নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

************************************************************ ************

সকল প্রসংশা আল্লাহর জন্য।আমার চলমান মেইল এড্রেস ঃ [email protected] ,

মেঘলা আকাশ ও বিষন্ন মন

আমি ভালো আছি।

মেঘলা আকাশ ও বিষন্ন মন › বিস্তারিত পোস্টঃ

আজকে আর্জেন্টিনার খেলা আছে, মনে কিছুটা শঙ্কা ও ভয় কাজ করে।

১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৩৩

আর্জেন্টিনা ও ব্রাজিল কে নিয়ে মাতামাতির শেষ নেই। এই ব্লগে পালটা পালটি অনেক আক্রমনাত্বক পোস্ট হয়েছে। পোস্ট গুলো পড়েছি আর কমেন্ট করেছি। অনেক নেগেটিভ ও প্রতিপক্ষ হয়রানি মুলক মন্তব্যকেও আমার ভালো লেগেছে। একদলের সাপোর্টার আরেক দলকে কঠিন জবাব দিবে এটাই মজা। এটাই ফুটবলের মজা ও আনন্দ, এটাই ভালোবাসা ও প্রান। আমরা আমাদের দৈনন্দিন কাজে অনেক বিজি থাকি। সারা মাস অফিসে ও কর্মক্ষেত্রে যন্ত্রের মতন খাটতে হয়। জীবনটা যেন একটা রস কষ বিহিন একটা যন্ত্র। চার বছর পর আবার এসেছে এই বিশ্বকাপ আমাদের স্রেফ একটু ও মজা দেয়ার জন্য। আমরা অবশ্যই মজা করবো, সব দুঃখ কস্ট ভুলে স্রেফ খেলাদেখার জন্য টিভির সামনে বসবো।আমাদের মজা ও প্রতিপক্ষকে ঘায়েল করার জবাব যেন হয় শালীন ভাবে। সহিংসতায় রুপ যেন না নেয়। প্রতিটি বাড়ীর ছাদে পতাকা উড়ছে, ঈদের উৎসবের মতন। আমার নিজের দেশ নাই, একটা ছোট আফসোস মনের ভিতরে ঠিকই আছে। কিন্তু প্রিয়দল আর্জেন্টিনা ঠিকই আছে।ছোটবেলায় সেই আর্জেন্টিনাকে রুপকথার নায়কদের দল মনে হতো। আজকেও সেই আর্জেন্টিনাকে সেইরকম মনে হয়। মনের ভিতরে একবার স্থান করে নেয়া দল কখনো স্থানচ্যুত হয়না। গতকালের স্পেনের পরাজয় আমাকে কিছুটা শঙ্কা দিয়েছে। দোয়া করি আর্জ়েন্টিনার ক্ষেত্রে যেন এই অঘটন না ঘটে। আজকে অফিস থেকে তারা তারি বাসায় যাবো আমার প্রিয় দলটির খেলা দেখার জন্য। সব দুঃখ ও টেনশন বাদ দিয়ে টিভির সামনে বসে যাব।শুভকামনা রইলো আর্জেন্টিনা

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-২

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৩৬

রাজসোহান বলেছেন: শুভকামনা রইলো আর্জেন্টিনা

১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৩৯

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৪০

আবু সালেহ বলেছেন:
শুভকামনা রইলো আর্জেন্টিনার জন্য...ইনশআল্লাহ জয় থাকবে.....

আমি খেলা দেখবার পারুম কিনা জানি না....অফিস ছুটি হবে ৬ টায়..... X(( X(( X(( X( X( :| :| :(( :(( :((

১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৪৯

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আমার অফিস ও ৬টা পর্যন্ত, কিন্তু আমি ৪টায় বের হবো। কপালে যা থাকে হবে।

৩| ১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৪০

মনিরুল হাসান বলেছেন: একজন এশিয়ান হিসেবে আজকে দক্ষিণ কোরিয়াকে সমর্থন করা উচিত। ব্রাজিলের সাথে খেলার দিন আমি চাচ্ছিলাম খেলা ড্র হোক না হয় উত্তর কোরিয়া জিতুক। সেই রকম আজকেও চাচ্ছি যে খেলায় যেন দক্ষিণ কোরিয়া জিতে যায়।

১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৫২

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: যে কোনো দলকে সাপোর্ট করার অধিকার আপনার আছে। যে কোন দলই যে কারোরই প্রিয়ো হতে পারে। বাংলাদেশের বেশির ভাগ মানুষ আর্জন্টিনার সাপোর্টার আমি এটা বিশ্বাস করি। যোগ্যতর দলকে উচিত আপনার সাপোর্ট করা।

৪| ১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৪৩

টেকিবাবা বলেছেন: আমি আর্জেন্টিনার সাপোর্টার না, হেরপরেও আমি হেগো কাছ থিকা পেট ভইরা ভালো ফুটবল দেখতাম চাই। মেসিরে ভালা পাই। আমার টিম সকারুগো যেমনে হাকারু দিছে সেইরাম খেলা দেখতাম চাই। এখনো মন ভরে নাই গো......দিল মাঙ্গে মোর.....

১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৫৩

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আজকে আর্জেন্টিনা অনেক ভালো খেলবে এটা আশা করি।

৫| ১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৪৭

প্যাঁচনাই বলেছেন: শুভ কামনা রইল তোমরার আর্জেন্টিনার প্রতি ।। যদি হেরে যায় তইলে তো আমগো ব্রাজিলের লগে দেকা হইব না ।।

১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৫৪

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: তোমাদের ব্রাজিলের সাথে কবে দেখা হবে এই অপেক্ষাতে আছি।

৬| ১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৫৩

মিসকল বলেছেন: হারজিত থাকবেই। তাই বলে দ. কুরিয়ার কাছে পরাজয়। মেনেই নেওয়া যাবে না।

আর্জেন্টিনা আজ ৪-০ তে জিতবে।

মেসি-ও গোল পাবে।

১৭ ই জুন, ২০১০ সকাল ১০:৫৫

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ধন্যবাদ।

৭| ১৭ ই জুন, ২০১০ সকাল ১১:০৮

রায়হান। বলেছেন: আজকে আর্জেন্টিনা অনেক ভালো খেলবে এটা আশা করি। আমার বিশ্বাস আজ আমার দল জিতেবই। কিন্তু এশিয়ার দল হিসাবে আমাদের করিয়ার দল নেয়া উচিত। ছোট বেলা থেকে আমি আরজেনটিনার সাপোরটার। তাই আমার বিশ্বাস আমার দল জিতবে।

৮| ১৭ ই জুন, ২০১০ সকাল ১১:১০

ফাহিম আহমদ বলেছেন: জিতবে এটি ১০০%

৯| ১৭ ই জুন, ২০১০ সকাল ১১:১২

বিপ্লবী স্বপ্ন বলেছেন: Vamos Argentina!!!

১০| ১৭ ই জুন, ২০১০ সকাল ১১:২৩

আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: শুভকামনা রইলো আর্জেন্টিনা ।

ব্রাজিলের সাথে কবে দেখা হবে এই অপেক্ষাতে আছি।

জয়তু ফুটবল ...

১১| ১৭ ই জুন, ২০১০ সকাল ১১:২৪

কেবলা কান্ত বলেছেন: খেলা কয়টায় আজকে?!

১২| ১৭ ই জুন, ২০১০ সকাল ১১:২৯

খাইছি ধরা বলেছেন: মেসিরে বালা পাই।

১৩| ১৭ ই জুন, ২০১০ সকাল ১১:৫৫

জয় সরকার বলেছেন: শুভকামনা রইলো আর্জেন্টিনা।

১৪| ১৭ ই জুন, ২০১০ সকাল ১১:৫৬

মাথা খারাপ বলেছেন: শুভ কামনা রইল :)

১৫| ১৭ ই জুন, ২০১০ দুপুর ১২:০০

রাজিব শাহরিয়ার বলেছেন:
আল্লাহর রহমতে আমার ভাগ্যটা খারাপ না। মানে, আমার অফিস আজকে ১.৩০ পর্যন্ত।
যাইহোক, শুভকামনা তো থাকবেই ..... এবং আর্জেন্টিনা যেনো ভালোভাবেই জিততে পারে।
আর
@ রায়হান: আপনার সাথে ভাই ১০০% সহমত

১৬| ১৭ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৪

অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: যদিও আমি ব্রজিলের সাপোর্টার , তবে অন্ধভক্ত না । আশা করি আর্জেন্টিনা জিতবে....এবং ফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলবে ।

১৭ ই জুন, ২০১০ বিকাল ৩:২৯

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৭ ই জুন, ২০১০ দুপুর ১:২২

পিচ্চি হুজুর বলেছেন: মিসকল আর অভ্র ভাষা হোক উন্মুক্ত ভাই রে পিলাস

১৮| ১৭ ই জুন, ২০১০ দুপুর ২:৫৬

বিডি গ্লাডিওটোর বলেছেন: ভাই কোন দিকে যায় বলুন তো একদিকে এসিয়ার একমাত্র শক্তিশালী দল যাকে আমি এই দিক থেকে সাপোর্ট করি আর আর্জেন্টিনা তো আমার সাপোর্টেড এবং প্রিয়ও দল .....
যাইহোক , আর্জেন্টিনার ডিফেন্স কুব খারাপ এই নিয়া চিন্তাই আছি .....শুভকামনা রইলো আর্জেন্টিনার জন্য ।

১৭ ই জুন, ২০১০ বিকাল ৩:২৮

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আর্জেন্টিনা দি গ্রেট। অল টাইম গ্রেট। আমাকে নস্টালজিয়ায় ফেলে দেয়।

১৯| ১৭ ই জুন, ২০১০ দুপুর ২:৫৯

বিডি গ্লাডিওটোর বলেছেন: ভাই কোন দিকে যায় বলুন তো একদিকে এসিয়ার একমাত্র শক্তিশালী দল যাকে আমি এই দিক থেকে সাপোর্ট করি আর আর্জেন্টিনা তো আমার সাপোর্টেড এবং প্রিয়ও দল .....
যাইহোক , আর্জেন্টিনার ডিফেন্স কুব খারাপ এই নিয়া চিন্তাই আছি .....শুভকামনা রইলো আর্জেন্টিনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.