

সালমাহ্যাপী বলেছেন: আহা সেইরাম অভিজ্ঞতা :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

নিয়েল ( হিমু ) বলেছেন: জী সেরাম অভিজ্ঞতাই তো :) :)

৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ইখতামিন বলেছেন: হাহাহা এইটা আমার ট্রেডমার্ক ইমো
( ;) B-)) B-)) :P ) মনে রেখো ভ্রাতা :P
তোমার কাছে হেরে গেলাম :(

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি আবার যুদ্দ ঘুষণা কর্লাম কুনসুম ? /:) /:) /:)

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

আলতামাশ বলেছেন: হিমু থাকবেন?
রুপা ভাবিরে সারা জীবন কুমারি কইরা রাখবেন :-P
এইডা কইলাম ঠিক না

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

নিয়েল ( হিমু ) বলেছেন: পাব্লিক প্লেস। পাব্লিক প্লেস । পাব্লিক প্লেস ।

৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

চয়নিকা আহমেদ বলেছেন:
পড়ে তো আমি হাসতে হাসতেই শেষ।
এমন চাকরির কোন দরকার নাই।
তুমি হিমুই থাকো।

মানিক ভাইয়ের জন্য দোয়া থাকলো।
ভালো থেকো ছোট্ট ভাইয়া।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আমাকে হিমু থেকে যাওয়ার জন্য উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।

মানিক ভাইয়ের জন্য দোয়া থাকলো।

৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

রাইসুল নয়ন বলেছেন: চাকরী আমারও একটা লাগব,
চিভি বানাইতে গিয়া দেহি জুজ্ঞতার বরই অভাব,
তাই আম্মারে কইছি আমারে দিয়া হইব না,
চা, বিড়ির দোকান দিমু ভরসা পাইনা,
বন্ধু বান্ধব বিল না দিয়া যাইবেইজ্ঞা =p~ =p~

এমন আইন থাকতো যে যোগ্যতা থাউক আর না থাউক বাপের চাকরী পোলায় করবে, ঐ পদ নির্ধারিত !!!!

তাইলে আব্বারে রাগ হইয়া কইতাম, অনেক বড় হইচি বাবা ,
আমি সংসারের ঝামেলা গুলা সামলাইতেছি, আপনি নিশ্চিন্ত থাকেন :D :D :D

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

নিয়েল ( হিমু ) বলেছেন: যোগ্যতা থাউক আর না থাউক বাপের চাকরী পোলায় B:-) B:-) B:-) B:-) দারুন অফার দেখি

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

রুদ্র মানব বলেছেন: জটিল ভাইবা অভিজ্ঞতা নিয়েল ভাই B-) B-) B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

নিয়েল ( হিমু ) বলেছেন: হ জটিল B-) B-) B-) ;) ;) ;) :-B

৩৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

ইখতামিন বলেছেন:
নি. কেমন আছো?

***************************************
ব্লগারদের পক্ষ থেকে আমি মডারেটর প্যানেলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে- তাঁরা সিংহমামা নামক হিংস্র প্রাণী ও একটা ভার্চুয়ালি রেপিস্টকে ব্যান করেছেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

নিয়েল ( হিমু ) বলেছেন: :) :) :)

ভাল লাগল বিষয়টা ।

৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

প্রিন্স হেক্টর বলেছেন: দক্কার অয় পিওনের চাকরি করমু কিন্তু কারো দয়ায় চাকরি নিয়া মাথা বেচুম না :-0 :-0


উপরে একখান পাঠা আইছিল দেখছি :D

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: পিওনের চাকরির জন্যও শুনছি মামা,খালু লাগে । /:) /:)

পাঠা হোক আর যাই হোক ব্যাক্তিগত ক্যাচাল এইখানে কর্লে X(( X(( X(( X(( X((

৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

ম.র.নি বলেছেন: হিমু ভাই চাকরীর কি অইলো?জানালেন না তো!

উপরে দেখতাছি একটা 'বাছুর' আইছিলো।খিকস। আবার নাম রাখছে কি, ফকিন্নির পোলার নাম মিয়া খাঁ।কই যাই। B-)) :D ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

নিয়েল ( হিমু ) বলেছেন: চাকরির খবর দেয়ার জন্য এই পোষ্ট দেই নাই তো :D :D :D

বাছুর হোক আর যাই হোক ব্যাক্তিগত ক্যাচাল এইখানে কর্লে X(( X(( X(( X(( X((

৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

প্রিন্স হেক্টর বলেছেন: ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই নি! =p~ =p~ =p~ =p~



একজনকে চরম গালি দেয়ার জন্য মুখ তেতে আছে, কিন্তু আমার পরিবার তার পরিবারের মত না, আমার পরিবার আমাকে ভদ্রতা শিখিয়েছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

নিয়েল ( হিমু ) বলেছেন: ব্যাক্তিগত ক্যাচাল এইখানে কর্লে X(( X(( X(( X(( X(( X(( X((

৪২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

ম.র.নি বলেছেন: ভাইয়ের মনে হয় মিয়া খাঁ নামটা পছন্দ অইছে ;)গ্যন্জাম শুরু করে অহন আইছে 'সূফী' সাঁজতে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: ব্যাক্তিগত ক্যাচাল এইখানে কর্লে X(( X(( X(( X(( X(( X(( X((

৪৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন:
আমি কিন্তু দেখতেছি X( X( X(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ব্যাক্তিগত ক্যাচাল প্রশ্রয় দিব না X( X( X( X(

৪৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

প্রিন্স হেক্টর বলেছেন: আচ্ছা ব্লগে কি একঘন্টার জন্য আমাকে গালি দেওয়ার সুযোগ দিবে? একজনকে বাজে ভাষায় গালি দিতে মন চাইতেছে। X( X( X(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

নিয়েল ( হিমু ) বলেছেন: গালাগালি মানা নাই পোষ্ট দিয়া যত খুশি তত চলুক গালাগালি /:) /:) /:) /:)

৪৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

ম.র.নি বলেছেন: জানে দে জানে দে থরি হাওয়া আনে দে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

নিয়েল ( হিমু ) বলেছেন: বাংলা না জানলে অফ টোটাল অফফফফফ
X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

৪৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

প্রিন্স হেক্টর বলেছেন: তার সাথে আমার কোন ক্যাচাল নাই। আমি যার তার সাথে ক্যাচাল করি না। আমি ক্যাচালবাজও না।

তবে হিমু ভাই, তার ঘিলুর চেয়ে ঐটার সাইজ বড়ো। আমার সাথে অযথা লাগতে আসলে বাশ দিবো। X( X( X(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

নিয়েল ( হিমু ) বলেছেন: ক্যাচাল না করাই ভাল

৪৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

ম.র.নি বলেছেন: হিমু ভাই, আপনার ব্লগে ঘটনা শুরু করছে কে এটা আগে দেখেন।যিনি শুরু করছে তার শাস্তি চাই।বিচারের ভার রইল আপনার কাছে।আজাইরা টেম্পার না দেখালেও চলবে এসব 'ফু' 'ফা' কত দেখলাম। ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

নিয়েল ( হিমু ) বলেছেন: ক্যাচাল না করাই ভাল

৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

প্রিন্স হেক্টর বলেছেন: নিয়েল ভাই, আমি কি কারো নাম উল্লেখ করেছিলাম?

এর পুটুতে আগুন জ্বলে ক্যান? কয়দিন মাত্র ব্লগিং করতেছে(যদিও আমিও নতুন), পোষ্টের বাহার কি... বিএনপি-জামাত এর ভক্ত-আশেকান মুরিদান এই ব্যাটার ৮০% পোষ্ট লীগ বিদ্বেষী। আইসাই ক্যাচালের ধান্ধা। শালায় পুরা মাল্টি। হাব-ভাব দেখলেই বোঝা যায়। এখন দেখলাম কয়টা পোষ্ট আবার ডিলিট/ড্রাফট করছে।

এরকম ছাগল কোন ক্ষ্যাত থেকে যে আইছে ব্লগাইতে X(( X((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

নিয়েল ( হিমু ) বলেছেন: :-P :-P :-P :-P :-P :-P :-P

৪৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

ম.র.নি বলেছেন: প্রমান পাইছেন হিমু ভাই কে শুরু করেছে?যিনি 'লন্চের বোংগা ধরে শহরে এসে বলে ও মনু ডাইলে লবন দেছো না দেবা' হেয় আরেকজনরে কয় ক্ষ্যাত।স্লা একটা ডিজ্যুস বাছুর।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

নিয়েল ( হিমু ) বলেছেন: :-P :-P :-P :-P :-P :-P :-P

৫০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

নিয়েল ( হিমু ) বলেছেন:
প্রিন্স হেক্টর এবং ম.র.নি. ২জন কেই বলছি । কমেন্ট গুলোর জবাব আমি পরে দিব । তবে আমার এই কমেন্টের পরে যেই কমেন্ট করবে মানে যার কমেন্ট প্রথমে আসবে (আপনাদের ব্যাক্তিগত কেচাল বিষয়ক) সে হবে আমার প্রথম ব্লক লিস্টের বাসিন্দা । এবং এক মাত্র তাকেই ব্লক কর্ব হোক সেটা প্রিন্স অথবা মরনি । একজন কেই করব ব্লক ;)
এতে অন্য জন যা মন চায় বলার সুযোগ পাবেন ;)

সো খেয়াল কৈরা ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

নিয়েল ( হিমু ) বলেছেন: মনে হয় পরিস্থিতি আন্ডার কন্ট্রল

৫১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: খারাপ লাগলো নিয়েল ভাই।কি করবেন বলেন ? দেশটাই এমন হয়ে গেছে।মামা চাচা খালুর জোর ছাড়া চাকরী পাওয়াই দুষ্কর।তবে লেগে থাকেন,পড়াশোনা আরো করতে থাকেন,ভাগ্য আপনার সহায় হবেই।পারলে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো বিভিন্ন কোর্স করতে থাকুন যা আপনার অভিজ্ঞতার পাল্লা ভারী করবে এবং সিভির ইম্পোর্টেন্স বাড়াবে।

এই সব দেখেই দেশে আসতে ইচ্ছে করেনা।তাই সিদ্ধান্ত নিয়েছি পিএইচডি না করে দেশে ফিরবো না।নিজের ভবিষ্যৎ নিয়ে যাতে অনিরাপদ বোধ করতে না হয়।

মন খারাপ করবেন না,আপনার সাহস আছে,জয় আপনার হবেই।

মানিক ভাইয়ের জন্যও শুভকামনা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন: মানিক ভাইয়ের জন্যই শুভকামনা।

৫২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

রাইসুল নয়ন বলেছেন: ভাই,
মেইল পান নাই ?

এই লিংক এ একটা বাবুর ছবি আছে, তাঁর অনুমতি নিয়া আপনার পোস্টে দিতে পারেন ,
Click This Link

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন: :) :) :)

৫৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

htusar বলেছেন: হিমুদের চাকরির কি দরকার? বাদলের বাপের থিকা টাকা নিলেই হয় ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

নিয়েল ( হিমু ) বলেছেন: হিমুদের চাকরির কি দরকার?
সহমত /:) /:) /:) /:) /:) /:)

৫৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

ইখতামিন বলেছেন: Himu Neyal posted to Ikhtamin Salman
30 minutes ago
ভাল লাগল খুব । :)

কিছুই বুঝলাম না.
কী ভালো লাগলো :||

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন: কার কি ভাল লাগল এইটা তো সেই ভাল কৈতে পারব :P :P :P :P :P :P

৫৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

ইখতামিন বলেছেন: :P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ;) ;) ;) ;) ;)

৫৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

ফালতু বালক বলেছেন: ঐ দিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর চাকরির ইন্টারভিউ ফেস করব না উপযুক্ত লিংক না থাকলে
লাগলে পুরা লাইফ "হিমু" থাকুম
এবং এখনো এটাই বলি আমি

;) ;) ;) ;)

শুভ কামনা, নিয়েল ভাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

নিয়েল ( হিমু ) বলেছেন: :-B :-B :-B :-B :-B :D :D :D

৫৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

অনীনদিতা বলেছেন: হিমুর চাকরির কি দরকার? :P:P:P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

নিয়েল ( হিমু ) বলেছেন: কোনই দরকার নাই । পোষ্টেই বলেছি
লাগলে পুরা লাইফ "হিমু" থাকুম /:)
এবং এখনো এটাই বলি আমি ।

:) :) :) :) :) :)

৫৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
হিমুই থাকেন রুপারে নিয়া বৃষ্টির মধ্যে চা খাবেন :#)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

নিয়েল ( হিমু ) বলেছেন: আবার জিগায় B-)) B-)) B-)) B-))

৫৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

একজন ঘূণপোকা বলেছেন: লিন্‌কিন পার্ক বলেছেন:
হিমুই থাকেন রুপারে নিয়া বৃষ্টির মধ্যে চা খাবেন :D

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

নিয়েল ( হিমু ) বলেছেন: পুরা মনিটর দেখি নিজের কব্জায় নিয়া ফেলছেন :D :D :D :D
চোখে ত আন্ধার দেখতাছি :D :D :D :D :D :D

৬০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

রামিজের ডিপফ্রিজ বলেছেন: এজন্যই আমি চাকরি করতে বিশেষ আগ্রহী নই। বরং নিজে কনসাল্টেন্সি বা ব্যবসা খুললে নিজের স্বাধীনতাও বজায় থাকে আর লাভের গুড় পিঁপড়েয় খায় না।

আমাদের বাবা মা পাড়া প্রতিবেশী সবাই "চাকরি করো ! চাকরি করো!" বলে ছোটবেলা থেকেই এমন ট্রেনিং দেয় যে সেটাই শিরোধার্য হয়ে যায়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

নিয়েল ( হিমু ) বলেছেন: কথা ১০০% সঠিক বলেছেন ।

৬১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

নিষিদ্ধ আমি বলেছেন: হিমু ভাই কেমন আছেন? চাকরির কি দরকার? নিজেই একটা কে,জি স্কুল খুলে নিলে পারেন। B-) =p~ :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: রাজপথে আছি । ভাল আছি ।

তবে বুদ্দিটা বেশি ভাল দিয়ে দিয়েছেন ;)

৬২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট দুইবার পড়েছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

নিয়েল ( হিমু ) বলেছেন: এই পোষ্ট দেয়ার পর খুব সম্ভব আপনাকে আমার ব্লগে ৪বার দেখেছি :)
এইবারি প্রথম কমেন্টে দেখলাম :)

৬৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

যাযাবর৮১ বলেছেন:




গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন: জেগেছে জনতা, বিচারে ফাঁসি এবার চাই

জয় বাংলা

৬৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

বাংলার হাসান বলেছেন: স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্য কিছু প্রস্তাব ও দাবী দাওয়া।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: সুন্দর এবং অসাধারন কিছু সত্য দাবি আপনি প্রস্তাব করেছেন । তাই আপনার সাথে সহমত ।
জয় বাংলা

৬৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

অনীনদিতা বলেছেন: ফালগুনের শুভেচ্ছা:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: অনেক ভাল লাগল আপু :)

আপনাকেও ফালগুনের অনেক অনেক শুভেচ্ছা :)

৬৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

যাযাবর৮১ বলেছেন:






কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন:
বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

৬৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

খুব সাধারন একজন বলেছেন: এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ

আমারে ব্লক করসে আটদিন আগে।
আমার অনেক কষ্ট ব্রো, বুকটা ফাইটা যায়। মোসলে ভাইরে কিছু কইতে পারি না।
অন্তর পোড়ায়। জয় বাংলা চলতাছে আকাশে বাতাসে। আমি পোস্ট করতে পারি না, ব্লক খাইসি ইচ্ছামতন পোষ্ট আর কমেন্ট কইরা। এহন সাধু সাজছি ব্রো। আমার সাধের সাধারন একাউন্ট সাতদিনের জন্য লালবাতি জ্বালাইছে। কর্তৃপক্ষের দোষ নাই, যেই ভাষা ব্যবহার করতাছিলাম, তার উপরে আবার দুই একজন ভাল মানুষরেও ভুলে ধাতানি দিছি। ভুলের মাশুল তো হইবই।

জয় বাংলা।
জয় জয় জয় বাংলা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: জয় বাংলা থামানি যাইব না ।

৬৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

maya111 বলেছেন: চলেন ভাতের হোটেল দেই ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: চলেন /:) /:) /:)

৬৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

অবচেতনমন বলেছেন: হিমু ,,,,,,,,,কল্পনাতে যার বিস্তর বাস্তবে নয়,,,,,,,,,থেমে থেকোনা বন্ধু এগিয়ে যাও ক্লান্তীহিন ভাবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

নিয়েল ( হিমু ) বলেছেন: বেচে আছি যতদিন থামব না ভাইয়া ।

৭০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

ডানাহীন বলেছেন: হিমু হইয়া চাকরির ইন্টারভিউ দিতে গেছেন .. মহাপুরুষ সম্প্রদায় অল্পের জন্য আপনাকে হারায় নাই; আপনি চাকরি দেবেন, খাবেন .. করবেন ক্যান !!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

নিয়েল ( হিমু ) বলেছেন: সাহস পাইলাম :D :D :D :D :D :D

৭১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

নিয়েল ( হিমু ) বলেছেন: জী মশামামা সাহেব নিতি যাতে ঠিক থাকে ।

৭২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

ইখতামিন বলেছেন:
দেখেন তো - নিচের লোকটাকে সন্দেহ জনক সাগু মনে হয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার পোষ্টে দিয়ে এসেছি জবাব দিয়েছি । এখানেও আবার দিচ্ছি :)

তার এই পোষ্টটা দেখলে কিছুটা অন্যরকম মনে হচ্ছে তো ।
বাকিটা বলেছি এবং আপনি জবাব দিয়েছেন জয় বাংলা

৭৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

ইখতামিন বলেছেন:
হাহাহা
=p~ =p~ =p~

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

নিয়েল ( হিমু ) বলেছেন: :P :P :P :P

৭৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: chakori bondona valo hoyechhey

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাইয়া এখন প্রসংসা সোনার সময় না ।
ভাই আমার দেশের জাতীয় পতাকা পুড়ায়া এরা পার পায় কেমনে ?

৭৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

একজনা বলেছেন: ডানাহীন বলেছেন: হিমু হইয়া চাকরির ইন্টারভিউ দিতে গেছেন .. মহাপুরুষ সম্প্রদায় অল্পের জন্য আপনাকে হারায় নাই; আপনি চাকরি দেবেন, খাবেন ..করবেন ক্যান !!!

হুম, আমিও বলছি- আপনি হিমু। তাই আপনি অবশ্যই বিয়ে করবেন না এবং চাকরি দেবেন, খাবেন ..করবেন ক্যান??

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

নিয়েল ( হিমু ) বলেছেন: ডানাহীনকে লেখক বলেছেন: সাহস পাইলাম :D :D :D :D :D

বাকিটায় তো বিপদে ফালায়া দিলেন 8-| 8-| #:-S #:-S :( :(

৭৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

আমরা তোমাদের ভুলব না বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: লিন্‌কিন পার্ক বলেছেন:
হিমুই থাকেন রুপারে নিয়া বৃষ্টির মধ্যে চা খাবেন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন: :!> :!> :!> :#> :#> :P :P :P :P :P ;) ;) ;) ;)

৭৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

এম হুসাইন বলেছেন: চ্রম দুঃখের ইন্টার-ভু কাহিনী :( :(( ;)



শুভকামনা জানবেন!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন: হ ভাই চ্রম দুকের :( :( :(( :(( ;) ;) ;) ;) ;)

৭৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

ইখতামিন বলেছেন:


প্লিজ! নিচের ছবিতে ক্লিক করুন..



৭৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

মেহেরুন বলেছেন: Click This Link

আপনার ভাইয়ার নতুন আইডি খুললাম। একবার ঘুরে আসবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

নিয়েল ( হিমু ) বলেছেন: আপু প্রথেমই ধন্যবাদ ভাইয়াকেও সামুর একজন বানানোর জন্য । আর তার পর সবচেয়ে বড় ধন্যবাদটা আমাকে শেয়ার করার জন্য ভাইয়ার অসাধারন লেখা ।

৮০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

মেহেরুন বলেছেন: Click This Link

ধন্যবাদ ৃহীত হইলো :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

নিয়েল ( হিমু ) বলেছেন: আপু আবারো অন্নেক ধন্যবাদ :)

৮১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

ইখতামিন বলেছেন:

;) B-) :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

নিয়েল ( হিমু ) বলেছেন: ভিডু কুয়ালটি খুব খুব খুব খ্রাপ X( X( X( X(
৩ঘন্টা ধৈরা খালি লোডিং আর লোডিং আর লোডিং............

৮২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

এসএমফারুক৮৮ বলেছেন: হীমু'দের মন উদার ,সারক্ষণ মানুষের সেবা করে বেড়াবে। চাকরি করবে কখন ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

নিয়েল ( হিমু ) বলেছেন: রুম্না চাকরি /:) /:) /:) ;) ;) B-)

৮৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

ইখতামিন বলেছেন:
হাজার হাজার বছর ধরে লোডিং হতেই থাকবে
ভিডিও আর দেখা সম্ভব হবে না। ;) B-) :P
সব আমার কেরামতি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: B:-) B:-) B:-) B:-) :( :( :( :( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

৮৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

ইখতামিন বলেছেন:

;) B-) :P
লোডিং ... ... ... ... ... ... ...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

নিয়েল ( হিমু ) বলেছেন: ;) ;) B-) B-) :P :P

৮৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

মেহেরুন বলেছেন: khobor ki vai

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার প্রোফাইল পিকটা দেখে খুব ভাল লাগছে আপু :) :)

৮৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৩০

jotejoy বলেছেন: শুভ কামনা রইল।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল :)

৮৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৯

উড়োজাহাজ বলেছেন: কমেন্ট টা দেখে আয়

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

নিয়েল ( হিমু ) বলেছেন: গেছিলাম । জবাব দে ।

৮৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: রাজনীতিবিদ দের আমি এখন দারুন ঘৃণা করি

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

নিয়েল ( হিমু ) বলেছেন: রাজনীতিবিদ দের আমি অনেক আগে থেকেই দারুন ঘৃণা করি

৮৯| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:০০

ওবায়েদুল আকবর বলেছেন: ইন্টারভিউ দিতে যেয়ে নিয়ে আসতে পারলে যে টৃপ্তি লাগে তা আর কিসে পাওয়া যায় ব্রো? কিছুতেই না। চাকরির খ্যাতা পুরি। বস নামক বিতৃষ্ণার বস্তুরে সম্মান দিয়া কথা বলতে আমার দুনিয়ার সবচেয়ে খারাপ লাগে। তাই ঠিক করছি আর চাকরিই করুমনা।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫২

নিয়েল ( হিমু ) বলেছেন: চাকরির খ্যাতা পুরি

৯০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

ফারামনির চেহারাডা অনেক মিষ্টি আছিলো। এজন্যই ব্লগের অনেককেই লোল ফালাইতো। ভাবছিলাম আমিও লাইন মারুম।

এই বেডি হারামী শায়মার লাইগা .................................

আর সান্তনুরে আমার মন চাইতো দুইগালে দুই লাত্থি দেই।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১

নিয়েল ( হিমু ) বলেছেন: এখনো তোর বেন হয় নাই X(( X(( X(( X(( X(( X(( X((

৯১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪

জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -

মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

নিয়েল ( হিমু ) বলেছেন: মডারেটর গনের দৃষ্টি আকর্ষণ করছি ।

৯২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

মশামামা বলেছেন: খায়ালচে!!!!!

শায়মা বুড়ি আমার ফারামনিরে খায়ালচে!!!!

হালার নিকডাই খুলছিলাম এই জন্য। এখন এমুন চোক আমি কুনে পাই????????

সান্তনুরে গদাম দেয়া আমার এক সেকেন্ডের ব্যাপার আচিলো।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: এইখান থিকা ভাগ তুই খাঃপোঃ X(( X(( X(( X(( X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.