নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট তোমাকে বলছি

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮







কিছু ব্যাথা থেকে যায় ব্যাথাই
প্রকাশ করা যায়না কথাই


প্রথমেই বলছি অামি ক্রিকেট তেমন পারিনা। ক্রিকেট বিশেষজ্ঞও নই।

শুধু এটাই বলতে চাই। বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসি। বাংলাদেশ ছাড়া অন্যকোন দলের তেমন কোন খেলাই দেখিনা।



কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাইঃ

অপেনিং সমস্যার কি কোন সমাধান হবেনা?

একজন অাউট হচ্ছে এরপর অামাকে ঠান্ডা মাথাই খেলতে হবে, এই অভিজ্ঞতা হতে একটা দলের কত বছর লাগে?

ব্যাটিং লাইন ভালো করতে একটা দলের কত সময় লাগে?

হারবে জিতবে এটাই নিয়ম। কিন্তু তার পরেও একটা কথা থাকে...

বাংলাদেশের খেলা দেখতে গেলে চিন্তায় রক্ত শুখায়ে যায়।

প্লিজ, বিষয়গুলি একটু বোঝার চেষ্টা করেন








মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩০

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: আসলে বাংলাদেশের খেলোয়াড়রা ভালো করেই খেলে কিন্তু তাদের ধৈর্য্য শক্তি নাই। চার-চক্কা মেরেই আউট হয়ে যায়। তাদের মনে হয় এরকম কয়েকটা মারলেই জিত।

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন:

শতভাগ সত্য বলেছেন

২| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৩

রক্তিম দিগন্ত বলেছেন:
ওপেনিং-এ সমস্যা নেই। কেউ থিতু হলে দেখা যায় একজনের ফর্ম নেই বা ইনজুরিতে পড়েছে - এই কারণে ওপেনিং জুটি পরিবর্তন হয়ে থাকে বেশির ভাগ সময়। ওপেনিং-এ তামিমের যোগ্য সঙ্গীরও এখন অভাব নাই, শুধু কার ফর্ম আছে সেটা আসল কথা। আর, তামিমের ফর্মও ফ্যাক্টর। সব ব্যাটসম্যানই সর্বদা ফর্মে থাকে না। কারণ, একটানা ভাল খেলে গেলে বোলাররা ব্যাটসম্যানকে আঁটকানোর জন্য ফন্দি ঠিকই খুঁজে বের করে।

একজন আউট হলে আরেকজনকে নেমে ঠান্ডা মাথায় খেলতে হবে - এই অভিজ্ঞতা বাংলাদেশের আছে। আপনি খেয়াল করলে দেখবেন - অভিজ্ঞ ব্যাটসম্যানরা নেমে ঠান্ডা ভাবেই শুরু করে। যদি পিচ এবং কন্ডিশন হার্ডহিটিং-এর উপযোগ্য হয় - তাহলে হিট করে। সমস্যা হল - দলে অভিজ্ঞদের সাথে তরুণরাও আছে। আর, তরুণদের একটা চাপ থাকে - সেটা হলে দলে টিকে থাকা। ঐ চাপে মাথা ঠান্ডা রাখতে পারেনা। অভিজ্ঞদের এই চাপ নেই, তাই তারা বুঝে খেলতে পারে।

স্ট্যাবল ব্যাটিং লাইন আপ প্রসঙ্গে - আমার মনে হয় এখন লাইন আপ ঠিকই আছে, শুধু নাম্বার থ্রি পজিশনে ভাল কাউকে লাগবে। দুই বাঁ হাতি ব্যাটসম্যান ওপেন করলে - পরে একজন ডান হাতিকেই নামানো লাগে ভ্যারিয়েশনের জন্য। তাই ডান হাতি ব্যাটসম্যানদের কাউকে সেই অবস্থানটায় আনা হচ্ছে। এই জায়গাটায় একজন সেট হতে পারলেই ব্যাটিং লাইন আপ ফুল্লি সেট হয়ে যাবে।

আজকে বাংলাদেশ ভাল খেলেছে। আপনার আশাও মনে হয় পূর্ণ হয়েছে।

১০ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন:

ধন্যবাদ, অাপনার মন্তব্যটি অামার অনেক ভালোলেগেছে

৩| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৫

বিলিয়ার রহমান বলেছেন: বাংলাদেশের খেলা দেখতে গেলে চিন্তায় রক্ত শুখায়ে যায়!! :||

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অ নে ক ধন্যবাদ খাইয়াছি

৪| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৫

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে লাইক!! :)

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামিও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.