নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

জনপ্রতিনিধি

০৪ ঠা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

রাস্তায় চলতে চলতে বেশ কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে।
একটা রাস্তা ভাঙ্গা। এল.জি.ডি কাজ শুরুর আগে কাজটা কে করবে?
সবই যদি সরকার আর বিভিন্ন মন্ত্রনালয়ের দিকে চেয়ে থাকা লাগে, তবে স্থানীয় জনপ্রতিনিধি আসলে জনগণের কি কাজে লাগে?

যদি একটু সাজিয়ে বলি তবে প্রশ্ন গুলো এমন হবেঃ

জনপ্রতিনিধিদের আসলে কাজ কি?
সাধারণ জনগণ কেনো নির্বাচনে প্রার্থী বাছায়ে অংশগ্রহণ করবে?
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আসলে জনপ্রতিনিধিরা কতটা জনকল্যাণমুখী কাজ করে থাকে?

=p~ !:#P !:#P!:#P

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় তার দলকে জেতানোর জন্য মরিয়া হয়ে কাজ করে।

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

সবাই নির্বাচন কেন্দ্রীক কাজ করে। জনগন ও দেশের জন্য নয়।

২| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:০১

জ্যাক স্মিথ বলেছেন: চান্দিটাকে ফোটোপালিশ করে আরও চকচকে করা হইসে!! =p~

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: নেতা ও বুদ্ধিজীবী মানেই টাকলা। তার আরকি এটা দিলুম =p~ =p~=p~

৩| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩২

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: B:-) এই ছবি কে তুলছে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল।

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিটা ফেসবুক থেকে নেওয়া।

হাসাতে পেরে ভালো লাগছে তবে হাসানোটা মূল উদ্দেশ্য নয়। নেতাদের কাজকাম দেখে খারাপ লাগে তাই একটু পোস্ট করলাম আর কি।


ধন্যবাদ ঝিঁঝিঁ ভায়ো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.