নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তো বলতে পারেন মহামানবই। আমি তো অতি নগণ্য।।।।

অসংজ্ঞায়িত নিঝুম

বিষাদের বহমান করুন স্রোতধারায় গা ভাসাইয়া দেয়া ক্ষুদ্র মানব আমি।

অসংজ্ঞায়িত নিঝুম › বিস্তারিত পোস্টঃ

মেলা....

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭



চৈত্র সংক্রান্তিতে বড় মেলা বসেছে পাঠান মুলুকে।
তরফদার বাড়ীর পুকুর ধারটা জুয়ারিদের দখলে।
কেঁপে ওঠে অপ্সরাদের ছলা-কলায় যাত্রার মঞ্চ।
বয়সের তফাৎ ভুলে উপভোগে আধমরা পৌঢ়।

মাঠের পশ্চিম কোনে জমে উঠেছে লটারীর হাট।
আবাল বৃদ্ধ বিত্ত খুয়িয়ে ঝুকেছে প্রাপ্তির নেশায়।
বয়সের বন্ধুরতা ভুলে সবাই যেন সমভূমিতে।
সন্ধ্যা ঘনিয়ে এলেই দেখা যায় সভ্যদের বিচরণ।

ক'আটি শাপলা বেচতে এসেছিলো বোবা মেয়েটি,
ডজন খানেক সস্তা চুড়ি কিনে আহ্লাদে আটখান।
বায়োস্কোপবিহীন মেলায় যেন জনতার ঢল।
রংয়ের মেলায় ভ্যাপসা গন্ধে জঘন্য দমকা হাওয়া।

ঝোপের ধারে দাড়িয়ে একদল উৎসুক জনতা।
ব্যাথায় গোঙ্গাচ্ছে একটি রক্তাক্ত কচি শরীর।
পাষন্ডরা খাবলে খেয়েছে ওর দক্ষিণ বাহু।
ধ্বনিত হয়না বাতাসে ভায়োলিনের করুন সুর।

শুনেছি এ পাড়ার মানুষগুলো আর আধপেটা নেই
পোদ্দার বাড়ীর লোমহীন কুকুরটা আধপেটা কেন?
মানুষ বাঁচার জন্য খায়? নাকি খাওয়ার জন্য বাঁচে?
উদ্ভট প্রশ্নে বিভ্রান্ত শেখর কালিদাস পন্ডিত।

হাওয়াই মিঠাই আর কাচের চুড়ি সবই এখন বিলুপ্ত
"নাগরদোলা" শব্দটা যেন এখন যাদুঘরে সজ্জিত।
হোল্ডল গুছিয়ে দোকানিরা ঝিমুচ্ছে ঠা-ঠা অালোতে
একরত্তি ভালোবাসাহীনতায় ভুগছে চৈত্র মেলা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: আপনি যে মেলার কথা বলছেন তা একেবারে বিলুপ্ত হয়নি। এখনও বহু গ্রামে এরকম মেলা হয়।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: আমাদের ওখানে বিলুপ্ত... তবে আগামী দশকে পুরোপুরি বিলুপ্ত হবে...

২| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০৪

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৪

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: কৃতজ্ঞ♥

৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১১

কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ঠিকই বলেছেন। এখন আর সেই মেলা নেই। এখন যদিও কিছু কিছু জায়গায় মেলা বসেছে বলে প্রচার হয়, আসলে সেসব মেলাতে মেলার নামে ড্যান্স, কন্সার্ট চলে থাকে।

৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:১৮

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: ধন্যবাদ।।। শ্রদ্ধেয়.. আপনার মন্তব্যের জন্য

৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৫৮

চঞ্চল হরিণী বলেছেন: আবহমান বাংলার ঐতিহ্য ছিল এমন মেলা। পুরো বিলুপ্তি না হলেও ঠিকই বলেছেন, আগামী দশকে সেটুকুও হয়তো আর থাকবে না। কিছু দার্শনিক প্রশ্নও এনেছেন, ভালো লাগলো সেটা।

৩০ শে জুন, ২০১৮ সকাল ৮:১৯

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: জ্বী হ্যা!!! মেলা খুব অল্প সময়েই বিলুপ্ত হবে। তবে মেলার নামে চলছে কনসার্ট আর অশ্লীলতার রমরমা।।ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.