![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই ভেবেছিল পরমাণুই শেষ কথা,
ভবিষৎ জানান দিল ধারণাটা পুরো মিথ্যে,
পদার্থের আত্না কিছু ক্ষুদ্র পার্টিকেলস।
মহাত্তা গান্ধী, দান্তে অথবা রবীন্দ্রনাথ,
সমস্ত ধর্মগ্রন্থ, কাব্য এবং নানা মুনির নান মত,
সবকিছু যোগ করে পাওয়া যাবে মানুষের মানচিত্র।
দূরের ভবিষৎটাই একসময় হয়ে যায় বর্তমান,
এর মাঝে কেউ চলে যায় বিপরীত স্রোতে।
সামাজিক হিসেব নিকেশ আর তর্কের খাতিরে,
ধরে নেয়া হয় তাদের ধারনাটা ভুল।
অনেকে ভুল প্রমানিত হয়,
অনেকে প্রামান করে ধারণাটা ভুল,
মানুষের মানচিত্রে এরা কিছু ক্ষুদ্র ব্যাতিক্রম।
©somewhere in net ltd.