নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

যাচ্ছেতাই

জীবনের হিসেবগুলো এখন আর মেলাতে পারি না

যাচ্ছেতাই › বিস্তারিত পোস্টঃ

সেই পুরোনো প্রসংগ: মুসা ইব্রাহিম এর এভারেস্ট জয়

১৯ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩২

এটা অত্যন্ত দু:খের বিষয় যে মুসা ইব্রাহিম এর এভারেস্ট বিজয়ের এতদিন পরেও ব্যাপারটার কোন গ্রহনযোগ্য সমাধান পাওয়া গেল না, এখন পর্যন্ত এটা প্রশ্নবিদ্ধ থেকেই গেল।কারণ অনেক বিতর্কের পরও মুসা তার নিজের নীতিতে অটল আছেন যে আমি উঠছি বলছি তো উঠছিই, তোমাকে প্রমাণ দেখাতে আমি বাধ্য নই।



যাই হোক, দুরন্ত স্বপ্নচারী খুবই তথ্য বহূল দুটো পোস্ট দিয়েছিলেন :

মুসা ইব্রাহীম, আপনি আজ আমাকে এড়িয়ে যেতে পারেন। কিন্তু আপনাকেই প্রমান করতে হবে আপনি এভারেস্ট জয় করেছিলেন।



মুসা ইব্রাহীমের 'সাগর মাতা' জয় নিয়ে সৃষ্ট সংশয় ও কিছু বিশ্লেষন।



ওনার লেখায় অনেকগুলো গুরুত্বপুর্ন যুক্তি ছিল, কিন্তু পরবর্তীতে যে তিনি কিসের দ্বারা কনভিন্সড হয়েছিলেন সেটা শুধু তিনিই জানলেন, আমাদের আর জানালেন না।



এখন কিছুদিন হল সচল ব্লগে হিমু নামক জনৈক ব্লগার 'নেভারেস্ট' নামে এ সম্পর্কিত আরেকটি সিরিজ লেখা শুরু করেছেন যার দুটি পর্ব নেভারেস্ট: পর্ব ১ নেভারেস্ট: পর্ব ২ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সেখানে বাংলাদেশের পর্বতারোহণের সাথে জড়িত ব্যাক্তিত্ব মুনতাসির মামুন, সজল খালেদ ও মীর শামছুল আলম বাবু ও মন্তব্য করেছেন।



সবকিছু মিলিয়ে বিতর্ক শুধু বাড়ছেই, ছবি নিয়ে বিতর্ক , সার্টিফিকেট নিয়ে বিতর্ক , আরো কতকি??????? আর মুসা তার নিজস্ব বৈশিষ্টে অটল আছেন, ব্লগে তো তিনি কোন মন্তব্য করেনইনা, উল্টো ফেসবুকে তার কাছে কেউ ছবি বা প্রমাণ চাইলে তিনি প্রশ্নকারীর মায়ের প্রসবকালীন ছবি,আকিকার ছবি ইত্যাদি দেখতে চান।



যেদিন মুসার এভারেস্ট জয়ের কথা শুনলাম তার পরদিন থেকেই এ নিয়ে বিতর্ক শুনে আসছি।আজ পর্যন্তও তার অবসান হল না।এতদিনেও মুসা ব্যাপারটা নিয়ে খোলাসা করে কিছু বলার প্রয়োজন বোধ করেননি, জানিনা অদৌ করবেন কিনা, নাকি জাতি ব্যাপারটা নিয়ে ব্রিভান্তিতেই থেকে যাবে?

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৭

মে ঘ দূ ত বলেছেন: আমরা বিতর্কিত হতে চাইছি বলেই বিতর্ক তৈরী হচ্ছে। পোষ্টটা দেওয়ার আগে হয়তো একটু খোঁজখবর করা যেত।

বিডি আইডলের এই পোষ্টটা দেখতে পারেন।

Click This Link

২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৯

যাচ্ছেতাই বলেছেন: আমি এই পোষ্টটা দেয়ার আগে বিডি আইডলের পোষ্টটা দেখেছি।বিডি আইডলের পোষ্টটে ছবি গুলো প্রমাণ করে না যে সেগুলো সামিটের এবং সেগুলো সামিটের ছবি কিনা সে প্রশ্নটা বিডি আইডল এড়িয়ে গেছেন।

২| ১৯ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৭

ইউনুস খান বলেছেন: যত জল ঘোলা হইছে সবটা মুসার জন্যই হৈছে। সুতরাং এই সবকিছুর দায় দায়িত্ব মুসাকেই নিতে হবে।

তবে এই লোকটাকে একটা ঠগ ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই। যে লোকের এভারেস্ট বিজয়ের সংবাদে আমরা আবেগে আপ্লুত ছিলাম সেই লোক ফেসবুকে আমাদের জন্মেরকার সময়ের ছবি চেয়ে নিজের দৈন্যতাকেই প্রকটভাবে তুলে ধরেছে।

২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৪

যাচ্ছেতাই বলেছেন: মুসার আচরন আমার কাছে যথেষ্ট সন্দেহজনকই মনে হ্য়।

৩| ১৯ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫৯

বাংলা'র নবাব বলেছেন: জাতীয় অনুভুতি নিয়ে তামাসা করার জন্য মূসার ফাঁসি চাই।

আর মেঘদূত কে বলছি, গাধাদের দলে নাম লেখাবেন না। মূসা যে আচরণ করছে তাতে স্পষ্ট যে সে জোচ্চুরি করেছে। মূসা চূড়ায় উঠেছে সেই প্রমান বিডিআইডল কে কেন করতে হবে?

সাদাকে সাদা আর কালোকে কালো দেখতে শিখুন।

২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৭

যাচ্ছেতাই বলেছেন: মুসার লুকোচুরি সন্দেহকে আরো ঘনীভূত করে।

৪| ২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:০২

গরম কফি বলেছেন: ইউনুস খান বলেছেন: যত জল ঘোলা হইছে সবটা মুসার জন্যই হৈছে। সুতরাং এই সবকিছুর দায় দায়িত্ব মুসাকেই নিতে হবে।

এ বিষয়ে অনেকেই সন্দেহ ধারন করেছে এমনি তার কাছের জনেরা ও । তার সাথে একদিন কথা বলে ছিলাম ভালো লেগে ছিলো কিন্তু এই বিষয়টা তুলতেই কেমন জেনো আড়ষ্ট মনে হলো তাই কথা বাড়াইনি ।

২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৮

যাচ্ছেতাই বলেছেন: মুসার লুকোচুরি সন্দেহকে আরো ঘনীভূত করে।

৫| ২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:০২

মে ঘ দূ ত বলেছেন: দেখুন উনিতো আর জনে জনে প্রমাণ বিলিয়ে বেড়াতে পারবেন না। প্রমাণ যার সত্যিকারের দেখার দরকার সে একটু খোঁজখবর করলেই পারেন। এই যেমন বিডি আইডল করেছেন।

জল ঘোলা করছি আমরাই। আমরা অবিশ্বাসী মন নিয়ে উনার দিকে সন্দেহজনক প্রশ্ন ছুড়ে দিচ্ছি। লজ্জা আমাদেরই করা উচিত।

২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫৯

যাচ্ছেতাই বলেছেন: উনাকে জনে জনে প্রমাণ বিলিয়ে বেড়াতে হবে সেটাত দাবী করছি না। যেহেতু ব্যাপারটা বিতর্কিত হয়েছে সেটা তিনি একটা প্রেস কনফারেন্স করে বিতর্কিত প্রশ্নগুলোর উত্তর দিলেই তো ঝামেলা চুকে যায়।কিন্তু তিনি তো তা করছেন না।বরং তিনি যেসব কথাবার্তা বলছেন(ফেসবুকে) তা তার নিচু মানসিকতার পরিচায়ক এবং সন্দেহকে আরো ঘনীভূত করে।

"আমরা অবিশ্বাসী মন নিয়ে উনার দিকে সন্দেহজনক প্রশ্ন ছুড়ে দিচ্ছি।" এর কারণ উনার অতীত রেকর্ড সুবিধার না।উনার অন্নপূর্না ৪ বিজয়ও প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেটা তার এভারেস্ট জয়ের আগেই।চুল্লু ওয়েস্ট জয় নিয়ে তিনি নিজেই দাবী করেছেন সামিট না করেই সনদ নিয়েছেন।এবং এই পোস্টে দেয়া লিংকগুলোতে আরো অনেক ভালো যুক্তি আছে।পড়ে নিবেন।সবশেষ কথা উনি যেহেতু এভারেস্ট জয় করেছেন দাবী করেছেন,সুতরাং এ সম্পর্কিত সকল বিতর্কের অবসানও তাকে করতে হবে।

৬| ২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৬

নিশাচর নাইম বলেছেন: আমার কাছেও ঠগ মনে হয়েছে। সামান্য ১টা ছবি তিনি দেখাতে পারলেন না সেই সাথে খোড়া অজুহাত ব্যাটারী শেষ হয়ে যাওয়ায় তিনি ছবি তুলতে পারেন নি। X(


আপনি গেলেন সর্বোচ্চ পর্বত বিজয় করতে কিন্তু যাওয়ার আগে ব্যাটারী টেস্ট করলেন না ব্যাপারটা ্বিলিভ করা কস্ট। /:)

২০ শে আগস্ট, ২০১০ রাত ১:০০

যাচ্ছেতাই বলেছেন: সেটাই.....

৭| ২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৫

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: নেট কানেকশন শ্লো। কাল কমেন্ট করব।

২০ শে আগস্ট, ২০১০ রাত ১:০১

যাচ্ছেতাই বলেছেন: ঠিকাছে....

৮| ২০ শে আগস্ট, ২০১০ রাত ১:০৩

পৃথিবীর আমি বলেছেন: প্রথম আলোয় তার সিরিজ টা পড়লে ওখানেই ছবি গুলো পেয়ে যাবার কথা।।।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২৫

দূর্যোধন বলেছেন: পরথম আলু আর মুসা মিয়া ..... দুইটাই বেদম ঠগ X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.