নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

শিকড়ের সন্ধানে-০১

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০২

একনজরে বাংলা সভ্যতাঃ
মোটামুটি ৫হাজার বছরের ইতিহাস পাওয়া যায় গঙ্গা নদীর অববাহিকায় বাংলা সভত্যতার।
★দ্রাবিড় শাসন (খৃষ্টপূর্ব ২ থেকে ৩ হাজার বছর পূর্ব)
✪আর্যদের আগমন (খৃষ্টপূর্ব ১৫শত বছর পূর্ব)
★অনার্য আমল(খৃষ্টপূর্ব ৫শত বছর পূর্ব)
★পাল শাসন(২০০খৃষ্টাব্দ)
★সূলতানী শাসন(১২শ খৃষ্টাব্দ)
★মোঘল শাসন (১৪শ খৃষ্টাব্দ)
★ইংরেজ শাসন বা আধুনিক বাংলা(১৮শ খৃষ্টাব্দ থেকে)
প্রাগৈতিহাসিক যুগ থেকেই বাংলা তথা ভারতীয় উপমহাদেশ ফসলের উর্বর ভূমি হওয়ায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বণিক দল ও শাসকদের প্রতিনিধি দল এদেশে এসেছেন। বসতি স্থাপন করেছেন আবার কেও কেও করেছেন রাজ্য দখল।

সবার দৃষ্টি আকর্ষণের মূল কারণ হলো এই জনপদ ছিলো সমৃদ্ধশালী এবং এখানকার মানুষ ছিলো সহজ সরল।




বাংলা সভ্যতার আরও ইতিহাস...


চলবে...

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২৪

কামাল১৮ বলেছেন: জাতিভেদ প্রথার জন্য এদেশের লোকদের ঐক্য ছিলো না।এই অনৈক্যের কারণে বিদেশিরা সহজেই এদেশ আক্রমন করে দখল করে নেয়।তা না হলে এদেশ হতো পৃথিবীর শ্রেষ্ঠ দেশ।

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ঐক্য ছিলোনা এটাও যেমন কারণ। এছাড়াও অর্থ সম্পদে ভরপুর থাকায় সকলের নজরে পড়ে যায় বঙ্গ ভূমি।

২| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই স্থানে এত্ত চোর কোথা হতে পয়দা হলো?

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: স্থানের সাথে চোরের কোন সম্পর্ক নেই।

শিক্ষার অভাবে ভালো মানুষ ও চোর হয়। আবার ভালো শিক্ষার কারণে চোরের ছেলেও সুফি দরবেশ হয়।


আমাদের কোন ভালো শিক্ষা নেই।
নেই দেশ প্রেমের বালাই।

৩| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০১

হাসান কালবৈশাখী বলেছেন:

আদিম কাল থেকেই বাংলা তথা ভারত উপমহাদেশ সুজলা সুফলা স্বনির্ভর সম্পদে সমৃদ্ধ একটি দেশ ছিল।
ভারত উপমহাদেশ তথা ভারতীয়রা কখনোই বিদেশে ডাকাতি করতে দখল যায়নি। খাদ্যভাবে বিদেশে দখল লুট করতে যায়নি। ভারত নিজেই সবচেয়ে সমৃদ্ধ ছিল। কিন্তু বড় সেনাবাহিনী তৈরি করে সতর্ক না থাকায় বারবার বিদেশী জলদস্যু বা মরুভুমির ক্ষুধার্ত তষ্কর ডাকাতদল দ্বারা আক্রান্ত হয়েছিল।
বিদেশী জলদস্যুরা মরুভূমির তস্কররা মূঘল, তূর্কী, আরবী, পারসি বকতিয়ার ডাকাতরা, চেঙ্গিশ হালাকু খুনেরা এসে ভারতের সর্বনাস করে গেছে।
জাপান এশিয়ার অন্যতম দেশ যারা কখনো বিদেশি তস্কর দ্বারা আক্রান্ত হয়নি, সমুদ্র বাধার কারনে বিদেশিরা দখল করতে পারেনি। তাই নিজেরা ধিরে ধিরে ভালোভাবে উন্নতি করতে পেরেছে।

ডাকাত তস্কর ঠেকাতে চীনারা উচু দেওয়াল নির্মাণ করেছিল। ভারতের ছিল নিজ প্রাকৃতিক দেয়াল। উচু হিমালয় কাঞ্চঞ্জঙ্ঘা হিন্দুকুশ, কারাকোরাম তোরাবোরা পাহাড় ঘিরে ছিল আর ছিলো গভীর শিন্ধু নদের বাধা। পুর্বেও পদ্মা যমুনা মেঘনার কাদা মাটির দুর্গম বাধা। সহজে বহিরাগত ডাকাতরা অনুপ্রবেশ করতে পারত না।
কলম্বাস লুটপাটের উদ্দেশ্বে সম্পদে সমৃদ্ধ ভারত আবিষ্কার করতে পথভুলে আমেরিকা মহাদেশে চলে গেছিল। পরে ভাস্কোডাগামা কালিকটে আসতে সক্ষম হয়েছিল সুদুর আফ্রিকা উত্তমাশা অন্তরিপ ঘুরে। ভারত ছিল সারা বিশের কাছেই ড্রিমল্যান্ড।

অনেক প্রাচীন সমৃদ্ধ সভ্যতা, ভারত যখন অন্যান্ন এলাকা থেকে অঙ্কশাস্ত্র জ্ঞ্যানেবিজ্ঞানে উন্নত, ভারতে যখন তক্ষশীলা নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, তখন ব্রিটিষ পশ্চিম ইউরোপবাসিরা তখনও সম্পুর্ন নিরক্ষর জংলি, দিগম্বর বনে বাঁদাড়ে ঘুরে বেড়াতো।

ভারতীয়রা যদি চীনের মতো প্রাচীর দিয়ে পর্বত এর ফাঁক ফোকোর গুলো বন্ধ তরে বিদেশী ডাকাতদের রুখতে পারতো। তাহলে ভারত- বাংলাই পৃথিবীর সবচেয়ে উন্নত সমৃদ্ধ দেশ হয়ে থাকতো।

এই কমেন্ট আমার একটি পুরোনো লেখা থেকে।

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

অনেক যোদ্ধারা ভারতীয় উপমহাদেশ থেকে সম্পদ চুরি করে পাহাড় গড়েছে। আর তারা এখন হয়েছে সভ্য জাতী। মন্ডল মাতুব্বর।

৪| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১:৪৬

জ্যাক স্মিথ বলেছেন: আমদের নিজেদের ইতিহাস ঐতিহ্য জানা উচিৎ।
ভালো পোস্ট।

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই। অনুপ্রাণিত হলাম

৫| ২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৪১

রানার ব্লগ বলেছেন: চোরের মায়ের বড় গলা । ইহাই অনেক উন্নত দেশের জন্য প্রজেয্য ।

২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইতিহাস সেটাই বলে।

বিগত ৫হাজার বছরের ইতিহাসে দেখা যায় বাংলা বেশ সমৃদ্ধশালী ছিলো।

৬| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ মাটি আর নদী। কিন্তু দুটাই আজ অবহেলিত।

২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: দেশ ও মানুষকে ভালোবাসা মানুষের আজ বড় অভাব। সবাই ধান্দা করতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.